তীব্র গরমে চাহিদা বেড়েছে আখের রসেরsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

শনিবার
তারিখ - ১০ জুন ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে সবার প্রিয় আখের রস নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230610-WA0013.jpg

আমরা সকলেই জানি যে আখের রস আমাদের মানব দেহের জন্য কতোটা উপকারী। আর এই আখের রসের চাহিদা গরমের সময় বেড়ে যায়। গরমের সময় আখের রস সকল মানুষ খেয়ে থাকে। আর এই আখের রস গরমের সময় বিভিন্ন জায়গায় দেখা যায়। কেউ একটি নির্দিষ্ট দোকান নিয়ে ব্যবসা করে আবার কেউ ভ্যানে করে নিয়ে আখের রস বিক্রি করে। আর বর্তমান সময় অনুযায়ী আখের রসের প্রতি গ্লাস ১০ টাকা করে বিক্রি করা হয়।

IMG-20230610-WA0012.jpg

একজন আখের রস বিক্রেতা প্রথমে আখের বাগান থেকে আখ সংগ্রহ করে। কেননা আখের রসের মূল উপাদান হলো আখ। আর এই আখ ক্রয় করে নিয়ে এসে তারা বাজারে এসে আখ থেকে রস তৈরি করে বিক্রি করেন। আর আখের রস আমাদের দেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আখের রস আমাদের দেহে ঠান্ডা করতে সাহায্য করে।

IMG-20230610-WA0008.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে একজন আখের রস বিক্রেতা আখ থেকে রস বের করে ক্রেতার কাছে বিক্রি করছে। অবশ্য তার স্পেশাল ভাবে আখের রস বিক্রি হয়। তিনি আখের রস গুলো একটি পাত্রের মধ্যে দিয়ে থাকে আর তার মধ্যে বরফ দেওয়া থাকে যাতে করে আখের রস গুলো ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। কেননা এই গরমে প্রতিটি মানুষের জীবনের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আর সেই জন্য এই বিক্রেতা এই বুদ্ধি বের করে আখের রস বিক্রি করছেন।

IMG-20230610-WA0007.jpg

আর আখের রস গুলো অনেক মিষ্টি ছিলো। কেননা আখ গুলো অনেক ভালো ছিলো তার কারণে আখের রস গুলো মিষ্টি লাগছিলো। আখের রসের সাথে হালকা লেবুর রস ও ছিলো লেবুর রস কেউ চাইলে দিচ্ছে না হলে দিচ্ছে না। তবে এই আখের রসের দোকানটি সৈয়দপুর শহরের স্টেশনের রেলগেটে অবস্থিত। আর এই কারণে এই দোকানে অনেকটা ভিড় তৈরি হয়। আর এই গরমের কারণে প্রায় প্রতিটি মানুষ আখের রস ক্রয় করছেন।

IMG-20230610-WA0014.jpgIMG-20230610-WA0015.jpg

পরবর্তী তে আমরা সকলে আখের রস খওয়ার পরে আমরা একটি বোতলে করে কয়েক গ্লাস নিয়ে নিলাম। আর এই বোতলের আখের রস আমি বাসায় নিয়ে আসলাম। এই তাপদাহ চলাকালীন আমাদের সকলের উচিত আখের রস সহ বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় খাবার খাওয়া। আর আখের রসে অধিক পরিমাণে বিভিন্ন ধরনের উপকারী পদার্থ থাকে যেটা আমাদের দেহের বিভিন্ন জিনিসের অভাব পূরণ করে।

ডিভাইসSamsung A52 .
লোকেশনসৈয়দপুর, নীলফামারী, বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

এই গরমে আখের রস খেলে কিছুটা স্বস্তি বোধ হয়। কারণ এগুলো ঠান্ডা থাকে। আর এতে শরীরের পানির চাহিদাও পূরণ হয়ে যায়। বিভিন্ন বাজারের ও মোড়ে আখের রসের এমন ভ্রাম্যমাণ দোকান দেখা যায় । তবে আমি আখের রস এখন পর্যন্ত খাইনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

হে ভাই আপনি ঠিক বলেছেন। তীব্র গরম আখের রস খুব চলতেছে। এই আখের রস খেলে শরিরের ভীতরটা ঠান্ডা হয়ে যায়। আপনি আখের রস নিয়ে দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

জি ভাই এই গরমে তৃষ্ণা মেটাতে আখের রসের কোন জুড়ি নেই। আখের রস খেতে আমার বেশ ভালই লাগে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আখের রস নিয়ে দারুণ লেখছেন আপনি।গরমের মধ্যে এক গ্লাস আখের রস খেলে অনেক টায় শান্তি পাওয়া যায়। আপনি সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

প্রচন্ড গরমে আখের রসে চুমুক দিলেই যেন প্রান জুড়িয়ে যায়। আখের রস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও লিভার সুস্থ রাখতে ও আখের রসের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আপনি আখের রস নিয়ে অসাধারণ একটি পোস্ট লিখেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপি

 last year 

এই তীব্র গরমে আখের রস পানে আসলেই অনেক প্রশান্তি আনে। আখের রস শরীর ঠান্ডা রাখে। রাস্তায় মাঝেমধ্যেই এই আখের রসের দোকান চোখে পড়ে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে এই আখের রসের ভ্রাম্যমান দোকান বেশি চোখে পড়ে । ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপি

 last year 

আখের রস শরীরের জন্য অনেক উপকারী। এসব ভ্রাম্যমাণ আখের রস এর দোকানে অনেক ভীড় দেখা যায়। মানুষ ক্লান্ত হয়ে এসব দোকান থেকে রস কিনে ক্লান্ত দূর করে। তবে এগুলো স্বাস্থ্যসম্মত নয়। অসংখ্য ধন্যবাদ প্রিয়

 last year 

ধন্যবাদ বস

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32