আফতাবগঞ্জ এর ঐতিহ্যবাহী মসজিদ পর্ব - ১

in Steem For Traditionlast year

শনিবার
তারিখ - ০১ এপ্রিল ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আজকে একটি ঐতিহ্য বাহী মসজিদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক।

Picsart_23-04-01_21-11-47-904.jpg
আফতাবগঞ্জ এর ঐতিহ্যবাহী মসজিদ

দিনাজপুর জেলার মধ্যে ঐতিহ্য বাহী এবং সুনাম ধন্য একটি মসজিদ আফতাবগঞ্জ এর মসজিদ। আর এই মসজিদ টি পুরো দিনাজপুর জেলার মধ্যে একটি ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। কেননা এই মসজিদ টির নির্মাণ ব্যায় শুনলে আপনিও ও চমকে উঠবেন। এই মসজিদের নির্মাণ ব্যায় ৫০ কোটি টাকার বেশি বাজেট ধরা হয়েছে। আর এই মসজিদ টি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর।

RIYAN_20230219_174312_👫Vivid Color by Riyan~2.jpg

বর্তমানে মসজিদের নির্মাণ কাজ এখন ও শেষ হয় নি। তবে সব কিছু ঠিক থাকলে আশা করা যায় ২০২৫ সালের মধ্যে এই মসজিদের সম্পূর্ণ কাজ শেষ হবে। আর এই ছবিটি তার প্রমাণ। এই ছবিটি হলো মসজিদের প্রবেশ পথ। আর এই মসজিদ টি ভারতের তাজমহল অনুসরণ করে তৈরি করা হয়েছে। মসজিদে বিভিন্ন ধরনের মারবেল পাথর ব্যবহার করা হয়েছে যেটার কারণে মসজিদের সৌন্দর্য হাজার গুনে বৃদ্ধি পেয়েছে। আর মূল ফটকের দৃশ্য দেখার মতো। সাথে দুই পাশে দুটি গম্বুজ ও তৈরি করা হয়েছে।

RIYAN_20230219_173834_👫Vivid Color by Riyan~2.jpg

এই ছবিটি মসজিদ এর ভিতরের অংশ যেখানে মুসল্লী গণ নামাজ আদায় করবে। আর এই মসজিদে একসাথে ৫ হাজার এর বেশি মানুষ নামাজ আদায় করতে পারবে বলে শোনা যাচ্ছে। এই মসজিদের ভিতরে গোল্ডেন কালার এর বিভিন্ন পাথর ব্যবহার করা হয়েছে। যাতে করে দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখায়। আর এই মসজিদ টি তিন তলা। আর সম্পূর্ণ কাজ এখন ও অনেকটাই বাকি আছে।

RIYAN_20230219_174010_👫Vivid Color by Riyan~2.jpg

এই জায়গায় টির ভিতরে মসজিদের ইমাম সাহেব দাড়িয়ে নামাজ পড়িয়ে থাকেন। এটাই মসজিদের মূল আকর্ষন নামাজ পড়ার জায়গায়। তবে আমরা যখন গিয়েছিলাম তখন তেমন লোকজন ছিলো না যার কারণে খুবই সুন্দর ভাবে ছবিগুলো তুলতে পেরেছি। আমার জানা মতে এমন সুন্দর মসজিদ আশে পাশে দু পাঁচ জেলার মধ্যে নেই।

RIYAN_20230219_173900_👫Vivid Color by Riyan~2.jpg

এই ছবিটি মসজিদের মধ্যে খানে উপরের দিকে অবস্থিত। এই রঙিন গ্লাস গুলো শেষের মিনারে লাগানো হয়েছে। যাতে করে বাহিরের আলো পড়লে দেখতে সুন্দর দেখায়। আর এই সব কিছু সম্ভব হয়েছে দিনাজপুর জেলার মানুষের জন্য।

তো বন্ধুরা এই ছিলো আফতাবগঞ্জ এর ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে আমার প্রথম পোস্ট। কিছু দিনের মধ্যে আমি বাকি ইতিহাস আপনাদের মাঝে উপস্থাপন করব।

ডিভাইসSamsung A52 S
লোকেশনআফতাবগঞ্জ, দিনাজপুর , বাংলাদেশ।

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year (edited)

আফতাবগঞ্জ এই মসজিদকে অবশ্যই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মসজিদ বলা চলে। মসজিদটি ভারতের বিখ্যাত আখড়া তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। আপনি ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই মসজিদ নিয়ে সুন্দর উপস্থাপন করেছে।

 last year 

ধন্যবাদ ভাই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আফতাব গঞ্জের এই মসজিদটি সম্পর্কে আমি লোকোমুখি শুনেছি। নিজে কখনো যাওয়া হয়নি।আপনার পোষ্টের মাধ্যমে মসজিদটি দেখা হয়ে গেল । অসম্ভব সুন্দর এই মসজিদটি। এটি দিনাজপুর জেলায় একটি ইতিহাস রচনা করেছে। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী এটি দেখতে ভিড় করেন।আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপি।

 last year 

দিনাজপুরের বলতে গেলে এক অন্যতম নিদর্শন হলো এই আফতাব গঞ্জের মসজিদটি।আধুনিকতার অনেক ছোঁয়ায় এই মসজিদে নির্মাণ করা হয়েছে। মসজিদটি দেখতে আসলেই অনেক নান্দনিক ও অনেক সুন্দর। মসজিদটি সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপনি খুব সুন্দর ছবি তুলেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

আফতাবগঞ্জ মসজিদ নিয়ে অসাধারণ লেখছেন আপনি, মসজিদের ছবি গুলো দেখে সত্যি ভাই আমার মন জুড়ে গেলো,এতো সুন্দর একটা মসজিদ আমি কখনো দেখি নাই, আমি এই মসজিদের নাম শুনছি কিন্তু এখনো নিজের চোখ দিয়ে দেখি নাই। তবে আপনার একটা কথা শুনে খুব অবাক হলাম ৫০ কোটি টাকার বেশি নাকি বাজেট করা হয়েছে। আবার ৫ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবে,সত্যি ভাই আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আফতাবগঞ্জের মসজিদটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই মসজিদটি দেখতে অনেক সুন্দর। আমি কয়েক মাস আগে গেছিলাম এই মসজিদটি দেখার জন্য। এই মসজিদটির নির্মান কাজ এখন ও চলতেছে।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

আফতাবগঞ্জ মসজিদটি স্বপ্নপুরী রুটে অবস্থিত, একবার স্বপ্নপুরী যাওয়ার সময় দেখেছিলাম। তবে এত কাছ থেকে দেখা হয়নি। মসজিদটি অনেক দৃষ্টিনন্দিত, অসাধারণ কারু কাজ ফুটিয়ে তোলা হয়েছে মসজিদটিতে। যা সকলের নজরকারে । অনেক দর্শনার্থী এ মসজিদ দেখতে এবং নামাজ পড়তে যায়। আপনি অসাধারণ লিখছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসাধারণ ফটোগ্রাফি করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মসজিদটির সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এর ভিতরে এবং বাহির অসাধারণ সৌন্দর্য। ৫ হাজার মানুষ যদি একসাথে নামাজ নামাজ আদায় করতে পারে তাহলে মসজিদটি মনে হচ্ছে অনেক বড় আকারের। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ ভাই ❤️❤️❤️

 last year 

আফতাবগঞ্জ এর ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। এটি বাংলাদেশের দ্বিতীয় তাজমহল হিসেবে আখ্যায়িত পেয়েছে বলে মনে হয়।ছবিগুলো সত্যিই অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাই ❤️❤️❤️

 last year 

আফতাব গঞ্জের এই ঐতিহ্যবাহী মসজিদটি আমি কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে প্রথম দেখার সৌভাগ্য হলো। মসজিদটি দেখে সত্যিসত্যিই আমি মুগ্ধ হলাম। এর আগে এতো সুন্দর মসজিদ আমি দেখিনি। আপনার তোলা ছবি গুলো ও অসম্ভব সুন্দর হয়েছে। মসজিদটি সম্পকে আপনি সবকিছু সাজিয়ে গুছিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58919.17
ETH 2647.00
USDT 1.00
SBD 2.43