ঐতিহ্যবাহী দূর্গাপূজা, ভবের বাজার পার্বতীপুর।

in Steem For Traditionlast year

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে আমাদের পাশের এলাকায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী দূর্গাপূজা নিয়ে আলোচনা করব।

সনাতন ধর্মীয় মানুষের জন্য এই পূজা অনেক গুরুত্ব বহন করে। আমরা মুসলিম জাতি যেমন দুইটা ঈদ পালন করে থাকি ঠিকই একই ভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদের এই দূর্গাপূজা পালন করে থাকেন।

20221007_192316.jpg

আমাদের দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় ভবের বাজারে এই দূর্গাপূজা প্রতিবছরের মতো এই বার ও অনেক আয়োজন করা হয়েছিল। আর পার্বতীপুর শহরের মধ্যে এই পূজা মন্ডব অনেক বড় করে আয়োজন করা হয় এবং এখানে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। এই পূজায় অনেক ব্যয়বহুল হয়ে থাকে। বিভিন্ন শ্রেণীপেশার লোকজন এই পূজা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের শহরে আসেন দেখার জন্য।

20221007_192323.jpg

ভিতরে অনেক লোকের ভিড়ে কিছু ফটোগ্রাফি করেছিলাম। আর দুর্গাপূজা শেষের দিকে ভিতের কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তাদের মা দূর্গাকে নিয়ে।

আমি ও হঠাৎ একদিন আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম। দূর্গাপূজা চলা কালীন সময়ে সামনে বিভিন্ন ধরনের খাবারের দোকান, খেলনার দোকান, মনিহারি সব কিছুর দোকান দেখতে পাওয়া যায়।

20221007_194157.jpg

এটি একটি খাবারের দোকান এখনে বিভিন্ন ধরনের ছোলা বুট মাখা পাওয়া যায় এবং খাবার গুলো অনেক টেস্টি হয়ে থাকে। আমরাও এখানের খাবারটি টেস্ট করেছিলাম। অনেক সুস্বাদু ছিলো খাবারটি।

20221007_200026.jpg

পূজা মন্ডবের ভিতরে এক পাশে একটি দোকান আছে সেখান সব ধরনের বাদ্যন্ত্র পাওয়া যায়। যেমনঃ ঢাক, ডোল, বাঁশি, তবলা, হারমনিয়াম, একতারা, দোতারা আরো অনেক কিছু পাওয়া যায় সেগুলো নাম আমি সঠিক ভাবে বলতে পারব না।

20221007_194655.jpg
20221007_195132.jpg

খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন খেলনার দোকান ও রয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের বেলুন এবং টেডি ও রয়েছে। ছোট বাচ্চাদের জন্য এই খেলনা অনেক আকর্ষনীয়।

20221007_201021.jpg

সবচেয়ে লোভনীয় খাবার হচ্ছে আচার। প্রতিটি মানুষ কম বেশি সবাই আচার পছন্দ করে বিশেষ করে মেয়েরা। সেই জন্য সব জায়গায় এই আচারের দোকান দিয়ে থাকে বিভিন্ন ধরনের আচার ব্যবসায়ীরা।

বন্ধুরা এই ছিলো দূর্গাপূজা নিয়ে আজকে আমার পোস্ট সবাইকে কেমন লাগল আমাকে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে।
Sort:  
 last year 

আপনার পোস্টটি পড়ে ঐতিহ্যবাহী দূর্গা পূজা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।

ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমার জানা মতে ভবের বাজারে দুর্গাপূজা দিনাজপুর জেলার ভেতর সবচেয়ে বড়। যদিও কখনো যাওয়া হয়নি সেখানে, কিন্তু আপনার পোস্টটি দেখে অনেক কিছুই জানতে পারলাম সেখানকার বিষয়ে, আপনার ছবিগুলো অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 71148.50
ETH 3780.07
USDT 1.00
SBD 3.78