স্বপ্নপুরী ভ্রমণ পর্ব - ০৩steemCreated with Sketch.

in Steem For Traditionlast year

সোমবার
তারিখ - ০৪ সেপ্টেম্বর ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে স্বপ্নপুরী ভ্রমণ পর্ব - ০৩ নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230903-WA0010.jpg

এমন সুন্দর একটি জায়গা যেখানে সারাদিন ঘুরলেও মন ভরবে না। কেননা এই স্বপ্নপুরী পার্কের ভেতরে অনেক সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে। এমন কি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় দের পর্যন্ত বিভিন্ন রাইটস রয়েছে। যেখানে সকলেই উঠতে পারে। অবশ্য ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রী এই পার্কের ভেতরে সবচেয়ে বেশি। কেননা দূর দূরান্ত থেকে যে সব ছোট বাচ্চারা এই স্বপ্নপুরী পার্কে ঘুরতে আসে বিশেষ করে তাদের জন্য এই ধরনের রাইটস বেশি তৈরি করা হয়েছে।

IMG-20230903-WA0009.jpg

আমাদের দেশে বেশ কিছু জেলায় বড় বড় এ ধরনের পার্ক তৈরি করা হচ্ছে। তার ভিতরে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় এই আকর্ষণীয় স্বপ্নপুরী পার্কটি তৈরি করা হয়েছে। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি রাইটস। তবে এখানে ছোট বাচ্চাদের প্রাধান্য দেয়া হয় বেশি। সে কারণে বয়স লিমিটেড কিছু খেলনা রয়েছে তাতে শুধুমাত্র ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারবে। যেমন এই ছবিটিতে চারিপাশে ঘোড়ার খেলনা রয়েছে এবং ছোট বাচ্চারা এই ঘোড়ার উপর উঠে বসে তখন এই খেলনাটি চারিদিকে গোলাকার বৃত্ত অনুযায়ী ঘুরতে থাকে। তখন ছোট বাচ্চারা অনেক আনন্দ পায়।

IMG-20230903-WA0008.jpg

আপনারা যে গাড়িগুলো দেখছেন এখানেও ছোট বাচ্চারা এই খেলা অংশগ্রহণ করে। তবে এখানে বড়দের খুব বেশি একটা খেলাধুলা করার জিনিসপত্র নাই। তবে এই খেলায় প্রতিজন বাচ্চার টিকিটের মূল্য ১০০ টাকা করে। অবশ্য খেলাটা অনেক সুন্দর এবং অনেক মজাদার। আমরা যাওয়ার কিছু সময় আগে কয়েকজন বাচ্চা এই খেলা অংশগ্রহণ করেছিল এবং আমরা দূর থেকে সেগুলো দেখেছিলাম। তবে কাছে যাওয়ার সাথে সাথে তাদের খেলার সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সেই মুহূর্ত টিকে ক্যামেরা বন্দী করতে পারি নি।

IMG-20230903-WA0006.jpg

এই খেলাটির নাম হচ্ছে বাম্পার কার। অবশ্য এখানে বিভিন্ন রং এর গাড়ি রয়েছে। ছোট বাচ্চারা বিশেষ করে লাল, হলুদ এই দুই রং এর গাড়ি বেশি পছন্দ করে থাকে। তবে বয়সের সীমাবদ্ধতার কারণে আমরা এই বাম্পারকার খেলাটিতে অংশগ্রহণ করতে পারেনি। অবশ্য এই খেলাটি আমার অনেক ভালো লেগেছিল।

IMG-20230903-WA0002.jpg

এখানে খেলাধুলার পাশাপাশি পার্ক কর্তৃপক্ষ অনেক সুন্দর ভাবে বিভিন্ন ধরনের গাছ দিয়ে এই স্থানটি সাজিয়েছে। অবশ্য বিভিন্ন গাছ লাগানোর পাশাপাশি তারা এই গাছ গুলোর পরিচর্যা করে। কেননা কোন জিনিস লাগানোর পরে সেই জিনিসের যদি যত্ন না করা হয় তাহলে সে জিনিসটির সৌন্দর্য হারিয়ে যায়। যার ফলে তারা এই পার্কের ভেতরে বিভিন্ন বাগান এমন সুন্দর ভাবে তৈরি করা হয়েছে যেটা আসলে অনেক প্রশংসনীয়।

IMG-20230903-WA0003.jpg

স্বপ্নপুরী পার্কের ভেতরে এমন অনেক ছোট ছোট পুকুর তৈরি করা আছে। সেগুলো দেখতে অনেক সুন্দর। কেননা সবগুলো পুকুরে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করা হয়েছে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন রং করা হয়েছে।

তো বন্ধুরা এই ছিল আমার স্বপ্নপুরী ভ্রমণ পর্ব - ০৩। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার পরবর্তী পোস্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।


ডিভাইসSamsung A52.
লোকেশনস্বপ্নপুরী, ফুলবাড়ি, দিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  

স্বপ্নপুরী আসলেই একটি সুন্দর এবং মনমুগ্ধকর জায়গা। এইখানে সবারই জীবনে একবার হলেও যাওয়া উচিত। শেষের ছবির আগে যে ছবিটি আপনি শেয়ার করেছেন, ওই ছবি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তার পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে আমি জোহরের নামাজ পড়েছিলাম। পার্কের মধ্যে নামাজ পড়ার সুন্দর একটি ব্যবস্থা করেছে তারা। খুব সুন্দর সুন্দর কিছু ছবি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর আলোচনা করেছেন ভাই আপনার অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

স্বপ্নপুরীর আগের পর্ব গুলো আমি পড়েছিলাম।অনেক ভালো লেগেছে।আপনি যে রাইটস কথা উল্লেখ করেছেন,সে রাইটস এ আমিও উঠেছিলাম।জিনিসটা বাচ্চাদের তবে আমার অনেক শখ হয়েছিল তাই উঠেছিলাম।বাম্পার কারে অনেক বড় মানুষও উঠে বাচ্চাদের ভয় কাটানোর জন্য।তবে এটাতে আমি উঠিনি।স্বপ্নপুরীতে সকল কিছুতে উঠার জন্য টিকিট দরকার হয়।আমি অনেকবার স্বপ্নপুরীতে গিয়েছি।যতবার গিয়েছি নতুন নতুন জিনিস চোখে পরেছে।স্বপ্নপুরীতে সব জায়গায় গাছ দেখা যায়।তবে আলাদা ভাবে পার্ক আছে যেখানে খেলাধুলা করা যাবে এবং ফটোগ্রাফি করার জন্য অনেক সুন্দর একটি স্থান।যেমনটা বলেছেন স্বপ্নপুরীতে পার্কের ভেতরে ছোট ছোট পুকুর আছে তাতে বিভিন্ন নকশা দেয়া এবং রং করা।আপনার প্রতিটা পর্বের উপস্থাপনা সুন্দর হয় এ পর্বের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে স্বপ্নপুরী নিয়ে এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য।যারা যায়নি এখানে তাদের অনেক কিছু জানা হবে সাথে ছবি দেখে যাওয়ার আগ্রহ বাড়বে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপি।

 last year 

আসলে ভাইয়া ঠিকই বলেছেন স্বপ্নপুরী সারাদিন ঘুরে দেখলেও মন ভরবে না। মন জুড়িয়ে যাওয়ার মত একটি বিনোদন পার্ক। আসলেই স্বপ্নপুরীতে অনেক ছোট ছোট পুকুর রয়েছে সব পুকুরে ডিজাইনগুলো আলাদা রকম। দেখে চোখ জুড়িয়ে যায় । স্বপ্নপুরী পর্ব তিন নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

স্বপ্নপুরী আমার প্রিয় একটি বিনোদন পার্ক। স্বপ্নপুরী অনেক মনোরঞ্জন একটি পার্ক। আপনি ঠিকই বলেছেন স্বপ্নপুরীতে সারাদিন ঘুরলেও মন ভরবে না। স্বপ্নপুরীতে বাচ্চাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং স্বপ্নপুরী ছোট ছোট পুকুর গুলো দেখতে সত্যিই অসাধারণ। স্বপ্নপুরীর তৃতীয় পর্ব আমার খুবই ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

স্বপ্নপুরী স্বপ্নের মতো একটি জায়গ। এখানে ছোট বড় বৃদ্ধ সবাই এসে অনেক আনন্দ করে। স্বপ্নপুরী এত বড় জায়গা যেখানে ঘুরতে গেলে সকাল থেকে সন্ধ্যা ফুরিয়ে যায় তবু ও সম্পূর্ণ জায়গায় ঘুরা শেষ হয় না। স্বপ্নপুরীর প্রতিটা দৃশ্য একদম মনোমুগ্ধকর । আমিও গিয়েছিলাম স্বপ্নপুরী। আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি স্বপ্নপুরীতে সকালে গিয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত স্বপ্নপুরীর ভেতরে ছিলাম, সারাদিন থাকা সত্ত্বেও আমি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে পারিনি। তবে জায়গাটা আমার অনেক ভালো লেগেছিল। স্বপ্নপুরীর ভেতরের পরিবেশটা খুব সুন্দর ছিল। গাছের নিচে ছায়াযুক্ত অনেক নিরিবিলি জায়গাও রয়েছে । স্বপ্নপুরীতে বাচ্চারা গেলে অনেক বেশি খুশি হয়ে যায়। কারণ বাচ্চাদের জন্য অনেক বেশি খেলনা রয়েছে।স্বপ্নপুরীর ভিতরে প্রবেশের জন্য ১০০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। স্বপ্নপুরীর মাটিতে এমন ঘাস রয়েছে যেখানে বসে অনেক সময় আড্ডা দেওয়া যায়। স্বপ্নপুরী জায়গায় আমার একটা বিষয় ভালো লেগেছে সেখানে ফুল ছেড়া যাবে না ফুল ছিঁড়লেই দিতে হবে জরিমানা। গাছের ফুল গাছের সৌন্দর্য আর গেছে মানায় মানুষের হাতে নয় তাই এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর লিখেছেন খুব ভালো লাগলো এতো সুন্দর একটি পোস্ট দেখে।

 last year 

আপনার কমেন্ট দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি ভাই ❤️❤️❤️ ধন্যবাদ

 last year 

স্বপ্নপুরী একটি সুন্দর দর্শনীয় স্থান। যা অনেক আগের পূরাতন একটি দর্শনীয় জায়গা। এখানে সব সময় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে লোক দেখতে আসে। আমিও ৮ বছর আগে গিয়েছিলাম তখন স্বপ্নপুরী এত উন্নত ছিল না। কিন্তু এখন অনেক উন্নতি হয়েছে।

 last year 

স্বপ্নপুরীতে বেশ কয়েকবার গিয়েছি আমি।সেখানে অনেক সুন্দর সুন্দর রাইট রয়েছে যেগুলো ছোট বাচ্চাদের জন্য অনেক মজাদার লাগে। আপনার আগের দুইটি পর্ব পড়েছি বেশ ইন্টারেস্টিং। এখানে পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই তারা খুব সুন্দর ভাবে সাজিয়েছে স্বপ্নপুরী।সুন্দর সুন্দর গাছ গাছালি দিয়ে ভরে গিয়েছে এই জায়গাটি। খুব সুন্দর লাগে দেখতে। দারুন একটি পোষ্ট উপস্থাপন করেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বিনোদন ও ঘুরাঘুরি করার জন্য স্বপ্নপুরীর মত কোন জায়গা হয় না। মাঝে মাঝে কখনো সবাই হুট করে প্রকার নিয়ে ফেলি আর ভ্যান অথবা
মোটর সাইকেল নিয়ে সবাই চলে যাই স্বপ্নপুরীতে। বেশিরভাগ সময়ে মোটরসাইকেলে করে স্বপ্ন পুরীতে চলে যায়। সেখানে ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে। ফটোগ্রাফিগুলো কিন্তু সেই লেভেলের হইছে ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60583.13
ETH 2342.84
USDT 1.00
SBD 2.48