আফতাবগঞ্জ মেলায় একটি টেডির দোকানsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

রবিবার
তারিখ - ১৬ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে "আফতাবগঞ্জ মেলায় একটি টেডির দোকান" নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230715-WA0005.jpg

বন্ধুরা, বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ঐতিহাসিক এবং দর্শনীয় বিভিন্ন মেলা হয়ে থাকে। তবে বিশেষ করে এসব মেলা গুলো অনেক দিনের পুরাতন হয়ে থাকে। তার কারণে এই সব মেলা গুলো অনেক পরি পাটি ভাবে হয়ে থাকে। আর ঠিক তেমনি আফতাবগঞ্জ মেলা একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করেছে। কেননা এই মেলাটি অনেক বছরের পুরাতন একটি মেলা। বছরের পর বছর থেকে এই আফতাবগঞ্জের মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর এই মেলা বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে টেডির দোকান। এই টেডির দোকানে বিভিন্ন ধরনের ছোট বড় পুতুল পাওয়া যায়। আর বড় বড় পুতুল গুলোকে টেডি বলে পরিচিতি লাভ করেছে। মানুষ জন সবাই টেডি নামে চেনে।

IMG-20230715-WA0003.jpg

এই ধরনের ঐতিহ্যবাহী মেলাতে বিভিন্ন ধরনের টেডি বিক্রি করার জন্য বিক্রেতা বাজারে উঠায়। আর এই সব টেডি ক্রেতার পছন্দ অনুযায়ী ক্রেতা ক্রয় করে থাকে। তবে টেডি বিভিন্ন সাইজের হয়ে থাকে। তার মধ্যে আবার ভিন্ন ভিন্ন কালার দিয়ে এই টেডি গুলো তৈরি করা হয়। তবে আমাদের দেশে ছোট বড় সবাই টেডি গুলো অনেক পছন্দ করে। কেননা তারা টেডি গুলো নিজের সাথে সব সময় রাখতে পছন্দ করে বাসার ভিতরে। তারা অধিকাংশ সময় রাতে যখন ঘুমাতে যায় তখন এই টেডি গুলো তাদের বিছানাতেই থাকে। তবে টেডি গুলো বেশির ভাগ শহরের মানুষজন ব্যবহার করে।

IMG-20230715-WA0002.jpg

গ্রামের মানুষজন খুব তেমন একটা এই টেডি গুলো ব্যবহার করতে জানে না বা ব্যবহার করে না। তবে শহরের প্রায় প্রতিটি বাড়িতে টেডি গুলো দেখতে পাওয়া যায়। তবে এই টেডি গুলোর দাম আকার ও ডিজাইনের উপর নির্ভর করে। যে টেডি দেখতে যত বেশি সুন্দর সেটির দাম ততটাই বেশি।

IMG-20230715-WA0006.jpg
IMG-20230715-WA0000.jpg

তবে আমাদের দেশে এ ধরনের বড় বড় টেডি বিক্রি করার জন্য বিভিন্ন দেশ থেকে আমদানি করা হচ্ছে এবং আমাদের দেশে অনেক জায়গায় এই টেডি উৎপাদন করা হচ্ছে। যার কারণে আমাদের বাজারে এই টেডি গুলোর চাহিদা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার আফতাবগঞ্জ মেলায় একটি টেডির দোকান নিয়ে ফটোগ্রাফি। পরবর্তী পোস্ট এর জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ভিন্ন একটি পোস্ট নিয়ে হাজির হব।


ডিভাইসSamsung A52
ক্যামেরাG- Cam
লোকেশনআফতাবগঞ্জ , বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

দিন দিন বাচ্চাদের টেডি খুবই প্রিয় খেলনা হয়ে উঠেছে। আমার ভাতিজিকে কয়েকটা কিনে দিয়েছি। খুবই সুন্দর লিখছেন ভাই। মেলায় তো খুবই ভালো সময় কাটাইছেন। অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

টেডির ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। টেডি নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন। আমি ও আফতাব গঞ্জের মেলায় গিয়েছিলাম। সেখানে অনেক গুলো দোকানপাট এসেছিল।

 last year 

ধন্যবাদ

 last year 

টেডি গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনার ফটোগ্রাফি গুলোতে।আপনি ঠিক বলেছেন ভাই গ্রামের মানুষজন তেমন এই টেডি গুলো ব্যবহার করতে জানে না।আফতাব গঞ্জের মেলায় এই দোকান নিয়ে দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

টেডি গুলো দেখতে অনেক কিউট। প্রত্যেক মেলায় এমন দোকান থাকে। টেডিগুলোর দাম এদের আকারের উপর নির্ভর করে। এগুলো অনেক তুলতুলে ও নরম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপি

 last year 

টেডি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। আগে কখনো টেডি কিনতাম না কিন্তু এখন মাঝে মাঝে দরকার পড়ে। আপনার ফটোগ্রাফি গুলো তো মাশাল্লাহ সুন্দর হয়েছে বেস্ট ফ্রেন্ড এর টেডি।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

মেলায় একটি টেডির দোকান নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন। টেডি গুলো দেখতে অনেক সুন্দর ভাইয়া।সবধরনের মেলাতেই এসব টেডির দোকান দেখা যায়।আমার হলুদ কালারের টেডিটি অনেক ভালো লেগেছে। আপনার প্রতিটি ফটোগ্রাফিই দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আফতাবগঞ্জের ঐতিহ্যবাহী মেলাতে পুতুলের দোকান নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন। বর্তমানে এই ধরনের পুতুলের দোকান সব মেলাতেই দেখা যায়। ছোট বাচ্চারাও যেমন এগুলো পছন্দ করে তেমনি মেয়ে মানুষেরাও এগুলো খুব পছন্দ করে।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63768.98
ETH 3410.21
USDT 1.00
SBD 2.49