🌟 ভোলাগঞ্জ,সাধা পাথর🌟

in Steem For Tradition2 years ago
আসালামু আলাইকুম
ঐতিহ্যমূলক পোস্ট
🤗Hello Bloggers 🤗

🌟 ভোলাগঞ্জ,সাধা পাথর🌟

20230310_144203.jpg

আসসালামু আলাইকুম।সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে সাদা পাথরের তৃতীয় পর্বটি উন্মোচন করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সাদা পাথরে আমরা ট্রলারে করে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে বেশ ভালো একটা সময় কাটিয়েছি ।তবে সবথেকে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের সেই বড় বড় পাহাড়গুলো সিলেট শহরের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এবং তার মধ্যে কিছু কিছু জায়গা জুড়ে রয়েছে নদী এবং পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার পানি। সব মিলিয়ে আমরা এক অপরূপ দৃশ্য দেখতে পেয়েছি।

20230310_143955.jpg

প্রকৃতি সত্যিই অসাধারণ রূপ নিয়েছিল সেই সময় ।খারাপ যে বিষয়টি লেগেছে সেটি হল আমরা সিলেট শহরে খুবই রোদ পেয়েছিলাম এবং সাদা পাথরে গিয়ে পায়নি ।যার সেই পাহাড়গুলো সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিলাম না। তবে আমরা যেটুকু দেখতে পেরেছি খুবই ভালো দেখতে পেয়েছি।তবে আশা রাখি পরবর্তী কোন এক সময় এসে আমরা সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে দেখতেও উপভোগ করতে পারো।

এরপর সাদা পাথরের মূলত যে জিনিসটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটি হল পাহাড়গুলো থেকে বয়ে আসার নদীর মতো ঝরনার পানি গুলো। গোসল করার বিষয়টি প্রথমে আমরা আমাদের গোসল করার মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় আমরা গায়ে দিয়ে দিই। এরপর গোসলের জন্য আমরা সেই পানিতে নেমে পড়ি। তবে একটা কথা ঝরনার এই পানিগুলো সত্যিই প্রচন্ড ঠান্ডা ছিল। যার ফলে প্রথমে নেমেই আমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল ।এরপর ধীরে ধীরে সে ঠান্ডার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি।

20230310_135238.jpg
20230310_135241.jpg20230310_133442.jpg20230310_133244.jpg

তবে গোসল করার সময় আমরা বেশ কিছু ফটোগ্রাফি করেছি ।যেগুলো আপনি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি ।তবে আমার ফটোগ্রাফির খুবই শখ ছিল যে আমরা সাদা পাথরে গিয়ে মোটামুটি ভালো ধরনের ফটোগ্রাফি করব। ফটোগ্রাফির নেশার কার না থাকে। তবে সবথেকে মজার ব্যাপার হলো সেই জায়গাটা যদি কোন এক টুরিস্ট প্লেস হয় তাহলে তো কোন কথাই নেই।

অসাধারণ অভিজ্ঞতা এবং রোমাঞ্চকর কিছু মুহূর্ত পার করি এই সাদা পাথরে। আমার জীবনে সব থেকে সুন্দর এবং সব থেকে সৌন্দর্যপূর্ণ জায়গা এই জায়গাটি লেগেছে। কারণ এর আগে আমি কখনো এভাবে কোন টুরিস্ট প্লেসে ঘুরতে যাইনি। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি জায়গাটা সত্যিই অসাধারণ এবং প্রভৃতি সত্যিই চমৎকার একটা লীলাখেলা এই জায়গাটির মধ্যে দিয়েছে।

20230310_144555.jpg20230310_142127.jpg20230310_140147.jpg
20230310_142108.jpg

জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এ কারণে যে সেটি মেঘালয় রাজ্যের সুদর্শন সেই পাহাড়গুলো দেখা যাচ্ছিল এবং সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝরনা গুলোর পানি যার ফলে সত্যিই অপূর্বের দৃশ্য আমরা উপভোগ করতে পেরেছি।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে আমার পোস্টটি করার জন্য।

ধন্যবাদ সবাইকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️
20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  
Loading...
 2 years ago 

অনেক ভালো লাগে এই সাদা পাথর এর শহরটাকে। যেদিক এই তাকাই দেখলে যেন মন জুড়িয়ে যায়। একটা শান্তির নিশ্বাস নেওয়া যায়। চমৎকার একটি জায়গা দেখেই মন শান্ত হয়ে যায়। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে এই জায়গাটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

এত স্বচ্ছ পানি, পাথর দেখে সত্যি অনেক ভালো লাগতেছে। ভাই পানিতে কি মাছ আছে নাকি। অসাধারণ একটি জায়গা।সেখানে পর্যটকদের ভীড়সসব সময় লেগেই থাকে। খুব শীঘ্রই ঘুরতে যাব সেখানে। দেখে মনে হচ্ছে অসাধারণ সময় কাটিয়েছেন সেখানে। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

জায়গাটি বেশ সুন্দর। আপনি বেশ কিছুদিন ধরে ঘুরে ঘুরে আমাদের সাথে সুন্দর সুন্দর জায়গা নিয়ে উপস্থাপন করতেছেন। আপনার পোস্ট করার মধ্যদিয়ে আমরা নতুন কিছু শিখতে পারতেছি। তবে সাধা পাথরের ঝর্ণার পানি অনেক সুন্দর হয়ে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

সিলেট আসলেই অনেক সুন্দর। সাদা পাথ, স্বচ্ছ পানি, সবুজ পাহাড় সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য।সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের জায়গাটি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে এটি দেখার সুযোগ করে দিয়েছেন আমাদের।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

ভোলাগঞ্জের সাধা পাথর নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এখানে বিভিন্ন জায়গার মানুষ ভ্রমন করতে যায়। তবে আমি কখনো যায়নি। যাওয়ার ইচ্ছে আছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago (edited)

চমৎকার একটা জায়গা, এই সাদা পাথরের জায়গা টা, সিলেট মানেই সৌন্দর্য এর লীলাভূমি, পাহাড় থেকে ঝর্ণার জলরাশি যা মুগ্ধ করে দেয় অসংখ্য পর্যটকদের। সাদা পাথর জায়গা টা দেখে সত্যি অনেক মুগ্ধ হয়ে গেলাম। সিলেট আমার কখনো যাওয়া হয় নাই, সুযোগ হলে আমি অবশ্যই যাবো ইনশাআল্লাহ, আর আপনি অনেক অজানা তথ্য দিলেন যেগুলো ঘুরে আসার চেষ্টা করবো। আপনার ভ্রমণ আনন্দময় হোক, অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর জায়গার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আর অসাধারণ ফটোগ্রাফি করছেন আপনি, গোসল করে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে।ভালো থাকুন সুস্থ থাকবেন। আবারো ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার ও পাথরের ছবিগুলো বেশ ভালই হয়েছে।খুব সুন্দর লাগতেছে দেখতে সিলেট আসলেই অনেক ঐতিহ্যপূর্ণ একটি জায়গা। সেখানে বিভিন্ন রকম জায়গা রয়েছে দেখার জন্য।তার মধ্যে একটি হলো ভোলাগঞ্জের এই জায়গাটি জায়গাটি ট্যুরিজমের জন্য অনেক বিখ্যাত একটি স্থান।অনেক মানুষ দেশি-বিদেশী আসে সেখানে তাদের সময় কাটানোর জন্য।আপনি মনে হয় অনেক ভালো সময় কাটাচ্ছেন সেখানে ঝরনার পানিতে বেশ ভালই গা ভিজিয়েছেন মনে হচ্ছে। জায়গাটিতে যাওয়ার ইচ্ছা আছে খুব আপনার পোস্টটি দেখে ইচ্ছেটা আরো বেড়ে গেল।এ জায়গাটা নিয়ে পরপর দুইবার পোস্ট করেছেন আসলেই দেখে খুব ভালো লাগতেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

সিলেটের ভোলাগঞ্জ সাদপাথর জায়গাটি অনেক সুন্দর ও মনোরম পরিবেশ।সাদা পাথরের মুলত সবচেয়ে ভাল লাগে ঝর্ণার পানি গুলো পাহাড় থেকে বয়ে আসে দেখতে বেশ সুন্দর লাগে। অনেক সুন্দর আর স্বচ্ছ পানি। আপনার পোস্ট পড়ে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করার ইচ্ছে করছে। মন চা একবার গিয়ে ঘুরে আসি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন ভাই।

 2 years ago 

সাদা পাথর নিয়ে অনেক সুন্দর একটি উপস্থাপন। ছবি গুলো অসাধারণ হয়েছে। এই সাদা পাথর জায়গাটি সিলেট বিভাগে অবস্থিত। সাদা পাথর দেখতে অনেক লোকের সমাগম হয়েছে। পোস্টটি সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61956.82
ETH 2417.96
USDT 1.00
SBD 2.62