//..সুস্বাদু ডিমপিঠা রেসেপি..//

in Steem For Traditionlast year
আসসালাম আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানাই আমাদের সবার প্রিয় কমিনিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য আজকে আবারো নিয়ে আসলাম একটি সুন্দর নাস্তা রেসেপি। যেটা খুব অল্প সময়ে তৈরি করতে পারে এবং খেতেও অনেক সুস্বাদু। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক:

received_1492886634801158~2.jpeg

তৈরি করার জন্য যা যা প্রয়োজন:


  • চিনি।
  • হলুদ।
  • তেল।
  • আটা।
  • মরিচ।
  • ডিম ।

তাহলে চলুন বন্ধুরা সুস্বাদু ডিম পিঠা রেসেপিটির ধাপগুলো দেখে নেওয়া যাক

ধাপ নং-০১
received_6446186132131084.jpeg

প্রথমে আমরা একটি বাটিতে কিছু পরিমাণ চিনির সাথে হালকা হলুদ ও মরিচ একসঙ্গে করে নিবো।


ধাপ নং-০২


চিনিগুলোর সাথে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিবো। পানি দেওয়ার পর কিছু ধরে সবগুলোকে একসাথে করে নিবো।


ধাপ নং-০৩
received_1399620377564617.jpeg

এখন আমরা সবগুলোর মিশ্রণের মধ্যে ডিম দিয়ে দিবো। ডিম দেওয়ার পর সেগুলোকে একসাথে করে নিবো।

ধাপ নং-০৪

অবশেষে আটা দেওয়ার পর আমরা সবগুলোকে একটু ভালো করে মেখে নিবো। তাহলে চিত্রের মতো রং চলে আসবে।

ধাপ নং-০৫
received_831140505389445.jpeg

এখন আমরা একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে নিবো।

ধাপ নং-০৬
received_989916592275174.jpeg

তেল কিছু পরিমাণ গরম হয়ে আসলেই আমরা পিঠার গলাটা পরিমাণ মতো দিয়ে দিবো।

ধাপ নং-০৭
received_1492886634801158.jpeg

অবশেষে আমাদের ডিমপিঠা হয়ে গেলে সেটাকে আমরা পরিষ্কার একটি পাত্রে নিয়ে নিবো।


আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনজমিরহাট, পার্বতীপুর


আশা করি আমার তৈরি করা ডিম পিঠাটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে আজকে মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ

Sort:  
 last year 

ডিম পিঠা আমার অনেক পছন্দের একটা খাবার।আমার বাসায় ডিম পিঠা কিছু দিন আগে বানিয়ে ছিল।ডিম পিঠা খেতে অনেক সুস্বাদু।আপনি ডিম পিঠার রেসিপি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।তার সাথে ধাপ গুলোও খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

ডিম পিঠা আমার অনেক পছন্দের একটি পিঠা ভাইয়া। পিঠার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার খাবার হবে সেটি।মজাদার এই খাবারটি আমার বাসায় ছোট ছেলেমেয়েরা অনেক পছন্দ করে।সুন্দর একটি পিঠা বানানোর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ডিমপিঠা আমার খুবই পছন্দের একটি পিঠা, এই ডিমপিঠা তৈরি করতে অল্প উপকরণ লাগায় আমি প্রায় বাসায় তৈরি করে থাকি, অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, রেসিপির ধাপ গুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 

আমার অনেক পছন্দের একটি রেসিপি আপনি শেয়ার করেছেন ভাই। কি বলবো এটা আমার অনেক প্রিয় একটি খাবার। এবং প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

ওয়াও, অনেক সুন্দর একটি রেসিপি ডিমপিঠা, আমরা প্রায় এই পিঠা বানিয়ে খাই, অল্প সময়ে পিঠাটি বানিয়ে ফেলা যায়, ডিমপিঠা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন, প্রতিটি ধাপ সাজানো গোছানো ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

বাহ চমৎকার রেসিপি, ডিম পিঠার রেসিপি দেখে তো লোভ লেগে গেলো ভাই। মনে হয় অনেক সুস্বাদু হয়েছিলো। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, আপনার রেসিপি ফলো করে একদিন বাসায় চেষ্টা করবো। আশা করি অনেক সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার রেসিপি পোস্টটি বেশ সহজ। এভাবে কখনো ডিম পিঠা বানিয়ে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে পিঠাটি বেশ মজাদার হয়েছে। আমি অবশ্যই বাড়িতে একবার পিঠাটি বানানোর চেষ্টা করে দেখব। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

ডিম দিয়ে এভাবে পিঠা কখনো খাওয়া হয়নি আমার। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটি বেশ সুস্বাদু হবে। একদিন বানিয়ে খেয়ে দেখব এটি আসলে কেমন খেতে। আপনি অনেক সুন্দর করে এই পোস্টটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

অসংখ্য ধন্যবাদ

 last year 

এই ডিমপিঠাগুলো মাঝে মাঝে খাওয়া হয়। তবে আমার ভাবি এতে চিনি ব্যবহার করেন না। একেক জিনিসের একেক স্বাদ।তবে চিনি দিয়ে খেতেও ভাল লাগে।আপনি আপনার রেসিপিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রত্যেকটি ধাপ সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67163.45
ETH 2666.94
USDT 1.00
SBD 2.70