"ঐতিহ্যবাহী উৎসব- পহেলা বৈশাখ "

in Steem For Tradition2 years ago

Picsart_23-01-11_16-42-18-828.jpg
কভার ফটো

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটিতে @sohanurrahman ভাইয়ের আয়োজিত "ঐতিহ্যবাহী উৎসব- পহেলা বৈশাখ " নিয়ে পোস্ট করতে যাচ্ছি।

Picsart_23-01-11_15-34-36-468.jpg

সোর্স

পহেলা বৈশাখ বাংলা সালের প্রথম দিন আর আমরা বাঙালি জাতি এই দিনটিকে বাংলার নববর্ষ হিসাবে উৎযাপন করে থাকি। পহেলা বৈশাখ বাঙালিদের জন্য একটি সর্বজনীন লোকউৎসব কেননা এই উৎসবে কোনও ধর্ম বর্ণ মানা হয় না। সবাই এই বাংলা নববর্ষ একত্রে পালন করে থাকে। শুধুমাত্র এই উৎসবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ পালন করে থাকে।

বর্তমান সময়ে পহেলা বৈশাখ অনেক ধুম ধাম করে আয়োজন করা হয়। আর এই দিনে সমস্ত স্কুল - কলেজ, অফিস- আদালত বন্ধ ঘোষণা করা হয়ে থাকে। আর বাংলা নববর্ষ কে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।

fish-559888_640.png

সোর্স

বাংলা নববর্ষের বাঙালির প্রধান খাবার ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়া বাংলা নববর্ষ উৎযাপন করা সম্ভব নয়। তাই বাংলা নববর্ষ শুরু হওয়ার আগেই বাঙালি ইলিশ মাছ ক্রয় করে থাকেন। ইলিশ মাছের পাশাপাশি পান্তা ভাত, বিভিন্ন ধরনের ভর্তা এই প্রহেলা বৈশাখ উপলক্ষে খাওয়া হয়ে থাকে। ঐ দিনে সবাই বাংলা খাবার খেয়ে থাকে। বিভিন্ন রেস্টুরেন্টে এই দিকে বাঙালির ঐতিহ্য বাহী খাবার বিক্রি করে থাকে এবং বিভিন্ন মাধ্যমে তারা মানুষের কাছে খবর পৌঁছে দেয়। এবং বাঙালী তাদের পরিবার সহ ঐ সব রেস্টুরেন্টে চলে যায় বাঙালি খাবার খাওয়ার জন্য।

800px-Boishakhi_Mela_in_Chittagong,_Pohela_Boishakh_(2013)_-_19372421001.jpg

সোর্স

পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা বসানো হয় আর এই মেলা গুলো বাঙালি ঐতিহ্য বাহী মেলা হিসাবে পরিচিত। এই মেলা ১ বছর পর পর হয়ে থাকে। আর সেইজন্য পহেলা বৈশাখ বাঙালি একটি ঐতিহ্য বাহী উৎসব।

images.jpeg

সোর্স

বাংলা নববর্ষ কে ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পরিচিতি বৃদ্ধি করার জন্য সমাবেশ করেন। বাংলা নববর্ষকে উৎসব মুখর করে তোলে বৈশাখী মেলা। আর এই বৈশাখী মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব, প্রসাধনী সামগ্রী, আরো অনেক কিছু। মহিলাদের জন্য পাওয়া যায় বিভিন্ন ধরনের সাজ-সজ্জার জিনিস। ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। তবে এই মেলায় কিছু ঐতিহ্য বাহী জিনিস পত্র বিক্রি করা হয় যেমন- কারুপণ্য, লোকশিল্প পণ্য, কুটি শিল্প পন্য , এবং বিভিন্ন প্রকারের হস্তশিল্প ও মৃৎশিল্প সামগ্রী পাওয়া যায় এবং বিভিন্ন ক্রেতা এই সব জিনিস পত্র ক্রয় করে থাকেন।

পরিশেষে বলা যায় বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ। আর বিভিন্ন জায়গায় এই উৎসব পালন করা হয়ে থাকে। তবে এই উৎসবের সময় সমস্ত দেশের মানুষ একত্রে এই অনুষ্ঠানে যোগদান করে এবং সবাই মিলে এই পহেলা বৈশাখ কে ঘিরে উৎসবমুখর পরিবেশে মেতে থাকে। আর এই দিনে বাঙালী পান্তা ভাত ও ইলিশ মাছ দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন উৎযাপন করেন।

এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আমি আমার তিন জন বন্ধু কে আমন্ত্রণ জানাচ্ছি -

ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

পহেল বৈশাখে সব থেকে মজাদার খাবার হল পান্তা, ইলিশ। আপনি কি পান্তা-ইলিশ খেতে পছন্দ করেন?

 2 years ago 

অবশ্যই পান্তা ইলিশ ছাড়া তো বাংলা নববর্ষ শুরু হয় না ভাই। ধন্যবাদ

 2 years ago 

অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ। অনেক সুন্দর লিখছেন এ বৈশাখ সম্পর্কে। অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

পহেলা বৈশাখ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। পহেলা বৈশাখ মানেই ইলিশ মাছ আর পন্থা ভাত। এই পহেলা বৈশাখকে ঘিরেই নানা ধরনের উৎসব উদযাপন করে থাকে বাংলাদেশের মানুষ।

 2 years ago 

হ্যা ভাই। আপনার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বাঙালিরা অতি আনন্দ নিয়ে উৎযাপন করে। পান্তা ভাত আর ইলিশ খাওয়ার ধুম পরে যায়। এটি আসলেই বাংলা মানুষদের ঐতিহ্যবাহী একটি উৎসব। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য। কনটেস্টের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপি।

 2 years ago 

আমার মতে পহেলা বৈশাখ বৈশাখ হল বাঙালি জাতির সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবকে ঘিরে বিভিন্ন রকম আয়োজন করা হয়।যা আপনার পোষ্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে পরিলক্ষিত হয়েছে।ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে সিয়ার করছেন আপনি, পান্তা আর ইলিশ মাছ খেতে ওনেক মজাদার

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

চমৎকার লাগল আপনার এই পোস্ট। পহেলা বৈশাখ নিয়ে আমাদের দেশে খুবই উৎসব শুরু হয়।ভালো লাগলো আমার কাছে আপনার এই পোস্ট টি। ধন্যবাদ ভাই 🥰

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাঙালি জাতির জীবনে অনেক উংসব আছে।
তার মধ্যে একটি অন্যতম হলো পহেলা বৈশাখ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59762.43
ETH 2663.65
USDT 1.00
SBD 2.41