বুট,বাদাম ও চিড়ামুড়ি মাখা একজন ক্ষুদ্র বিক্রেতা।

in Steem For Traditionlast year

বুধবার ,
তারিখ -০২ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন। আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ আমি গ্রামে ঘুরে ঘুরে মুড়ি,বুট ও বাদাম ওয়ালা নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।

IMG_20230727_171448.jpg
একজন ক্ষুদ্র বিক্রেতার কিছু ছবি ধারণ
একজন ক্ষুদ্র বিক্রেতাঃ

আমাদের দেশে বিভিন্ন পেশার লোক বিভিন্ন কাজে জড়িত। কেউবা ঝালমুড়ি,কেউবা চিড়ামুড়ি, কেউবা ফুচকা প্রভূতি বিভিন্ন পেশার সাথে জড়িত। তেমনি আমি আজকে একজন চিড়ামুড়ি, বুট ও বাদাম বিক্রেতা নিয়ে উপস্থাপন করব।

IMG_20230727_171437.jpg

আমাদের দেশের প্রায় প্রত্যেকটি গ্রামে বিভিন্ন ধরনের বিক্রেতারা তারা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে থাকে। যারা গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে ঝালমুড়ি, চিড়ামুড়ি মাখা,বুট ও বাদাম, বাতাসা ও হাওয়াই মিঠাই বিক্রি করেন তারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে থাকে। তেমনি আমি আজ একজন বুট,বাদাম ও চিড়ামুড়ি বিক্রেতাকে গ্রামের রাস্তায় দেখলাম। অনেকে তার দোকান থেকে বিভিন্ন ধরনের খাবার সমুহ ক্রয় করছেন। আমি তাদের ক্রয় করা দেখে কাছে গেলাম।

IMG_20230727_171542.jpg

IMG_20230727_171357.jpg

কাছে গিয়ে দেখি তিনি বুট, বাদাম ও চিড়ামুড়ি মাখা বিক্রি করেছেন। তিনি ২-৩ গ্রাম ঘুরে আজ প্রায় অনেকে খাবার বিক্রি করেছেন। আজ তিনি এমন সময় খাবারের দোকান নিয়ে এসেছেন আমার প্রতিবেশীরা খাবার নিতে না নিতেই খাবার শেষ হয়ে গেছে। তিনি বিভিন্ন ভাংচুরা প্লাস্টিক ও লোহার জিনিসপত্র, ভাংঙ্গা মোবাইল, চাল ও টাকা বিনিময়ে বুট,বাদাম ও ঝালমুড়ি মাখা বিক্রি করছেন। আমি আজ প্রথম দেখলাম এই রকম একজন দোকানদার যিনি সব কিছুর বিনিময়ে খাবার দিচ্ছেন। তার সারাদিনের পরিশ্রম তিনি যত টাকা আয় করেন তা থেকে যা লাভ হয় তা দিয়ে তার সংসার চলে।

IMG_20230727_171726.jpg

IMG_20230727_171628.jpg

আমার লেখা পোস্ট পড়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

মোবাইলের তথ্য সংরক্ষণঃ
মোবাইলTecno 9t spark
ক্যামেরা৩৮ মেগাপিক্সেল
পোস্টের ধরণএকজন ক্ষুদ্র বিক্রেতা।
লোকেশনচিরিরবন্দর, গুড়িয়া পাড়া।
3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদ,
@siza

Sort:  

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

আমাদের দেশের গ্রাম অঞ্চলে এমন বুট বাদাম ওয়ালাদের দেখতে পাওয়া যায়। তারা অবশ্য অনেক বেশি পরিশ্রম করে থাকে। আমি ছোটবেলায় চাল দিয়ে নিতাম। এমন দোকান গুলাতে ভাঙ্গা চুরা দিয়ে টাকা অথবা বুট বাদাম নেওয়া যায়। আপনি সুন্দর লিখেছেন আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

বুট বাদাম ক্ষুদ্র বিক্রেতা তারা গ্রামে গ্রামে ঘুরে বাদাম,বুট,চিড়ামুড়ি ইত্যাদি এগুলো বিক্রি করেন।তারা শুধু একটা গ্রামে ঘুরেন না তারা ৩-৪ টা গ্রাম ঘুরে ঘুরে এগুলো খাবার বিক্রি করেন।তারা মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করেন।আপনি ক্ষুদ্র বিক্রেতা নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

হঠাৎ করে এমন ক্ষুদ্র বিক্রেতার কাছে থেকে মুড়ি মাখা খেতে অনেক মজা লাগে। কারণ একেকজন একেক রকম করে মাখে। আর আপনি অনেক সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

এই ভ্রাম্যমাণ দোকান গুলো সাধারণত গ্রামাঞ্চলেই দেখা যায়। এই দোকান গুলোতে ভাংরির সব রকমের পড়ে থাকা জিনিসপত্র নিয়ে খাবার দেয়। বাদাম,বুট, আর ছোলা দিয়ে থাকে। ভাংরির দোকানে প্রচুর লাভজনক একটি ব্যবসা।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

প্রত্যেক এলাকায় এমন ভাংড়িওয়ালার দেখা পাওয়া যায়। এরা মূলত বিভিন্ন ফেলনা জিনিসের পরিবর্তে এই খাবারগুলো দিয়ে থাকেন। তাদের কাছে মূলত বাদাম, ছোলা, মুড়ি মাখা, চানাচুর এসব খাবার কিনতে পাওয়া যায়। অনেক সময় তারা টাকার বিনিময়েও এসব জিনিস বিক্রি করেন। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

একজন ক্ষুদ্র বিক্রেতা, গুরে গুরে বাদাম বুট ছোলা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। এরা লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, ছেড়া জুতা, ও প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিক্রি করে থাকে, সুন্দর লিখছেন আপু। দারুণ ফটোগ্রাফি করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

বিকেল বেলা এমন বুট বাদাম খাওয়ার মজাই আলাদা, আমাদের পাশের গ্রামে একটি লোক আছে তিনি প্রায় দিন আমাদের এখানে বুট বাদাম নিয়ে আশে, আমরা বন্ধুরা মিলে বুট বাদাম খাইতাম, বুট বাদাম নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

এই বুট বাদাম আমাদের বিকালের সঙ্গি, বিকাল বেলা এসব জিনিস পত্র বেশিই পাওয়া যায়, তবে এখন গ্রামের মাঝে বুট বাদাম খুবই কম নিয়ে আসে, এখন বুট বাদাম ছোট ছোট হাট বাজারে বেশি পাওয়া যায়, বুট বাদাম নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43