আমতলী বাজারের একটি দর্শনীয় স্থান হলো- কাঁকড়া নদী ও রাবার ড্যামে।

in Steem For Traditionlast year

মঙ্গলবার,
তারিখ -২৭শে জুন ২০২৩

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন। আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ আমি আমতলী বাজারের কাঁকড়া নদী ও রাবার ড্রাম নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।

GridArt_20230627_165243274.jpg
আমতলী কাঁকড়া নদীর রাবার ড্রামের কিছু ছবি
আমতলী কাঁকড়া নদী ও রাবার ড্রাম ভ্রমনঃ

আমতলি বাজারের পাশেই আমার এক ফুপির বাসা।হঠাৎ করে কালকে রাতে বেলা ফুপি ফোন করে বলে ফুপা অসুস্থ। তাই সকাল বেলা আম্মুর সব কাজ হয়ে গেলে আমি আম্মু চাচি চাচাতো ভাই বোনেরা সহ সবাই মিলে ফুপির বাসায় যাই।ওখানে গিয়ে ফুপার দেখে তার সাথে কথা বলি।এরপর দুপুরের খাওয়া শেষে আমার চাচাতো বোন বলে মোহনপুর রাবার ড্যামে যাবে বেড়াতে।তাই আমি আম্মু ও চাচিকে রাজি করিয়ে বিকেল চারটার দিক মোহনপুর রাবার ড্যামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি।ফুপির বাসা থেকে মোহনপুর রাবার ড্যামে ভ্যান,অটো বাস,মোটরসাইকেল, সাইকেল এসব যানবাহনে যাওয়া যায়। তবে আমার ফুপি বাসা থেকে ৩ কিলোমিটার দুরে অবস্থিত। অতঃপর আমরা অটোতে করে মোহনপুর রাবার ড্যামে যাওয়ার জন্য রওনা দিলাম।

IMG_20230602_184731.jpg

অবশেষে আমরা ১৫ মিনিটের পথ অতিক্রম করে আমতলী কাঁকড়া নদী ও রাবার ড্যামে এসে পৌঁছে গেলাম। বিকেলবেলা নদী ও রাবার ড্যামে পরিদর্শন করার আনন্দটাই অন্যরকম। পড়ন্ত বিকালে নদীর রুপ সৌন্দর্য ও রাবার ড্যাম দেখতে অনেক সুন্দর। এটি বর্তমানে একটি দর্শনীয় স্থান বা জায়গা। নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দুর-দূরান্ত থেকে অনেক পর্যটন আসে। এখন নদীর পানি একবারে কম তাই অনেকে নদীর নিচে রাবার ড্যামের কাছে গিয়ে ফটোগ্রাফি করেছে। আবার অনেকে এখানে বরশি দিয়ে মাছ ধরার জন্য আসে। কেউবা নৌকায় উঠে নদীর চারপাশে ঘুরে দেখছে। সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ।

IMG_20230602_185522.jpg

IMG_20230602_183434.jpg

IMG_20230602_183247.jpg

আমরা এই দর্শনীর স্থানের সব জায়গা পরিদর্শন করলাম। এখানে কয়েকটি দোকানপাট ও রয়েছে। দর্শকেরা ঘুরতে আসলে এই দোকান গুলো থেকে খাবার কিনে খায়। এছাড়াও নদীর পানি শুকিয়ে যাওয়াতে অনেকে বালুর উপরে উঠে হাঁটাহাঁটি করছে আর ফটোগ্রাফি করছে।

IMG_20230602_183850.jpg

IMG_20230602_184935.jpg

IMG_20230602_183801.jpg

আমি ও আমার চাচাতো বোন ভাইয়েরা আমতলী কাঁকড়া নদী ও রাবার ড্যামে এসে অনেক আনন্দ উপভোগ করেছে অল্প সময়ের মধ্যে। অতঃপর সন্ধ্যা হওয়ার আগেই বাসার দিকে রওনা দেই। আমার লেখা পোস্ট কেমন হয়েছে তা সকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ

আমার লেখা পোস্ট পড়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

মোবাইলের তথ্য সংরক্ষণঃ
মোবাইলTecno 9t spark
ক্যামেরা৩৮ মেগাপিক্সেল
পোস্টের ধরণআমতলী কাঁকড়া রাবার ড্রাম।
লোকেশনচিরিরবন্দর, গুড়িয়া পাড়া।
3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদ,
@siza

Sort:  
 last year 

আমতলীর দর্শনীয় স্থান হলো রাবার ড্রাম। মোহনপুর রাবার ড্রামে অনেকবার গেছিলাম। এই রাবার ড্রামে অনেক পর্যটনের আনাগোনা। এই ব্রীজটি দেখতে বেশ সুন্দর।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

আমতলী বাজারের দর্শনীয় স্থান নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। এই জায়গায় আমি বেশ কয়েকবার গিয়েছিলাম। মন ভালো করার মতো একটি জায়গা। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

নিচে নৌযান উপরে স্থলজান। ছবিটা ভালো হয়েছে৷ আমাদের উত্তরাঞ্চলে তেমন বড় বড় দর্শনীয় স্থান নেই। ছোট আকারে কিছু দর্শনীয় স্থান আছে৷ ঈদের সময় সেখানে প্রচুর দর্শনার্থীর ভির হয়ে থাকে।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

আমতলী বাজারের একটি দর্শনীয় স্থান কাঁকড়া নদী ও রাবার ড্যামে নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ

 last year 

রাবার ড্রাম নামটা অনেক শুনে ছি কিন্তু কখনো যাওয়া হয়নি সেখানে। যখনই যাওয়ার চেষ্টা করি তখনই কোন না কোন উপায় তা ভেস্তে যায়। শেষের ছবিটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

আমতলী বাজারের রাবার ড্যাম নিয়ে দারুণ লেখছেন আপু।আমি যখন আমতলী বাজারে পড়া লেখা করি তখন মাঝে মধ্যে প্রায় কাঁকড়া নদী দেখতে যাই।কাঁকড়া নদী হলো দর্শনীয় একটি স্থান।আপনু দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ

 last year 

আপনার লেখা পোস্টটি বেশ ভালো হয়েছে। মোহনপুর রাবার ড্যাম দেখতে আমিও বেশ কেকবার গিয়েছি। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে ও ধন্যবাদ আপু

 last year 

রাবার ড্যামে আমিও গিয়েছিলাম। অনেক সুন্দর একটি যায়গা। বন্ধুদের সাথে গিয়ে ভালোই ইনজয় করা যায়। সুন্দর ফটোগ্রাফি করেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

মনে আছে তাইলে

 last year 

এখানে আমার যাওয়ার বেশ কয়েকবার সৌভাগ্য হয়েছিল। অনেক সুন্দর একটি জায়গা। এখানে বসে সময় কাটাতে যে কোন মানুষেরই অনেক ভালো লাগবে।চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য

 last year 

এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য এখন আমার হয়ে ওঠেনি। তারপরে লোকোমুখি শুনি যে খুবই সুন্দর একটি জায়গা। খুবই সুন্দর সুন্দর ছবি সহ পোস্টটি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56