ঐতিহ্যবাহী মাটির তৈরি ব্যাংক।

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা


কেমন আছেন সবাই?আশা করছি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি আমাদের ঐতিহ্যবাহী মাটির তৈরি ব্যাংক নিয়ে কিছু কথা শেয়ার করবো। মাটির ব্যাংক হলো আমাদের ঐতিহ্য।যুগ যুগ ধরে এর ব্যবহার বহুল পরিমাণে।মাটির ব্যাংক তার ঐতিহ্য এখনো ধরে রেখেছে।

মাটির ব্যাংক

IMG_20230527_113303.jpg

যুগ যুগ ধরে মাটির ব্যাংকের চাহিদা অনেক।সময় বদলাচ্ছে,যুগ পরিবর্তন হচ্ছে কিন্তু মাটির তৈরি ব্যাংকের চাহিদা এখনো অনেক।আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থাপনা অনেক ভালো।অনেকের সামর্থ্য হয়না বড় বড় ব্যাংক প্রতিষ্ঠানে একাউন্ট খুলে টাকা জমা রাখার,তখন তাদের একমাত্র ভরসা থাকে এই মাটির তৈরি ব্যাংক। অনেকের ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে মাটির ব্যাংক। মাটির ব্যাংকের ক্ষুদ্র সঞ্চয় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।মাটির ব্যাংকের সঞ্চয় ক্ষুদ্র কিন্তু এর গুরুত্ব আমাদের জীবনে ও সমাজে অনেক বেশি।



ছোট বেলায় অনেক মাটির ব্যাংক কিনে দিতেন আব্বু।পয়সা জমা করতাম। ১০-১৫ দিন পার হলেই ব্যাংক ভেংগে ফেলতাম এইটা ভেবে যে অনেক টাকা জমা হয়ে গেছে।ভাংগার পর দেখি অল্প কিছু জমেছে মাত্র।তখন অনেক মন খারাপ হতো।ওই ব্যাংক ভাংগার টাকা দিয়ে বড়জোর ২ প্যাকেট চিপস পেতাম।২দিন পর আবার বায়না ধরতাম আব্বুর কাছে আরেকটা ব্যাংক লাগবে বলে।২দিন পর পর এমন করতাম দেখে আমাকে শাস্তি হিসেবে অনেকদিন মাটির ব্যাংক ছাড়া রাখা হয়েছিল।এখনো হাসি পায় মনে পড়লে।

মাটির ব্যাংক কেনার অভ্যাস টা এখনো রয়ে গেছে।এখনো ঠিক সেই আগের মতো আব্বুই মাটির ব্যাংক কিনে দেন।আমিও কিনি মাঝে মাঝে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর কোন মাটির ব্যাংক দেখলেই কিনতে মন চায়।কিন্তু এখন আর ছোটো বেলার মতো ব্যাংক সহজে ভাংতে ইচ্ছে করেনা।খুব মায়া হয়।ছোট বেলা থেকে অভ্যাস হয়ে গেছে অল্প অল্প করে সঞ্চয় করা।অল্প অল্প করে সঞ্চয় করে যখন মোটা অংকের টাকা হয়,তখন জমানো টাকা দিয়ে সখের কিছু করি।এই আনন্দ টা অন্য রকম।



IMG20230527110017.jpg

এই ঐতিহ্যবাহী মাটির ব্যাংক আমাদের ছোট ছোট অনেক সখ পূরণ করতে সাহায্য করে।মাটির ব্যাংকে টাকা রাখার সময় যেমন ভালোলাগে তেমনই ব্যাংক ভাংগার সময় তার থেকেও বেশি উৎসাহ কাজ করে।সবাই মিলে বসে পরে টাকা গণনা করতে।কেও কেও গুনে ১০০টাকার নোট,কেও বা গুনে ৫০,২০,১০ টাকা।সবাই অনেক আগ্রহ নিয়ে গণনা করে।ঐতিহ্যবাহী মাটির তৈরি ব্যাংক যাহার মধ্যে লুকিয়ে থাকে কারো কারো স্বপ্ন বা পরিকল্পনা।


ডিভাইসOppo reno8 T
লোকেশনউত্তরা
ফটোগ্রাফার@sheikhdisha
Sort:  
 last year 

মাটির তৈরি ব্যাংক নিয়ে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলের যাওয়া কিছু কিছু পয়সা জমিয়ে পরে মাটির তৈরি ব্যাংকে জমা রাখতাম। সুন্দর একটি পোস্ট।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

মাটির তৈরি ব্যাংক নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই মাটির তৈরি ব্যাংক আমাদের ঐতিহ্য। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ।

 last year 

আপনার মাটির ব্যাংকগুলো অনেক সুন্দর আপু। আমি এমন মাটির ব্যাংক খুঁজি কিন্তু পাই না। আপনার কাছে এগুলো দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 
Feedback / Observation

মাটির তৈরি ব্যাংক গুলো এখন আর আগের মতো মানুষ ব্যবহার করে না। অবশ্য কয়েক বছর আগেও মানুষ এই মাটির ব্যাংকে টাকা জমাতো। আপনি মাটির তৈরি ব্যাংক গুলোর অসাধারণ ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপি।

IMG-20230413-WA0003.jpg
 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঐতিহ্যবাহী মাটির তৈরি ব্যাংক নিয়ে অসাধারণ একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই মাটির তৈরি ব্যাংকের মধ্যে আমি ছোট বেলায় অনেক টাকা জমা করছিলাম।আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন, ছবি গুলো দারুণ তুলছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মাটির ব্যাংক নিয়ে সুন্দর লিখছেন আপু, মাটির ব্যাংক আমাদের এক সময় এর ঐতিহ্য। এক সময় এই ব্যাংক এ টাকা জমাতাম। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

Loading...
 last year 

মাটির ব্যাংক নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। ছোটবেলায় এরকম মাটির ব্যাংকে অনেক টাকা জমাতাম। যেদিন ব্যাংক ভেঙ্গে ফেলতাম, সেদিনের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ব্যাংক ভাংগার আনন্দ টা অন্যরকম।অনেকদিনের জমানো টাকা গুলো একসাথে হলে কিযে ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।

 last year 

মাটির তৈরি ব্যাংক নিয়ে সুন্দর আলোচনা করেছেন আপু। আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগে প্রত্যেকটি বাড়িতেই তিনটি চারটি করে মাটির ব্যাংক ছিলো। আমার নিজের একটি মাটির ব্যাংক ছিলো যেখানে আমি টাকা জমাইতাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস টাকা জমার এক ঘন্টা পর খাটি দিয়ে আবার বাইর করতাম😁😁😁 ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনার নির্মম ঘটনা শুনে অনেক খারাপ লাগলো ভাইয়া।আবার কিনে জমানো শুরু করেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমার দ্বারা টাকা জমানো হবেনা।এখন থেকে স্টিম জমাবো✌️✌️😁😁😁

ছোটবেলায় আমিও অনেক মাটির ব্যাংক কিনেছি এবং এতে দুই টাকা পাঁচ টাকা করে জমাইয়া রাখতাম। মাটির ব্যাংক নিয়ে খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68425.65
ETH 2646.01
USDT 1.00
SBD 2.68