FLAME ON SKY রেস্টুরেন্টে হঠাৎ কিছু সময় পার্ট : ০১steemCreated with Sketch.

in Steem For Traditionlast year

বুধবার
তারিখ - ১২ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে "FLAME ON SKY রেস্টুরেন্টে হঠাৎ কিছু সময় পার্ট : ০১" নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

LMC_20230703_142413943_Copy of 📸DSLR premium by Riyan (lmc8.4)~2.jpg

বন্ধুরা, এই রেস্টুরেন্ট রংপুর শহরের ভিতরে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট। কেননা এই রেস্টুরেন্টের খাবার গুলো অনেক সুস্বাদু এবং টেস্টি। যার কারণে মানুষজন বিভিন্ন জায়গা থেকে এই রেস্টুরেন্টে আসে তাদের পছন্দের কিছু খাবার খাওয়ার জন্য। ঠিক সেই কারণে আমি কিছুদিন আগে রংপুর শহরে গিয়েছিলাম কিছু কাজের জন্য। তারপর আমার এক বন্ধুর সাথে দেখা করলাম। অনেক সময় ঘোরাঘুরি করে রংপুর শহরের কাজ শেষ করে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য এই FLAME ON SKY রেস্টুরেন্টে গেলাম। যাওয়ার পরে এই রেস্টুরেন্টের পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছে।

LMC_20230703_142711927_Copy of 📸DSLR premium by Riyan (lmc8.4)~2.jpg

কেননা এই রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর ডেকোরেশন অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। তবে জনপ্রিয় কিছু রেস্টুরেন্টে এ ধরনের ডেকোরেশন দেখা যায়। আমার সবচেয়ে ভালো লেগেছে এদের খাবার খাবারের মূল্য তালিকাটি। কেননা এখানে খাবারের নাম সহ মূল্য দেওয়া আছে এবং এখানে প্রায় তালিকা অনুযায়ী সব খাবারে পাওয়া যায়।

LMC_20230703_142725117_Copy of 📸DSLR premium by Riyan (lmc8.4)~2.jpgLMC_20230703_142734601_Copy of 📸DSLR premium by Riyan (lmc8.4)~2.jpg

আর এদের সার্ভিস অনেক সুন্দর। তারা খুবই ভদ্রতার সহিত আমাদের অর্ডার গুলো নিল এবং তাদের ব্যবহার আমরা মুগ্ধ। তবে আরো একটি জিনিস সেটা হলো এই রেস্টুরেন্টের ভিতরে Wi-Fi এর ব্যবস্থা রয়েছে। আর এটার পাসওয়ার্ড খাবারের মূল্য তালিকায় সেটা লেখা আছে।

LMC_20230703_142616194_Copy of 📸DSLR premium by Riyan (lmc8.4)~2.jpg

অবশ্য এই রেস্টুরেন্টের ভিতরে প্রতিটি টেবিলের পাশে একটি করে ল্যাম্প আছে। যার ভিতরে সুন্দর সবুজ ঘাসের মতন দেওয়া রয়েছে। যার কারণে প্রতিটি টেবিলের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। এই ধরনের ডেকোরেশন প্রতিটি রেস্টুরেন্টে থাকা দরকার। কেননা বর্তমান সময়ে কাস্টমার রা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বাইক্য সৌন্দর্য পছন্দ করে থাকে। তাদের কাছে যদি কোন জিনিস খারাপ লাগে তাহলে তারা দ্বিতীয় বার সেই রেস্টুরেন্টে যায় না। অবশ্যই এদিক থেকে FLAME ON SKY রেস্টুরেন্ট তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খেয়াল রেখেছেন। যাতে করে কোন কাস্টমার তাদের এই বিষয় নিয়ে কোন অভিযোগ না করতে পারে।

LMC_20230703_142356277_Copy of 📸DSLR premium by Riyan (lmc8.4)~2.jpg

আপনারা এই রেস্টুরেন্টের সামনে যে টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলে বসে বিশেষ করে বিকাল বা সন্ধ্যার টাইমে কিছু কাস্টমার এসে চা কফি বা ঠান্ডা জাতীয় খাবার খেয়ে থাকে। কেননা এই রেস্টুরেন্টে বিকালের দিক থেকে রাত দশটা - এগারোটা পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে। যার কারণে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই সুন্দর একটি টেবিল চেয়ার সাজিয়ে রেখেছে। এই রেস্টুরেন্টের সামনের অংশ আরো সুন্দর সেখানেও কাপলদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে। অবশ্য পরবর্তী পোস্টে আপনারা এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে জানতে পারবেন এবং কিছুদিনের মধ্যে আমি এই রেস্টুরেন্টের খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হব।


ডিভাইসSamsung A52
ক্যামেরাG- Cam
লোকেশনরংপুর , বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

রংপুর শহরে এই রেস্টুরেন্ট বাইর থেকে দেখেছিলাম তবে ভেতরে কখনো যাওয়া হয়নি। জনপ্রিয় কয়েকটি রেস্টুরেন্ট এর ভেতর এই রেস্টুরেন্টটি হলো অন্যতম।দারুন লিখেছেন ভাই ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

এইসব রেস্টুরেন্টে একাই গেলে ভালো লাগবে না ভাই। সাথে গার্লফ্রেন্ড নিয়ে যাইতে হবে তাহলে একটা সেরকম ফিল পাওয়া যাবে এবং মানের মধ্যে একটা আনন্দ উপভোগ করা যাবে খাবার খাওয়ার বিলটা দিতে ভালহবে। আশা করি খাবার গুলো অনেক মজার ছিলো।

 last year 

😒😒😒

 last year 

ডিজেলে গিয়ে নতুন পটাইলা নাকি? এতো ভিআইপি রেষ্টুরেন্টে গিয়েছো। পরিবেশ তো অনেক সুন্দর। দেখে ভালো লাগলো। তুমি কি কাপলদের জায়গায় বসেছিলো? সেটা বলিও 😁

 last year 

না আমরা বন্ধুরা মিলে ভিতরে বসে ছিলাম🤔🤔🤔 কাপল কই পাব🙄🙄🙄

 last year 

FLAME ON SKY রেস্টুরেন্ট নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার মাধ্যমে এই রেস্টুরেন্টের অনেক অজানা তথ্য জানতে পারলাম। সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে পোস্টটি। চমৎকার ফটোগ্রাফি করেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

FLAME ON SKY রেস্টুরেন্টটি আসলেই অনেক চমৎকার। আমি রংপুরে থাকাকালীন সময়ে অনেকবার এই রেস্টুরেন্টের কথা শুনেছি। আমরা একটা ছোট ভাইয়ের বার্থডে পার্টিতে ওখানে যাওয়ার প্লান করেছিলাম কিন্তু সেখানে না গিয়ে আমরা ট্রিট-মি তে চলে গিয়েছিলাম। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

FLAME ON SKY রেস্টুরেন্ট নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।অসাধারণ হয়েছে।সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এই রেস্টুরেন্টের বেস্ট ফুড আইটেম কোনটি সেটি পরবর্তী পোস্টে অবশ্যই জানাবেন। এই রেস্টুরেন্টের ডেকোরেশনের সুন্দর কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড এটা কি সেট করেছেন তারা!! ওয়াইফাই পাসওয়ার্ড - "বলবনা"। হাহা। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44