আমাদের গ্রামের একটি ঐতিহাসিক স্থান

in Steem For Traditionlast year

"প্রসঙ্গ: ঐতিহাসিক স্থান"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজ: মঙ্গলবার
১ আগস্ট ২০২৩ ইং

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। বিগত কয়েকদিন অসুস্থতার কারণে সবার প্রিয় কমিনিটিতে কোনো রকম পোস্ট করতে পারি নেই। কিন্তু এখন হালকা একটু সুস্থ হওয়ার পর এ চলে আসলাম গ্রামের একটা ঐতিহাসিক স্থান নিয়ে। তাহলে চলুন বন্বুরা সেটার সম্পকে জেনে নেওয়া যাক:

আজকে হঠাৎ করে বিকেলবেলা ভাই বোনদের সাথে মজা করতে করতে একটু ঘুরতে যাওয়ার জন্য বের হলাম। বের হতে না হতে ওরা বললো জমির মধ্যে দিয়ে যাবে।

IMG_20230731_174001_1.jpg

তাই তাদের সাথে গেলাম আমাদের গ্রামের একটি পুরনো জায়গা। এই জায়গাটি আমাদের গ্রামের একটি ঐতিহাসিক স্থান । যেটি আমার বুঝ হওয়ার পর থেকেই আমি দেখে আসতেছি ।

IMG_20230731_173759_1.jpg

এই গাছটি প্রায় দশ কাটা বা তারও বেশি জায়গা জুড়ে অবস্থিত। জায়গাটি তালতলা হিসাবে পরিচিত। কিন্তু আসলেই এটি তালতলা না।

IMG_20230731_173735.jpg

এটি একটি আমের গাছ। এটা বহু পুরনো একটি গাছ।
আম গাছ থেকে পাওয়া ফল খুবই সুস্বাদু তাই এই ফলটি প্রায় সকলেই খায়।আম গুলো খুবই ছোট ছোট।কাঁচাতে অনেক টক কিন্তু পেকে গেলে খেতে খুবই মিষ্টি । সেই গাছের পাতা অনেকেই গরু ছাগলকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। এই গাছটি চারপাশে আরো অনেক পুরনো কয়েকটি বটের গাছ আছে। গাছগুলো অনেক পুরনো অনেক শিখর বের হয়েছে। সেই শিকড়গুলোতে বসে বসে মানুষ বাতাস অনুভব করে। ছোট ছেলেগুলা বসে বসে গেমস খেলে।

IMG_20230731_173814_1.jpg

তার পাশে আরো কয়েকটি ইউ কলক্টার এর গাছ আছে। জায়গাটি সরকারি জায়গা হিসেবে পরিচিত হওয়ায় সেখানকার মানুষ ইচ্ছামতো সেটা ব্যবহার করে। মাঝে মাঝে সেখানে আর্মি গুলো ট্রেনিং এর জন্য আসে।

received_272528072184494.jpeg

এখানে কিছু মানুষকে কবর দেওয়া হয়েছে। তার পাশে একটি রাস্তা রয়েছে সেখানে দিয়ে মানুষ চলাচল করে । তার পাশে মানুষকে কবর দেওয়ার হয়েছে। কবর দেওয়ার ফলে রাতে মানুষ রাতে মানুষ সেখান দিয়ে চলাচল করতে ভয় পায়। তাই মানুষ এখানে দশটার পর মানুষ চলাচল করে না। কিছুদিন যাবত দেখা যাচ্ছে এই আম গাছ টি থেকে জাম গাছ তেঁতুল আর গাছ বের হচ্ছে।যেটা প্রায় সকল মানুষ দেখতে আসতেছে। তাই আমরাও মাঝে মাঝে সেখানে গিয়ে ঘুরে আসি।

IMG_20230731_173920.jpg

সেখানে কিছু সময় থাকার পর দেখলাম সূর্য ডুবতেছে। তাই বেশি দেরি না করে বাসার দিকে রওনা দিলাম।

মডেলডিভাইস
RealmeC31
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W

আশা করি আমার গ্রামের পুরনো সেই ঐতিহাসিক স্থানটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে আজকে মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ

Sort:  
 last year 

আপনার এলাকার ঐতিহাসিক স্থান নিয়ে সুন্দর পোস্ট ও ফটোগ্রাফি করেছেন। আপনাকে কিছু নিয়ম মেনে পোস্ট করতে হবে।

  • ৩০০ শব্দের পোস্ট করতে হবে।
  • ঐতিহ্য নিয়ে সপ্তাহে ১ টি পোস্ট করতে হবে।
  • মার্কডাউন ভালোভাবে ব্যবহার করতে হবে।
  • কোন প্রকার কপিরাইট করা যাবে না।
  • ডিসকোর্ডে জয়েন হতে হবে।
  • সপ্তাহে ১ দিন হ্যাংআউটে থাকতে হবে।
 last year 

ওকে ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

জায়গাটির নাম তালতলা হলেও সেখানে কোন তালের গাছ নেই রয়েছে আমার গাছ এটা শুনেই অনেক অবাক লাগছে।তালতলা জায়গাটির ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।লিখেছেন ও অনেক সুন্দর।

 last year 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনার এলাকায় ঐতিহাসিক স্থান নিয়ে সুন্দর লিখছেন, তালতলা নাম হলেও এটা আম তলা, সুস্বাদু আম পাওয়া যায় শুনে ভালোই লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

আমাদের প্রায় প্রত্যেকটি এলাকাতেই কোন না কোন এরকম জায়গা থাকে যে জায়গাগুলো অনেক ইন্টারেস্টিং। আপনার গ্রামের এই ঐতিহাসিক জায়গা সম্পর্কে দারুন লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

জায়গাটির নাম তালতলা হলেও সেখানে কোন তালগাছ নেই বরং তাল গাছের পরিবর্তে রয়েছে আমগাছ। বিষয়টি আসলেই অনেক মজাদার। আপনার শেয়ার করা স্থানটি অনেক নিরিবিলি একটি স্থান। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে

 last year 

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 last year 

এরকম পুরনো স্থান এখনো অনেক যায়গায় রয়েছে, যায়গা গুলো দেখলেই কেমন জানি রহস্য রহস্য মনে হয়, যায়গাটি নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

জায়গাটির নাম তালতলা কিন্তু সেখানে কোন তালগাছ নেই। শুনেই হাসি পাচ্ছে। তাল গাছের পরিবর্তে রয়েছে আম গাছ। জায়গাটি অনেক সুন্দর নিরিবিলি একটি জায়গা। আপনি অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনার পোস্ট কোয়ালিটি খুব একটা ভাল না। মার্কডাউনের সঠিক ব্যবহার করুন। জাস্টিফাই কোডটি পোস্টে ব্যবহার করুন। আর ঐতিহ্যবাহী পোস্ট করার চেষ্টা করবেন আশা করি। সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ওকে ভাইয়া

 last year 

কমিউনিটির নিয়মকানুন মেনে চলেন। আপনার পোষ্ট কোয়ালিটির উন্নতি করতে হবে। আগামীকাল হ‍্যাংআউটে উপস্থিত থাকবেন। ধন্যবাদ

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

বটগাছ আচ্ছাদিত জায়গাগুলো বেশ মনোরম পরিবেশ সৃষ্টি করে। বট গাছের ছায়ায় এক কোনরকম শীতল অনুভূতি পাওয়া যায়। আপনাদের এলাকার বটগাছ আচ্ছাদিত স্থানটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া ।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43