কন্টেস্টঃ- আমার এলাকার একটি বিখ্যাত ফল || ১১ আগষ্ট-২০২৩

in Steem For Tradition10 months ago

IMG_20230811_055124.jpg

ওহে ,সকল স্টিমিট বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ প্রথম বার Steem For Tradition কমিউনিটি এর মধ্যে পোস্ট করতে যাচ্ছি। আজ আমি আপনাদের আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রথমেই আমি @toufiq777 দাদাকে ধন্যবাদ জানাই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য। তার পর @mainuna বন্ধুকে ধন্যবাদ । তিনি আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করেছেন। আমি খুব খুশি হয়েছি। আমি আন্তরিক ভাবেও ধন্যবাদ জানাই কমিউনিটিকে এতো সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য। প্রতিযোগিতার বিষয় ও খুবই সুন্দর হয়েছে। আমার এলাকার একটা ফল।

আমার এলাকায়তো অনেক ধরণের ফল পাওয়া যায়। তার মধ্যে তাল অন্যতম। যেহুতু আমি গ্রামে বসবাস করি অনেক টাটকা ফল পাওয়া যায়।গ্রামেই প্রচুর ফলের গাছ রয়েছে। এখন পাকা তালের সেজন চলছে। আশা করি অনেকেই তাল পছন্দ করেন।তাল এমন এক ধরণের ফল যে কাঁচা ও পাকা দুই ভাবেই খাওয়া যায়। ভীষণ উপকারী ফল এটি। গরমে স্বস্তির নিঃশ্বাস দিতে কাঁচা ফলের জুড়ি মেলা ভার।

IMG-20230811-WA0013.jpg

তাল ফল আমার এলাকায় বিখ্যাত হওয়ার কারণ:-

তাল ফল আমাদের এলাকায় খুবই বিখ্যাত। কারণ সবাই খুবই তাল পছন্দের সাথে সাথে নিজেদের এলাকা থেকেই এই ফল সংগ্রহ করতে পারে। দামেই ভীষণ কম হওয়ায় সকলেই কিনতে পারে। আনন্দের সাথে বলছি আমাদের গ্রামে এত পরিমান তাল গাছ আছে যে এখানে তালের দাম কম। কারণ প্রচুর তাল পাওয়া যায়। তাল গাছের মালিকরা তেমন একটা তাল বিক্রি না করার দরুন সকলেই বিনা টাকায় বাগান থেকে সংগ্রহ করে খেতে পারে। অনেকের বাড়ি তাল গাছ আছে তারা তো বাড়িথেকে প্রয়োজন মিটানোর পাশাপাশি অনেককে তাল ফল খেতে দেয়।

যেহুতু আমাদের বাড়ির পাশে প্রচুর তাল গাছ আছে আমার কাঁচা ও পাকা দুই সেজনই প্রচুর তাল খেয়ে থাকি। এমনকি তাল গাছ থেকে পাকা তাল প্রচুর এনে রেখে দেয়। যা আমাদের জ্বালানির পাশাপাশি কয়েক মাস পর তালের আঠি থেকে শ্বাস খেতে পারি। এখন তাল পাকার সেজন চলছে। গাছ থেকে প্রচুর তাল পেকে পেকে পড়ছে। আমাদের বাড়ির কাছেই 100 এর বেশি তাল গাছ আছে। আমরা প্রায় সব গাছের তালের স্বাদ সম্পর্কে অবগত। আমরা বাগানের সবচেয়ে মিষ্টি সেরা তাল টাই প্রতি বছর সংগ্রহ করি। আজও খুব সকালে গিয়েছিলাম সেই খুবই মিষ্টি পাকা তাল সংগ্রহ করতে। সেই তাল ফল এতটাই মিষ্টি যে কোনো চিনি মেশানোর প্রয়োজন পড়ে না। আমরা ব্যক্তিগত ভাবেও তাল খুবই পছন্দ করি ।আমার পরিবার ও খুবই পছন্দ করে। এই ফল আমাদের গ্রামে খুবই প্রসিদ্ধ একটি ফল।এই তাল ফলের গুনাগুন অপরিসীম।

তাল ফলের উপকারীতা

  • পাকা তাল ও কাঁচা তাল ফল উভয়ই খুবই উপকারী।দুই রকমের তাল ফলই আমাদের হজম শক্তি বাড়ায়। পেটের সমস্যা সমাধান করে।

  • তাল ফলের মধ্যে ভিটামিন বি এতটাই থাকে যে দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করে থাকে।

  • আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িতে দেয়।

  • ক্যান্সারের মত মারাত্মক রোগের বিরুদ্ধে এই ফল জ্বলন্ত হাতিয়ার হিসেবে কাজ করে বললে অত্যুক্তি করা হবে না।

  • আমাদের অন্ত্রের সমস্যা দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে।

  • কাঁচা তাল যেমন গরমে স্বস্তি দেয় এমনকি সাথে সাথে এনার্জি প্রদান করে তেমনি পাকা তাল ফল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে খাওয়া যায়। যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী।

  • তালে সবধরনের ভিটামিন কম বেশি রয়েছে ও প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। এই ফল আমাদের ইউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়।

IMG-20230811-WA0010.jpg

আমি আশা করি আপনারাও তাল ফল পছন্দ করেন। যাদের কাছেয় শুনি তাল খুবই পছন্দের ফল সকলের কাছে । অতীব সুস্বাদু একটি ফল। শরীরের জন্য প্রচুর উপকারী। অবশ্যই পাকা তালের সেজন চলছে আপনারা পাকা তাল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে খাবেন। যেমন : তালের বড়া, তালের পিঠা, তালের ক্ষির ,তালের জুস এবং তালের কেক ইত্যাদি।

এতো সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমি তিনজনকে আমন্ত্রিত করছি:-

@ahlawat @enamul17 @dasudi

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
লোকেশনখাড়গ্রাম
ফটোগ্রাফার@simaroy

Regards @simaroy

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

Regards
@sohanurrahman (Moderator)
Steem For Tradition

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 10 months ago 

আপনাকে ধন্যবাদ আমার আমন্ত্রন গ্রহন করে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য।আপনার এলাকার বিখ্যাত ফল যে তাল সেটা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। তালের মধ্যে এতো উপকারী গুন রয়েছে আগে আমি জানার চেষ্টা করিনি। তাল ক্যান্সার প্রতিরোধ করে জানতে পারলাম ভাই। আপনি আমাদের সাথে নিয়মিত কাজ করেন ভালো লাগবে আশা করি।

অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বন্ধু।

 10 months ago 
আপনার এলাকার বিখ্যাত ফল যে তাল তা শুনে আমি খুবই খুশি হলাম।আমাদের এলাকায়ও প্রচুর পরিমাণে তালগাছ রয়েছে। আর এই তাল থেকে পিঠা তৈরি করা হয়। আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার পোষ্টের মাধ্যমে তালের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য।

হা। তাল খুবই উপকারী ফল। আপনার সুন্দর মন্তব্য খুশি হলাম। ধন্যবাদ।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আমন্ত্রণ আপনি গ্রহণ করে অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন এবং আপনার এলাকার বিখ্যাত একটি ফল নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

আপনাদের উৎসাহ পেয়ে খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনার এলাকার বিখ্যাত ফল তাল নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই, আপনার পোষ্টের মাধ্যমে তাল ফলের এর উপকারিতা গুলো জানতে পারলাম। তাল স্মৃতিশক্তি বৃদ্ধি করে, এবং ক্যান্সার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। জেনে খুব ভালো লাগলো ভাই। আপনার এলাকায় তাল তেমন একটা বিক্রি হয় না, সকলে মিলেমিশে তাদের প্রয়োজন মেটায়। এটা খুব ভালো দিক ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যা । তাল ফল ক্যান্সার প্রতিরোধে বিরাট ভূমিকা রাখে। ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্যর জন্য।

 10 months ago 

তালের তৈরি পিঠাগুলো অনেক ভালো লাগে। তাল আমাদের এলাকায় তেমন নেই। তালের উপকারিতা সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। তাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের বিরুদ্ধে লড়ে।আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে কন্টেস্ট অংশগ্রহণ করার জন্য।

একদম ঠিক কথা
অনেক রোগ থেকে রক্ষা করে। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমাদের ছোট কমিউনিটিতে আপনাকে স্বাগতম দাদা৷ তাল আমাদের বাংলাদেশের যশোর এলাকায় অধিক দেখা যায়৷ পাকা তালের পিঠা খেতে তো সুমধুর লাগে। আপনার এলাকার বিখ্যাত ফল তাল। জেনে ভালো লাগলো। আমাদের কন্টেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

আমিও আনন্দিত আপনার কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারায়। ঠিক বলেছেন। খেতে সুমধুর লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

👍

Loading...
 10 months ago 

আপনার এলাকার বিখ্যাত ফল তাল নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। তালের উপকারিতা সম্পর্কে আপনি খুব সুন্দর বর্ণনা করেছেন। পাকা তালের রসের পিঠা আমার ভিষণ পছন্দের। তবে আমাদের এলাকায় তালের গাছ খুবই কম রয়েছে।আপনার পোস্টের মাধ্যমে তালের উপকারীতার অনেক তথ্য পেলাম।আপনাকে প্রতিযোগিতার শুভকামনা রইল আপু।

আমারও খুবই পছন্দ। আপনার ও খুবই পছন্দ তালের পিঠা শুনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66053.51
ETH 3482.63
USDT 1.00
SBD 3.17