গ্রামের মানুষের কামার শিল্প

in Steem For Traditionlast year
আসালামু আলাইকুম
দিনাজপুর
🤗Hello Bloggers 🤗

🌟 কামার শিল্প 🌟

IMG_20230419_211459.jpg

আসসালামু আলাইকুম, সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ।

আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলার এবং বাংলাদেশের মানুষের সমাজের কিছু কঠোর পরিশ্রমে চিত্র বাংলাদেশের মানুষের জন্য কামার শিল্প খুবই গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন কাজে কামার শিল্পের গুরুত্ব অপরিসীম আজকে আমি আমার শিল্পের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব।

IMG20230416192402.jpgIMG20230416192301.jpg

আজকে আমি আমাদের বাজারে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কামারের বেশ কয়েকটি দোকান দেখতে পেয়েছি ।তবে এই দোকানগুলোতে তারা লোহা পিটিয়ে পিটিয়ে বিভিন্ন ধরনের আমার শিল্প তৈরি করছে ,যেমন দা, কোদাল ,বটি ,কাস্তে সহ নানান ধরনের জিনিসপত্র যেগুলো দৈনন্দিন যিনি জীবনে খুবই কাজে লাগে।

IMG20230416192327.jpgIMG20230416192318.jpg

সবথেকে অবাক করা ব্যাপার হলো বর্তমান সময়ে প্রচণ্ড গরমে দিনের বেলা বাড়ি থেকে বেরোনই মুশকিল হয়ে পড়েছে ।তবে এই গরম তাদের অক্লান্ত পরিশ্রম করে সারাদিন রোদে পুড়ে কাজ করতেছে এবং তাদের দোকানে একটি করে চুলার মত থাকে ।যেখানে তারা সেই লোহাগুলো গরম করে পিটিয়ে পিটিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে।

আমাদের সব চুলাতে খড়ি কিংবা গাছের কোন ডালপালা ব্যবহৃত হয় না ব্যবহার করা হয়। শুধুমাত্র কয়লা যেটির আগুন বেশিক্ষণ থাকে বলে এটি ব্যবহার করা হয় প্রতিদিন প্রায় প্রচুর কয়লা এগুলোতে ব্যবহার করা হয়। যেগুলো তাদের ইটের ভাটা কিংবা অন্য কোন স্থান থেকে কিনে নিয়ে আসতে হয়।

IMG20230416192342.jpg

উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেমন দৈনন্দিন প্রয়োজনীয় দা বটি কোদাল এবং আরো দ্রব্য সামগ্রী তবে এসব জিনিস তারা তৈরি করে বাজারে খুবই কম দামে বিক্রি করে ।এতে করে তাদের সংসারিক প্রয়োজন মিটে তবে একটা কথা না বললেই নয় তাদের এসব পরিশ্রম করে বলেই আমরা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলো খুবই কম দামে এবং স্বল্প সময়ে পেয়ে থাকি তবে তাদের এসব পরিশ্রম কখনোই ভোলার মতো নয়।

আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোন পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পোস্ট আমি এখানে সমাপ্ত করতেছি।

ধন্যবাদ সবাইকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️

IMG_20230410_003926.png

20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png

আমাদের কমিউনিটি ডিসর্কোডে জয়েন করুনঃ
Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  
 last year 

কামার শিল্প নিয়ে অসাধারণ একটা পোস্ট উপস্থাপন করেছেন, আগে কামার শিল্প গুলো অনেক দেখা যেতো, যেমন হাট বাজারে কামার শিল্প প্রচুর দেখা যেতো, কিন্তু এখন হাট বাজারে তেমন কামার শিল্প দেখা যায় না, কামার শিল্প তারা লোহা গুলো গরম করিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে,আপনি অনেক সুন্দর ভাবে পোস্ট উপস্থাপন করছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 
DescriptionInformation
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 last year 

কামার শিল্প আামদের গ্রামীণ হাট-বাজার ঐতিহ্য বহন করে।আমরা কামার শিল্পের মাধ্যমে দা,সুরি,কোদাল ইত্যাদি প্রয়োজনীয় লোহার তৈরি জিনিসপত্র বানিয়ে থাকে। আপনি গ্রামের কামার শিল্প নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

কামার শিল্প এখন আগের মত দেখা যায় না, আগে কামার শিল্প অনেক দেখা যেতো,কামার শিল্পরা তারা হাতুড়ি পিটিয়ে লোহার জিনিস গুলো তৈরি করে, এখন হাট বাজারে কামার শিল্প দেখা যায় কিন্তু খুব কম দেখা যায়। আপনি দারুন লেখছেন ভাইয়া,আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 last year 

কামার শিল্প আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প। কেননা আমাদের বাড়ির অনেক জিনিসপত্র কামার রা তৈরি করে থাকে। খুবই দারুণ ভাবে আমাদের মাঝে কামার শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ ❤️❤️❤️

 last year 

ঐতিহ্যবাহী কামার শিল্প। কামারের কাজ হচ্ছে লোহা পিটিয়ে লোহার জিনিসপত্র তৈরি করা।যেমন,দা,বঠি,কোদাল,কাছি,খনতি,ইত্যাদি। তারা এগুলা তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ঐতিহ্যবাহী কামার শিল্প নিয়ে আপনি খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই। কামাররা নিপুন হাতে লোহার তৈরি আসবাবপত্র তৈরি করে, আগুনে পুড়িয়ে খুব সুন্দর ভাবে তারা দা বটি কুড়াল ইত্যাদি তৈরি করে। খুবই সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই অসংখ্য ধন্যবাদ।

 last year 

যুগ যুগ ধরে গ্রামবাংলায় এই কামার শিল্প আমাদের দেশে চলে আসতেছে।কামার এরা বিভিন্ন রকম জিনিসপাতি তৈরি করে এবং তাদের সংসারের চাহিদা মেটায়।কামার শিল্প নিয়ে খুব সুন্দর লিখেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

প্রাচীন কাল থেকে আমাদের দেশে এই কামার শিল্প ব্যবহার হয়ে আসছে। তারা অনেক পরিশ্রম করে থাকে৷ আগুনে লোহা পিটিয়ে সেটাকে একটি আসবাবপত্র হিসাবে রূপ দিয়ে থাকে। তাদের এই শিল্প যুগযুগ টিকে থাক।

 last year 

এটি একটি ঐতিহ্যবাহী শিল্প। বর্তমানে কামার পেশার সাথে জড়িত লোকজন অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। আগে যখন হাট বাজারে যেতাম তখন অনেক কামারের দোকান দেখা যেত,বর্তমানে কমে গিয়েছে। ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ভাই।ভালো লিখেছেন শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48