ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ভ্রমণ

in Steem For Traditionlast year

"প্রসঙ্গ : ভ্রমণ"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজ: রবিবার
২৭ আগস্ট ২০২৩


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তালার রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানাই Steem For Tradition এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তাদের জন্য নিয়ে আসলাম আমার কাটানো কিছু সময়।তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক

"ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ভ্রমণ"

সময়টা ঠিক মনে নেই। তবে যখন কুমিল্লা ছিলাম তখন হঠাৎ করেই আমার এক রুমমেট বলল এখানেই একটি বড় স্টেডিয়াম রয়েছে। সেখানে নাকি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে। তার কথামতো আমি তাকে বললাম তাহলে চলো কালকে সেটা দেখে আসা যাক। তাই পরের দিন দিন সকালবেলা আমরা দুজন মিলে চলে গেলাম । সেখানে গিয়েই দেখতে পেলাম
ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। তবে খেলা বন্ধ থাকায় স্টেডিয়ামের সব দরজায় বন্ধ ছিল। চারদিকে ঘুরার পর দেখতেছি কিছু ছেলেপেলে সেখানে প্র্যাকটিস করতেছে। তাই তাদের মাধ্যমে স্টুডিয়ামের ভিতরে ডুবে পড়লাম।

IMG_20220603_115703.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

স্টেডিয়াম ঢোকার পরেই আমার ফোন দিয়ে একটি ছবি তুলে নিলাম। এরপর দুজন মিলে চারদিক পরিদর্শন করতে থাকলাম। সেখানে অনেক সময় চারদিকের খেলা দেখতে থাকলাম। তারা সবাই নির্দিষ্ট একটি জায়গা করে সেখানে কাটপিস বল দিয়ে ফেলতেছে। ছোট ছোট ছেলেরা প্রাক্টিস অনেক ভালো করে করছে। এরপর আমরা সেখানে অনেক সময় নিয়ে হাঁটাহাঁটি করলাম। তবে হাঁটাহাঁটির মাঝে কিছু ছবি তুলেছিলাম।

IMG_20220603_115839.jpg
IMG_20220603_115832.jpg
IMG_20220603_115730.jpg
IMG_20220603_115817.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সেখানে কিছুটা সময় কাটানোর পর এক বড় ভাই আমাদের কাছে আসলো। তারপর আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করল । সবকিছু বড় ভাইয়ের কথামতো বলার পর বড় ভাইয়া আমাদেরকে বলল যে ভাইয়া অনেকক্ষণ হইল আপনারা স্টেডিয়ামের ভিতরে আছেন। বন্ধ থাকা অবস্থায় এইরকম স্টেডিয়ামে থাকা উচিত না বা এটা স্টেডিয়ামের নিয়ম না। যদি কর্তৃপক্ষের কোন ব্যক্তি থেকে তাহলে অনেক সমস্যা হতে পারে। তাই ভাইয়া আপনারা এখন আসতে পারেন।

FB_IMG_16645370821075167.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

বড় ভাইয়াটার কথা মত আমরা সেখান থেকে চলে আসলাম। এরপর বাইরে একটি গাড়ি নিয়ে আমাদের মেস এর দিকে রওনা দিলাম।


SamsungA03s
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W


আশা করি আমার কাটানো সময়টুকু আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ

Sort:  
 last year 

বাহ স্টেডিয়ামটা দেখতে বেশ ভালোই। একা একা এতো ঘুরলে হবে। এখন তো বউও আছে বউকে নিয়ে ঘুরতে হবে। ছবিগুলা মাহশাল্লাহ অনেক সুন্দর হইছে। তোর কোন বড় ভাইয়ের সাথে স্টেডিয়াম গেছিলি। আর পারভেজ যায় নাই...??? পারভেজও তো তোর সাথে কুমিল্লায় গেছিলো।

 last year 

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত অনেক গুণী একজন ব্যক্তিত্ব ছিলেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য তার অবদান অনেক। তিনি কুমিল্লার সন্তান এবং তার কর্মজীবন কুমিল্লাতেই শুরু হয়েছিল তাই এমন একজন ব্যক্তির স্মৃতি রক্ষার্থে কুমিল্লায় এই স্টেডিয়াম টি তৈরি করা হয়েছে। আমি জীবনে একবার কুমিল্লা গিয়েছি। যদিও স্টেডিয়াম টি আমি দেখিনি তবে আপনার ছবিগুলোই বলে দিচ্ছে এটি অত্যন্ত চমৎকার একটি স্টেডিয়াম। ধন্যবাদ আপনাকে।

 last year 

কুমিল্লায় অবস্থিত এই স্টেডিয়াম নিয়ে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমি এখনো পর্যন্ত কোন স্টেডিয়ামে যায়নি। তবে স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা গুলো টিভিতে সম্প্রচারিত হয় সেগুলো দেখা হয়েছে। দরজা বন্ধ থাকা অবস্থায় ঢুকতে পেরেছেন এটাই অনেক ভাই। কর্তৃপক্ষ থেকে প্রদত্ত রুলস গুলো আমাদের মেনে চলাই উচিত। কুমিল্লার এই স্টেডিয়াম নিয়ে সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 last year 

কুমিল্লায় অবস্থিত ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দও স্টেডিয়াম নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সেখানে কখনো যাওয়া হয়নি তবে স্টেডিয়ামটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।সাথে ছবি দেখা হলো।ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।আপনার সুন্দর ব্লগটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আন্তর্জাতিক স্টিডিয়াম না হলেও দেখতে বেশ সুন্দর লাগছে। স্টিডিয়ামের ভিতরের অংশ দেখতে বেশ সুন্দর লাগতেছে ভাই। আমার মতে এই মাঠে প্যাক্টিস করার জন্য সবথেকে ভালো। মাঠের ভিতর বেশ নিরাপদ বলে মনে হচ্ছে। এমন মাঠে হাটতে বেশ ভালই লাগে ভাই। এমন সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম দেখতে অসাধারণ। ভাষার জন্য জীবন দেওয়া ধীরেন্দ্রনাথ অবশ্যই বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। স্টেডিয়ামটি দেখতে প্রায় আন্তর্জাতিক স্টেডিয়াম এর মতো। স্টেডিয়ামটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। একজন ভাষা শহীদের স্মৃতি ধরে রাখার জন্য স্টেডিয়াম টি তৈরি করা হয়েছে। এই মাঠ থেকে প্র্যাকটিস করে বেরিয়ে আসবে ভালো মানের খেলোয়ার। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের সম্মানেই এই স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। কুমিল্লায় আমার কখনো যাওয়া হয়নি। আপনি আপনার অভিজ্ঞতাটি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। স্টেডিয়াম টির ছবিগুলো দেখে মনে হচ্ছে এটি অনেক চমৎকার একটি জায়গা। আপনার শরীর এখন কেমন আছে?ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57