সৈয়দপুর শহরের কিছু ফলের দোকানsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

সোমবার
তারিখ - ২১ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে সৈয়দপুর শহরের কিছু ফলের দোকান নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230623-WA0009~2.jpg

বন্ধুরা আমাদের নিত্য দিনের খাবারের তালিকায় আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। কেননা ফলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যে গুলো আমাদের জন্য অনেক উপকারী। তার মধ্যে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফলের চাষ করা হয়ে থাকে। আর এ সব ফল গুলো আমরা বিভিন্ন দোকানির কাছ থেকে ক্রয় করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দোকানে বিভিন্ন ধরনের ফল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এই দোকানি অবস্থান করছেন। অবশ্য তার কাছে আনারস, পাকা পেঁপে , আপেল, আম সহ বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে। তিনি একেক ধরনের ফল একেক দামে বিক্রি করে থাকেন। তবে তার কাছে সব ধরনের ফল আছে সেটা দেখে বোঝা যাচ্ছে।

IMG-20230623-WA0030~2.jpg

পাকা পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। কেননা পাকা পেঁপে তে বিভিন্ন ধরনের ভিটামিন মজুদ থাকে। যেটা খাওয়ার পরে সেই ভিটামিন গুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের পুষ্টি প্রদান এবং বিভিন্ন ঘাটতি পূরণ করে থাকে। যার ফলে আমাদের দেশে পেঁপের চাহিদা অনেক বেশি। তবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় পেঁপে চাষ করা হয়। আর সেই জায়গা থেকে গাছ পাকা পেঁপে সংগ্রহ করে বিভিন্ন জায়গার বিভিন্ন দোকানিরা দোকানে বিক্রি করে থাকে। তবে এই ধরনের পেঁপে মিষ্টি হয়ে থাকে। তবে বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ী তারা ফরমালিন যুক্ত করে কাঁচা পেঁপে পাকিয়ে বিক্রি করে থাকে। আর ফরমালিন যুক্ত পেঁপে কোনও প্রকার স্বাদ থাকে না। যার কারণে সে পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক হয়ে দাঁড়ায়।

IMG-20230623-WA0012~2.jpgIMG-20230623-WA0018~2.jpg

সৈয়দপুর শহরে বিভিন্ন অলিতে গলিতে নানান রকমের ফল বিক্রি হয়। অবশ্য সেগুলো ভ্রাম্যমাণ ফলের দোকান। আর এই ভ্রাম্যমাণ ফলের দোকানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এবং তুলনামূলক হারে অনেকটাই কম দামে ফল গুলো পাওয়া যায়। অবশ্য অনেকেই আছে তারা এই সব ভ্রাম্যমাণ ফলের দোকানের থেকে তারা ফলমূল করে থাকে। আমাদের দেশে বেশির ভাগ জায়গায় ভ্রাম্যমান ফলের দোকান বেশি। কেননা তারা বিভিন্ন ফল মূল এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রি করতে পারে অনায়াসে। তারা বিভিন্ন জায়গা যেমন রেলওয়ে স্টেশন, বাস স্টেশন এসব জায়গায় তারা অনায়াসে এ ধরনের ফলমূল বিক্রি করতে পারে।

IMG-20230623-WA0025~2.jpg

ডিভাইসSamsung A52.
লোকেশনসৈয়দপুর, দিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

সৈয়দপুরের মানুষ বেশি ফল প্রিয়। সৈয়দপুরের অলিতে গলিতে রাস্তায় ফলের দোকান দেখা যায়। এবং কি ভ্রাম্যমান ফলের দোকানও বসে। সৈয়দপুরে বেহারী সম্প্রদায়ের লোক বেশি থাকার কারণে ফলের চাহিদা ব্যাপক। কারণ বিহারীরা ভাতের তুলনায় ফল বেশি পছন্দ করে। পেঁপে শরীরের জন্য অনেক উপকারী। ঠিক বলেছেন ভাই পেঁপেতে নানা ধরনের ভিটামিন মজুদ থাকে । অন্যান্য শহরের তুলনায় সৈয়দপুর এ ফলের দাম অনেক কম। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই। ফটোগ্রাফি অসাধারণ করেছেন। আবার সৈয়দপুর আসলে দেখা কইরেন ভাই। শুভ কামনা রইলো ভাই।

 last year 

ধন্যবাদ বস।

Posted using SteemPro Mobile

 last year 

সৈয়দপুরের অলিতে গলিতে ফলের দোকান।সাথে ফলের জুসের দোকানও দেখা যায়।ফল আমাদের শরিরের জন্য অনেক উপকারী।তবে আজ কালের যুগে ফলের মধ্যে যে পরিমানে ফরমালিন যুক্ত করে থাকে যা দেহের জন্য অনেক ক্ষতিকারক যা মৃত্যুর দিকে পর্যন্ত নিয়ে যাচ্ছে।কিছু কিছু ফল আমার অনেক পছন্দের।আপনি সৈয়দপুর শহরের ব্যবসায়ীর চিত্র ধরেছেন খুব সুন্দর করে।আপনার ছবি গুলো অসাধারন হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

জ্বি ভাইয়া আপনি ঠিক বলেছেন পাকা পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। এবং এই পাকা পেঁপে খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার অনেক পছন্দের একটি ফল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

ফলমূল আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনি ঠিকই বলেছেন ভাইয়া। প্রতিটি শহর অঞ্চল গুলোতে এরকম ভ্রাম্যমান ফলের দোকান দেখা যায়। একমাত্র ভ্রাম্যমান দোকান গুলোর কাছ থেকেই টাটকা ফল বেশি পাওয়া যায়। সৈয়দপুর এরকম ভ্রাম্যমাণ দোকান অনেক রয়েছে। আপনি অনেক সুন্দর কয়েকটি দোকানের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last year 

ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

 last year 

আপনি সৈয়দপুর শহরের কিছু ফলের দোকান নিয়ে সুন্দর ভাবে একটি পোস্ট উপস্থাপন করেছেন।ফল একটি পুষ্টিকর খাবার,যা খেতে আমরা সবাই পছন্দ করি। আপনি ঠিক বলছেন ভাই। কেউ কেউ কাঁচা পেঁপেতে ফরমালিন যুক্ত করে পাকা পেঁপে বিক্রি করতেছে। এগুলো পেঁপে আমাদের শরীরের জন্য ক্ষতিকর।আপনি ফল নিয়ে সুন্দর আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

সৈয়দপুর শহরের ফলের দোকান নিয়ে আপনি দারুন লিখেছেন। প্রত্যেক বাজারে ফলের দোকান থাকে।যেখান থেকে সবাই ফল ক্রয় করে।তবে আমাদের বাসায় বেশিরভাগ ফলেরই গাছ রয়েছে। তাই আপেল,কমলা ও আনারস শুধু আমাদের কিনতে হয়। তবে বাইরের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে দেওয়া হয়। এটা ক্ষতিকর।বেশ ভাল লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

Feedback / Observation

হাটে-বাজারে গেলে এই সব ফলের দোকান দেখতে পাওয়া যায়। তারা বিভিন্ন ধরনের ফল তাদের দোকানে মজুদ করে রাখে। আবার বাজারে বিক্রি করে থাকে। সুন্দর একটি পোস্ট করেছেন।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition