সৈয়দপুর শহরে একদিনsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

সোমবার
তারিখ - ১০ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে "সৈয়দপুর শহর নিয়ে" নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230709-WA0011.jpg

অন্যতম ব্যস্ত একটি নগরি হিসেবে সৈয়দপুর শহরকে ধরা হয়। কেননা সৈয়দপুর শহরে এমন কোন জিনিস নেই যে তার ডুপ্লিকেট জিনিস পাওয়া যায় না। সৈয়দপুর শহরে সবকিছুরই নকল জিনিস পাওয়া যায়। সেটা যে কোন পণ্য বা বস্তু হোক না কেনো। সৈয়দপুর শহর নকল জিনিস উৎপাদনের জন্য বিখ্যাত। সৈয়দপুর শহরের বিভিন্ন রকম ইলেকট্রনিক্স সামগ্রী, পণ্য-দ্রব্য, পোশাক সব কিছুর নকল জিনিস পাওয়া যায়। আর সেজন্য বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা সৈয়দপুর শহরে এসে মালামাল ক্রয় করে থাকে। এই শহরের আশেপাশে অনেকটা নিরিবিলি পরিবেশ। আর এই ছবিটি সৈয়দপুর শহরে অবস্থিত।

IMG-20230709-WA0005.jpg

সৈয়দপুর শহরে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হল রেলওয়ে স্টেশন ৷ বর্তমানে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অনেক আধুনিকায়নের কাজ করা হয়েছে ৷ যেমন প্ল্যাটফর্ম উচু করা, নতুন প্ল্যাটফর্ম তৈরি করা , স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি ৷ তবে সৈয়দপুর রেলওয়ে স্টেশন আমার কাছে অনেক ভালো লাগে ৷ কেননা সৈয়দপুর স্টেশন এর পাশে সবচেয়ে বৃহত্তম রেলওয়ে কারখানা রয়েছে। সৈয়দপুরের কারখানা টি আনুমানিক প্রায় ১১০ একর জমির উপরে কারখানা নির্মাণ করা হয়েছে। এটি সব চেয়ে বড় রেলওয়ে কারখানা।

IMG-20230709-WA0006.jpg

বিকালের দিকে মানুষ অবসর সময়ে রেলস্টেশনের পাশে রেল লাইন এসে বসে আড্ডা দেয়। অনেক সময় এই স্টেশনের পাশে তারা ঘোরাঘুরি করে এবং স্টেশনের পাশে বড় একটি ফুটবল খেলার মাঠ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

IMG-20230709-WA0009.jpg

বন্ধুরা, সৈয়দপুর শহরের ঘোরাঘুরি করার মতন অনেক জায়গা রয়েছে চাইলে আপনারাও আসতে পারেন। সৈয়দপুর শহরে বর্তমানে দুই থেকে তিনটি পার্ক রয়েছে। সেখানে ফ্যামিলি নিয়ে আপনারা এসে ঘোরাঘুরি করতে পারেন। সৈয়দপুর শহর দিন দিন অনেক উন্নত হচ্ছে যার ফলে সৈয়দপুর শহরের পরিবেশের পরিবর্তন হচ্ছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা এই ছিলো সৈয়দপুর শহর নিয়ে কিছু ফটোগ্রাফি। আপনাদের মাঝে আবার দেখা হবে পরবর্তী পোস্ট নিয়ে।

ডিভাইসSamsung A52
ক্যামেরাG- Cam
লোকেশনসৈয়দপুর , বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

আপনি এতো সৈয়দপুরে যাচ্ছেন ঘটনা কি কিন্তু আছে না কি ভাই। সৈয়দপুর শহরে আসলে যে কারোরই মন বসে এটা বলতে পারি। সৈয়দপুর শহর আমার ভিষণ পছন্দের একটি শহর। আপনার তোলা ছবিগুলো বেশ সুন্দর হয়েছে।

 last year 

থাকলে তো জানবার পারতেন বাহে😆😆

 last year 

সৈয়দপুরে সকল জিনিসের নকল পাওয়া যায়। এক কথায় চায়নার চাচাতে ভাই সৈয়দপুর। জী ভাই রেলওয়ে স্টেশন আমাকেও ভালো লাগে। ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

সৈয়দপুর শহর নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন ভাই। অসাধারণ হয়েছে ছবিগুলো সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

মানুষ কথায় কথায় বলে শখের সৈয়দপুর পড়া পার্বতীপুর😀। আসলেই ভাই একটা জিনিসের দাম ১৫০০টাকা সৈয়দপুরে গেলে সেটা ৭০০ টাকায় পাওয়া যায়। কারণ তারা অনেক সহজে নিখুঁতভাবে ডুপ্লিকেট জিনিস বানায় দিতে পারে।আমি বেশ কয়েকবার তৌফিক ভাইয়ের সাথে সৈয়দপুর শহর ঘুরেছি এবং সেখানে অনেক ভালো লাগে বেহারি মেয়েগুলা। 😀

 last year 

🤔🤔🤔 মেয়ে গুলো আগে দেখো

 last year 

সৈয়দপুর আসো আর বলো না এটা ঠিক না ভাই। কোনো ভাব হয়েছে নাকি সৈয়দপুর এ। সৈয়দপুর শহর অসাধারণ সুন্দর একটা শহর। ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই। ৪ বছর এর বেশি সময় ধরে এই সৈয়দ পুর এ আছি। পরিবেশগত দিক দিয়ে খারাপ না। আবার আসার আমন্ত্রণ রইলো ভাই।

 last year 

দাওয়াত দিলে অবশ্যই যাব🤭🤭

 last year 

সৈয়দপুর শহর নিয়ে সুন্দর লেখছেন ভাই।সৈয়দপুর শহরে তেমন আমি যাই না। সৈয়দপুর শহর দেখে খুব ভালো লাগলো। তবে এটা যানতাম না যে সব কিছু নকল পাওয়া যায়। আপনি সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

বাংলাদেশের এক অন্যতম ব্যস্ততম নগরী হলো এই সৈয়দপুর।সৈয়দপুরের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।এখানে একটি এয়ারপোর্ট রয়েছে দারুন লিখেছেন ভাই ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44