সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অঙ্কনsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

বুধবার
তারিখ - ১৪ জুন ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আজকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অঙ্কন করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230613-WA0026~2.jpg
"সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অঙ্কন "
উপকরণ

একটি A4 সাইজের আর্ট পেপার
একটি স্কেল
একটি কম্পাস
একটি রাবার
একটি 4B পেন্সিল
একটি কালো রঙ এর মার্কার
বিভিন্ন কালারের রঙ


IMG-20230613-WA0008~2.jpg
ধাপঃ ০১

বন্ধুরা আজকে আমি যে চিত্রটি অঙ্কন করেছি সেটা হল সূর্য অস্ত যাওয়ার একটি দৃশ্য ৷ আর এর চিত্র অঙ্কন করতে হলে আমাদের সর্বপ্রথম একটি A4 সাইজের আর্ট পেপার প্রয়োজন৷ সেজন্য আমাদের সর্বপ্রথম একটি আর্ট পেপার সংগ্রহ করতে হবে ৷ তারপরে একটি স্কেলের সাহায্য নিয়ে আর্ট পেপারের মাঝ বরাবর একটি রেখা টানতে হবে ৷ আর সেটা একটি পেন্সিলের সাহায্য নিয়ে দাগ টানতে হবে ৷


IMG-20230613-WA0011~2.jpg
ধাপঃ ০২

এই ধাপে আমাদের একটি কম্পাস এর সাহায্য নিয়ে বৃত্তের অর্ধেক টানতে হবে ৷ যাতে মনে হয় এটা সূর্যের হাফ অংশ৷ যেহেতু আমরা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অঙ্কন করছি ৷


IMG-20230613-WA0010~2.jpg
ধাপঃ ০৩

এবার আমরা অর্ধেক যে বৃত্ত তৈরি করেছিলাম তার উপর দিয়ে আমরা হলুদ রং করে দেবো ৷ এবং আকৃতি কিছুটা গোলাকারের মতো হবে ৷


IMG-20230613-WA0014~2.jpg
ধাপঃ ০৪

এই ধাপে আমাদের লাল এবং হলুদ রঙের মিশ্রণে গোলাকারের উপরে অংশগুলো রং করতে হবে ৷


IMG-20230613-WA0017~2.jpg
ধাপঃ ০৫

এবার আমাদের নিচের দিকে দুই সাইডে অর্ধেকের কম লাল রং টানতে হবে ৷ দুই পাশ থেকে হালকা হালকা করে টানতে হবে এবং মাঝখানে কিছুটা ফাঁকা থাকবে ৷


IMG-20230613-WA0018~2.jpg
ধাপঃ ০৬

এই ধাপে আমাদের মাঝখানে যে ফাঁকা অংশ টি ছিলো সেই ফাঁকা অংশে আমাদের হলুদ রং করতে হবে ৷ এবং দুই সাইডে আমরা যে লাল রং করেছিলাম সেই লালের সাথে হলুদ রঙের আমাদের একটি মিশ্রণ তৈরি করতে হবে ৷


IMG-20230613-WA0020~2.jpg
ধাপঃ ০৭

এবার আমাদের নিচে যে ফাঁকা অংশটি রয়েছে , সেই ফাঁকা অংশে আমাদের একটি পেন্সিল দিয়ে হালকা করে ঘষে কিছুটা কালো রং করতে হবে ৷


IMG-20230613-WA0021~2.jpg
ধাপঃ ০৮

এই ধাপে আমাদের যে পেন্সিল দিয়ে কালো রং করা হয়েছে সে কালো রঙের সাথে একটি বেরিগেট তৈরি করতে হবে ৷ যাতে কেউ বা কোন কিছু পড়ে না যায় ৷


IMG-20230613-WA0024~2.jpg
ধাপঃ ০৯

এই ধাপের নিচের যে কালো অংশ রয়েছে সেই কালো অংশটিকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন মনে হয় এটি একটি কাঠের সেতু ৷


IMG-20230613-WA0000~2.jpg
ধাপঃ ১০

এই ধাপে আমাদের সূর্যের দুই পাশে কালো দুইটি পাহাড় তৈরি করতে হবে ৷ আর এই কালো পাহাড় তৈরি করতে আমাদের একটি কালো মার্কারের প্রয়োজন ৷ আর একটি মার্কারের সাহায্য নিয়ে আমাদের এই কালো দুইটি পাহাড় তৈরি করতে হবে ৷


IMG-20230613-WA0026~2.jpg
ধাপঃ ১১

সর্বশেষ ধাপে , আমাদের একটি গাছের ডাল তৈরি করতে হবে এবং কিছু পাখির ছবি অঙ্কন করতে হবে মনে হবে যেন পাখি দুইটি উড়ে যাচ্ছে ৷ আর সূর্যের সামনে যেভাবে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে সেটি আর কিছু না নদীর পানি আমরা এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি একটি নদীর উপরে অঙ্কন করেছি ৷

তো বন্ধুরা , এই ছিল আজকে আমার সূর্য অস্ত যাওয়ার একটি দৃশ্য অঙ্কন ৷ আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ৷


ডিভাইসSamsung A52.
লোকেশনপার্বতীপুর, দিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

অসাধারণ একটি আর্ট আমাদের শেয়ারের সাথে শেয়ার করেছেন ভাই।এত সুন্দর আর্ট আপনি কিভাবে করেন। প্রত্যেকটি ধাপ খুব ভালোভাবে তুলে ধরেছেন ভাই।আমার কাছে পোস্টটি অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনি অনেক সুন্দর আর্ট করেন ভাই তা আমারা সবাই জানি।আপনার আর্ট দেখে জীবন্ত মনে হইতেছে ভাই। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি আর্ট করেছেন। আপনার নিয়ম গুলো ফলো করে যে কেউ সুন্দর আর্ট করতে পারবে ভাই।

 last year 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

সূর্য অস্ত যাওয়ার অনেক সুন্দর আর্ট করছেন,আপনি প্রতিটা আর্ট অনেক সুন্দর ভাবে করেন।এই আর্ট টাও বেশ চমৎকার হয়েছে ভাই।আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাহ্ দারুণ ভাইয়া৷ আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আসলেই অনেক সুন্দর অংকন করতে পারেন। আপনার শেয়ার করা প্রতিটা আর্টেই অনেক সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

সূর্যাস্ত এমনিতে দেখতেই ভালো লাগে।আপনার ছবিতে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন সূর্যাস্ত।গাছের ডালের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে ছবিটি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

ভাই যে আর্ট করছেন পুরাই তো মাথা নষ্ট 🙄। আজ বইন নাই বলে আর্ট দিতে পারি না 😳। বইনের ফায়দা উঠাওছেন তোরা বাহে 🤐

 last year 

🤭🤭🤭 জাতি নীরব

 last year 

আপনি অস্থির একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র দেখে মন জুড়ে গেল। সূর্যাস্তের এমন দৃশ্য প্রকৃতির মাঝেও দেখা যায় না আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি বেশ চমৎকার আর্ট করতে পারেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

দেখতে অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে সত্যি কারের সূর্য ডোবার দৃশ্য। আর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য এত সুন্দর একটা পোস্ট।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59880.83
ETH 2301.55
USDT 1.00
SBD 2.50