🥰🥰 হঠাৎ করে নানীর বাসায় ভ্রমণ ☺️☺️

in Steem For Traditionlast year (edited)

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @shahin05 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভাল আছি। আমাদের সবার প্রিয় কমিউনিটি @Steem For Tradition আবার একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে আমার করা পোস্টটি দেখে নেওয়া যাক :

আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে না উঠে একটু ফ্রেশ হয়ে যখনই বসলাম তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো ফোনের দিকে তাকিয়ে দেখি নানি ফোন দিছে। নানির সাথে কথা বলে নানী আমার ে সেখানে যাওয়ার জন্য বলল। এরপর বাসায় একটু খাওয়া দাওয়া করে অতিরিক্ত গরমের কারণে গোসল করে নানির বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে কিছু রাস্তা হেটে যাওয়ার পর অবশেষে একটি ভ্যানের দেখা পেলাম। ভেনে উঠার পরে কিছু রাস্তায় গিয়ে নিজের একটি ছবি তুলে নিলাম।

IMG-20230719-WA0000.jpg
লোকেশন

ছবি তোলা শেষে কিছুক্ষণ ভ্যানে থাকার পরে অবশেষে আমাদের বাড়ির একটু দূরেই একটু বাজারে চলে গেলাম। সেখানে গিয়ে নানিবাড়ির জন্য কিছু ফলমূল নিয়ে নিলাম।

IMG-20230719-WA0005.jpg
লোকেশন

এরপর সেখানে আরো একটি ভ্যান নিয়ে নিলাম । ভ্যানের মধ্যে কিছু রাস্তা যেতে না যেতে হঠাৎ করে ভ্যানের চাকা নষ্ট হয়ে গেল। সেখানে রৌদ্রের মধ্যে কিছু সময় থাকার পর অবশেষে আবার একটি ভ্যানের দেখা পেলাম। ভ্যানের মধ্যে কিছু রাস্তা যাওয়ার পর চারদিকে দেখলাম আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে আসলো তাই থাকতে না পেরে ভ্যানের উপরে চলন্ত অবস্থায় কিছু আকাশের ছবি তুলে নিলাম ।

IMG-20230719-WA0006.jpg
লোকেশন

IMG-20230719-WA0010.jpg
লোকেশন

তুলতে তুলতে অবশেষে পৌঁছে গেলাম আমার নানীর বাসা। সেখানে গিয়ে ই দেখলাম বাইরে নানি আমার জন্য বসে আছে। এরপর নানীর সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে বাড়িতে প্রবেশ করলাম। এভাবেই অনেক কাহিনীর পর অবশেষে নানীর ভাষার ভিতরে সবার সাথে একটু নিজের মনের ভাব প্রকাশ করলাম।

ডিভাইসমডেল
Redmi10A
ফটোগ্রাফার@shahin0

আশা করি আমার দেখানো পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে আজকের মনে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ

Sort:  

I always liked vistiting my grandparents.

 last year 

নানির বাড়ি গিয়ে তো মামাতো বোনের সাথে ভালোই মজা করছো। আর তোমার বাড়ি থেকে তো নানির বাড়ি কাছেই। মিষ্টি নিয়ে কি আসলেই নানির বাড়ি গেছো নাকি শশুর বাড়ি?

 last year 

আপনাকে ঐতিহ্য নিয়ে পোস্ট সপ্তাহে অন্তত একটা করতে হবে। এছাড়াও রান্নার রেসিপি, আর্ট, ড্রাফট ক্রিয়েটিভি নিয়ে সপ্তাহে অন্তত তিনটা পোস্ট থাকতে হবে। মোট চারটা পোস্ট করতে হবে।

 last year 

আপনি অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। নানীর বাড়ি যাওয়ার সময়ের মুহূর্তগুলো আলাদা ধরনের আনন্দের হয়ে থাকে। আশা করি অনেক ভালো সময় কাটিয়েছেন । ধন্যবাদ আপনার স্মৃতিটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

নানির বাড়িতে যাওয়ার জন্য সুন্দর করেছেন। আমাদের ক্লাসে জয়েন করে ভালোভাবে ক্লাস করে পোস্ট করবেন আশা করি।

 last year 

আমাদের কমিউনিটির কিছু নিয়মাবলি:-

  • সপ্তাহে ৩ দিন পোস্ট করতে হবে।
  • প্রতিদিনের সকল পোস্ট এ কমপক্ষে ৬টি কমেন্ট করতে হবে।
  • আমাদের সাপ্তাহিক ক্লাস ও হ্যাংগ আউট এ উপস্থিত থাকতে হবে। (হ্যাংগ আউট প্রতি সপ্তাহের বুধবার সময় জানিয়ে দেওয়া হবে।)
  • আমাদের ডিস্কোর্ড সার্ভার এ এড হতে হবে এবং নিয়মিত একটিভ থাকতে হবে। ডিস্কোর্ড লিংক
  • আমাদের কমিউনিটি একাউন্ট @sft-devt.acc ৬% বেনিফিসিয়ার দিতে হবে।
IMG-20230413-WA0003.jpg
 last year 

নানীর বাড়িতে যাওয়ার মজাই আলাদা বিশেষ করে ছোট সময়ে। এক আলাদা অনুভূতি পাওয়া যায়।আপনার অনুভূতি শেয়ার করেছেন দারুন পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41