স্বপ্নপুরী ভ্রমণ পর্ব - ০২steemCreated with Sketch.

in Steem For Traditionlast year

শনিবার
তারিখ - ১৯ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে স্বপ্নপুরী ভ্রমণ পর্ব - ০২ নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230819-WA0011.jpg

বন্ধু রা কিছু দিন আগে আমি স্বপ্নপুরী নিয়ে একটি পোস্ট করেছিলাম আজকে আমি পর্ব -২ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ছবিটি আপনাদের মাঝে শেয়ার করেছি সেটা স্বপ্নপুরী মূল গেটের পাশে অবস্থিত। অনেক সুন্দর একটি বাগান তৈরি করেছে পার্ক কর্তৃপক্ষ। আর এই বাগান টি দেখতে অনেক সুন্দর লাগছিলো। তাই দূর থেকে আমি কিছু ফটোগ্রাফি করলাম। আর দূরে যে বড় ফুল টি দেখতে পাচ্ছেন এটি একটি কৃত্রিম ফুল।

IMG-20230819-WA0005.jpg

অনেক সুন্দর একটি পুকুর তৈরি করা হয়েছে যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সব থেকে মজার বিষয় হলো ঐ পুকুরের মাঝখানে কিছু পদ্ম ফুল তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। যেটা দেখতে আরো সুন্দর লাগছে। চারিদিকে পানি এবং মাঝখানে কয়েকটা পদ্মফুল দেখতে অনেক চমৎকার লাগছে। পুকুরের চারিদিকে অনেক সুন্দর ভাবে বিভিন্ন ধরনের রং করা হয়েছে যাতে করে এই দৃশ্যটি সকলের নজরে আসে।

IMG-20230819-WA0001.jpg

পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের রং বে রঙের টাইলস ব্যবহার করা হয়েছে । যাতে করে এই পুকুরের সৌন্দর্য ফুটে ওঠে। অবশ্য অনেকে আছে তারা এখানে বিভিন্ন ধরনের ব্লক তৈরি করতে আসে, ফটোগ্রাফি করতে আসে তাদের জন্য এই ফ্রেম গুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। কেননা এই পুকুরের সাইডে যে রঙের টাইলস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অনেকটা সৌন্দর্য প্রকাশ করে। আপনারা এই ছবিতে সেটি দেখতে পাচ্ছেন। স্বপ্নপুরীর ভিতরে অনেক সুন্দর সুন্দর নিদর্শন আছে যেগুলো আমাদের আকৃষ্ট করতে পারে।

IMG-20230819-WA0012.jpg

সবচেয়ে সুন্দর একটি দৃশ্য হলো এখানে একটি সাইনবোর্ড তৈরি করে দেয়া হয়েছে যাতে করে সকলেই মসজিদ চিনতে পারে। যাতে মানুষের কোন অসুবিধা না হয়। এখানে অনেক মানুষ আছে তারা নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গায় মসজিদের সন্ধান করে থাকে। কিন্তু যাতে মসজিদ চিনতে অসুবিধা না হয় সেজন্য পার্ক কর্তৃপক্ষ মসজিদ চেনার জন্য একটি সাইন বোর্ডের ব্যবস্থা করেছে।

IMG-20230819-WA0013.jpg
IMG-20230819-WA0007.jpgIMG-20230819-WA0006.jpg

এটি হলো সেই কৃত্রিম ফুল। যেখানে মানুষ ছবি তোলার জন্য সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। ঘুরতে এসে যদি সুন্দর ভাবে ছবি তুলতে না পারা যায় তাহলে ঘুরা টা সার্থক মনে হয় না। বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই সেখানে পরিবেশ দেখার জন্য, কিছু জিনিসের ছবি তোলার জন্য। আর বর্তমান সময়ে ফটোগ্রাফি করা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। কেননা আমরা যেখানে যাই সেখানে ফটোগ্রাফি করতে আমরা শুরু করি। আর এই কৃত্তিম ফুল দেখতে অনেক সুন্দর লাগছিলো। এটি হলো স্বপ্নপুরীর গেটের ভিতরে প্রথমে মূল আকর্ষণ। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় রা পর্যন্ত এখানে ফটোগ্রাফি করা শুরু করেছে। অবশ্য আমরাও গিয়ে কয়েকটা ছবি তুললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক মানুষের ভিড় লেগে আছে।


ডিভাইসSamsung A52.
লোকেশনস্বপ্নপুরী, ফুলবাড়ি, দিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

স্বপ্নপুরী যত দিন যাচ্ছে ততো উন্নতি হচ্ছে।আমি অনেকবার গিয়েছি।যত বার গিয়েছি ততো বারই নতুন নতুন কিছু চোখে পরেছে।উত্তর অঞ্চলে থাকে কিন্তু এ জায়গায় যায়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ জায়গাটি নিয়ে বিস্তারিত লিখার জন্য।

 last year 

ধন্যবাদ আপি

Posted using SteemPro Mobile

 last year 

অসাধারণ পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আমিও কয়েকবার স্বপ্নপুরীতে গিয়েছিলাম। স্বপ্নপুরীর মনমুগ্ধকর পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। স্বপ্নপুরীর ভিতরে অনেক সুন্দর সুন্দর নিদর্শন আছে, যেগুলো সবাইকে আকৃষ্ট করে। দারুন ফটোগ্রাফি করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

সত্যিই অনেক সুন্দর একটি জায়গা সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। এবং আমি স্বপ্নপুরি দুই তিনবার গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর এবং দেখার জন্য অনেক কিছুই রয়েছে। এবং ফটোগুলো দেখতে অনেক সুন্দর লাগতাছে। ধন্যবাদ আপনাকে রকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য

 last year 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিনোদন পার্ক হলো স্বপ্নপুরী। স্বপ্নপুরীতে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম। স্বপ্নপুরীর চারপাশের এই মন মুগ্ধকর পরিবেশটি যে কাউকেই বিমোহিত করে। অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো প্রশংসার দাবিদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপি

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি ভাইয়া এসব সুন্দর দৃশ্য গুলো এক নজরেই মানুষের মন কেড়ে নেবে। আমি কয়েকবার স্বপ্ন পড়ে গিয়েছিলাম আগের থেকে এখন স্বপ্নপুরী অনেক উন্নত। আমার বিশ্বাস যতদিন যাবে তত স্বপ্নপুরী উন্নত হতেই থাকবে। স্বপ্নপুরী নিয়ে আপনার বাকি পর্ব গুলো দেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

আপনার ছবিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি এই প্রত্যেকটি জায়গা গুলোতে গিয়েছি । অসাধারণ কিছু ফটোগ্রাফি করছেন ভাই দেখে সত্যিই অনেক ভালো লাগছে। স্বপ্নপুরী ভ্রমর নিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি সাথে খুব সুন্দর আলোচনা করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

স্বপ্নপুরী জায়গাটি আসলেই অনেক সুন্দর। আমার কাছে মনে হয় এটি অত্যন্ত রঙিন একটি জায়গা। শুধু দিনাজপুর নয় বরং পুরো বাংলাদেশ থেকে মানুষজন আসে এই স্বপ্নপুরী ভ্রমণ করার উদ্দেশ্যে কিংবা কেউ কোনো কারণে দিনাজপুর আসলে এই স্বপ্নপুরী ভ্রমণ না করে তারা ফিরে যান না। ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ আপি আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার স্বপ্নপুরীর পর্ব ২ দেখে খুব ভালো লাগলো। আসলে স্বপ্নপুরী সবার কাছে অনেক জনপ্রিয় একটি স্থান।স্বপ্নপুরীতে অনেক দূরদান্ত থেকে মানুষ ঘুরতে আসে। কেউ কেউ ৫-৬ দিনের জন্য সফরে আসে।আপনি মূল গেটের পাশের যে ছবি গুলো উপস্থাপন করেছেন সেগুলো আমার কাছে খুব ভালো লাগছে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন এবং তার সাথে সুন্দর আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59987.83
ETH 2418.78
USDT 1.00
SBD 2.41