প্রতিযোগিতার ১৪তম সপ্তাহ - আমার এলাকার পুরাতন স্কুল "স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়"

in Steem For Traditionlast year

রবিবার
তারিখ - ০৭ মে ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আয়োজিত প্রতিযোগিতার ১৪তম সপ্তাহ - আমার এলাকার পুরাতন স্কুল "স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়" নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । তো চলুন শুরু করা যাক।

IMG-20230506-WA0003.jpg

বন্ধুরা স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটিতে একটি ভিন্ন ধর্মী কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। আর এই কনটেস্ট এর নাম আমাদের এলাকায় পুরাতন স্কুল নিয়ে। আর আজকে আমি এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছি।

আমার এলাকায় সবচেয়ে পুরাতন স্কুলটির নাম হলো স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই স্কুলটি দিনাজপুর শহরের পার্বতীপুর উপজেলার অবস্থিত। আর এই স্কুল টির অবস্থান পার্বতীপুর বাস টার্মিনাল থেকে নতুন বাজার রোডের মধ্যে খানে। এই স্কুল টি অনেক পুরাতন এবং এই স্কুলটি ১৯৭২ সালে স্থাপিত হয়েছে। সেই সময় আমার নিজেরই জন্ম হয় নি।

IMG-20230506-WA0005.jpg

এই ভবনটি স্কুলের মেইন ভবন। নিচের তলায় ক্লাস রুম রয়েছে এবং দ্বিতীয় তলায় রয়েছে শিক্ষক শিক্ষার রুম। এবং তার পাশে আরো নতুন একটি বিল্ডিং করা হয়েছে ছাত্র ছাত্রী দের শিক্ষা দেওয়ার জন্য। অবশ্য এই স্কুলের ছাত্র ছাত্রী কম হয় না। বিভিন্ন জায়গায় থেকে এখানে ছাত্র ছাত্রী প্রতি বছর ই ভর্তি হয়ে থাকে। আর এই স্কুল টি মেইন রোডের পাশে হওয়ায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়।

IMG-20230506-WA0000.jpg

এই বিল্ডিং টি ১৯৮৮ সালে করা হয়েছিলো। যেটা অনেক বছর এর পুরাতন। আর আশে পাশের এলাকা যেমন : রহমত নগর, গুলপাড়া, টার্মিনাল এলাকা, পাওয়ার হাউজ রেলওয়ে কলোনি, বাবু পাড়া সহ বিভিন্ন জায়গার বাচ্চাদের এখানে ভর্তি করা হয়। বেশির ভাগ এখানে রেলওয়ে কর্মচারীদের বাচ্চা ভর্তি করা হয়। কেননা এই স্কুল টি রেলওয়ে কোয়ার্টার এর এক দম সামনে অবস্থিত।

IMG-20230506-WA0006.jpg

স্কুলটির চারিদিকে সবুজ গাছ পালা লাগানো রয়েছে। যেকারণে স্কুলের ভিতরের আবহাওয়া বেশির ভাগ ঠান্ডা থাকে। আর স্কুল টির এক পাশে শহীদ মিনার তৈরি করা হয়েছে। যে-কারণে ছোট বাচ্চা দের ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দিতে হলে বাহিরে না যাওয়া লাগে। আর এই স্কুলের ভিতরে ছোট বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন রাইড রয়েছে যেমন উপর থেকে নিচে নামার জন্য একটা রাইড, দোলনা ছিলো কিন্তু কিছু কারণে হয়ত স্কুল কমিটি খুলে রেখে। ছোট বাচ্চাদের খেলা করার জন্য রয়েছে সুন্দর একটি স্কুল মাঠ।

IMG-20230506-WA0008.jpg

স্কুলের এক পাশে রয়েছে ফুলের বাগান। যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে। আর এই ফুলের বাগান টি দেখাশোনা করার জন্য স্কুলের পক্ষ থেকে লোক নিয়োগ করা রয়েছে। তারাই এই ফুলের বাগানটি দেখাশোনা করেন। এখানে ঝাউ ফুলের গাছ দেখতে অনেক সুন্দর লাগছে, তারপরেও রয়েছে গোলাপ ফুলের গাছ। আর এই গাছ গুলোতে যখন ফুল ফোটে তখন দেখতে অপরূপ সুন্দর লাগে।

IMG-20230506-WA0004.jpg

স্কুল এর বাহিরের দেওয়ালে এমন ভাবে অনেক শিক্ষা মূলক বিভিন্ন উক্তি লেখা আছে। যেটা ছোট বাচ্চাদের অনেক উপকারে আসে। এবং বাহিরের লোকজন দেখে জানতে পারে। তার সাথে চারিদিকে অনেক গাছপালা লাগানো রয়েছে।

আমি আমার দুই জন বন্ধু কে এই প্রতিয়োগিতায় অংশ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি : @mini80 & @max-pro.


ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
Loading...
 last year 

পার্বতীপুর উপজেলায় স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমি দেখছি। এই স্কুলটি রাস্তার প্বাশে। ১৯৭২ সালে এই স্কুল স্থাপিত হয়। আপনি স্কুল নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনার এলাকার পুরাতন স্কুল সম্পর্কে অসাধারণ লিখেছেন ভাই। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর তুলছেন এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক পুরাতন। প্রাথমিক বিদ্যালয় আমাদের শিক্ষা জীবনের প্রথম ধাপ। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

আপনার এলাকার পুরাতন স্কুল নিয়ে দারুণ লেখছেন ভাই, স্কুলটি দেখে মনে হচ্ছে অনেক পুরাতন একটা স্কুল। আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।এই স্কুলটি আমি নিজ চোখে দেখিনি। এটি ১৯৭২ সালে স্হাপন করা হয়। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year (edited)

এটি অনেক পুরাতন স্কুল। এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। আমার কিছু বন্ধু এই স্কুলের ছাত্র ছিল। আপনার পোস্টটি দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল ভাই।অসাধারণ লিখেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

পার্বতীপুরের রাস্তার ধারে এই স্কুলটি অবস্থিত। অনেক পুরনো এই স্কুলটি। পুরাতন স্কুল সম্পর্কে বেশ ভালই লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনার এলাকার পুরাতন স্কুল "স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়"নিয়ে সুন্দর একটি উপস্থাপনা ভাই। স্কুল সম্পর্কে অনেক তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ছবি গুলো অসাধারণ হয়েছে। তবে প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হয়েছে দেখে ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ বস❤️❤️

 last year 

স্টার মডেল স্কুলের ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। স্কুলটি বেশ পুরনো । স্কুলের মধ্যে খেলার জায়গা গুলো অনেক সুন্দর এবং একটি নার্সারী ও রয়েছে। স্কুলের ভিতরে থাকা তালগাছটি স্কুলের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি স্কুল নিয়ে তত্ব আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া ❤️❤️

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66011.09
ETH 3480.06
USDT 1.00
SBD 3.17