ফটোগ্রাফি প্রতিযোগিতা সপ্তাহ - ১

in Steem For Tradition2 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি সকলের দোয়ায় সুস্থ আছি। আজকে স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটিতে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।

20221201_164532~2.jpg

আমার আমার তোলা প্রথম ছবিটি একটি প্রাকৃতিক দৃশ্য। আর এই ছবিটি সন্ধ্যার আগ মুহুর্তে তোলা হয়েছিলো। এই সময় সূর্য অস্ত যাচ্ছে এবং কিছু বালক মাঠের মধ্যে খেলা করছে দেখতে অনেকটা ভালো লাগছিলো তাই পকেট থেকে ফোনটা বের করে একটু ফটোগ্রাফি করে নিলাম। এবং সেই সাথে আকাশে কিছু পাখি ও উড়ে যাচ্ছিল সেটাও ক্যামেরা বন্দি হয়ে গেলো।


IMG_20221111_163952~2.jpg

আমার তোলা দ্বিতীয় ছবিটি আমাদের দেশের রেললাইন এর। আর এই স্থানটি পার্বতীপুরের মন্মথপুরে অবস্থিত। এই স্থান টি বিকালে অনেক নিরিবিলি থাকে এবং এই রেলপথ দিয়ে পঞ্চগড় টু ঢাকা রুটে ট্রেন চলাচল করে থাকে। এই স্টেশনে দিনে ৫ থেকে ৬ টি ট্রেন নিয়োমিত চলাচল করে। আর এই স্টেশন অধিক সময়ে নিরিবিলি থাকে। সেই কারণে এই স্থানে বিকালে এলাকার লোকজন এসে আড্ডা দিয়ে সময় পার করে থাকেন।


IMG_20221205_170123~2.jpg

আমার তোলা তৃতীয় ছবিটি একটি প্রাকৃতিক পরিবেশের। এই ছবিতে বড় একটি পুকুর রয়েছে এবং পুকুরের চারিপাশে বিভিন্ন ধরনের সবুজ গাছপালা লাগানো রয়েছে। পুকুরটি দেখতে অনেক বড় এবং মনে হচ্ছে এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। এবং এই পুকুরে অনেজ বড় পুরাতন মাছ থাকার কথা। অবসর সময়ে ঘুরতে গিয়ে এই ছবিটি তুলেছিলাম।


20221203_152520~2.jpg

আমার সর্বশেষ ছবিটি একটি স্কুলের খেলার মাঠের। এই স্থানটি পার্বতীপুরে জমির হাটে অবস্থিত। এই স্কুল মাঠে সব সময়ই বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে ফুটবল খেলা এই মাঠের জন্য বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে এই স্থানে মানুষ খেলা দেখতে আসে। আর এই মাঠে রংপুর, দিনাজপুর, বগুড়া সহ বিভিন্ন স্থানের খেলোয়াড়েরা এই মাঠে ফুটবল খেলার জন্য আসে। আর এই মাঠটি ফুটবল খেলার জন্য অধিক পরিমাণে উপযোগী।


I am inviting @monirm, @ariful2 & @jannatmou to participate in this contest.

Thank you for reading my post.

Sort:  
 2 years ago 

shamimhossain brother after a long time, you are fine, your pictures are wonderful

 2 years ago 

I'm fine and you? Thanks for reading the post.

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64268.35
ETH 3499.18
USDT 1.00
SBD 2.51