SFT school নতুনদের জন্য প্রথম ক্লাস।
SFT school -1st class
স্টিমিট প্ল্যাটফর্মে নতুনদের কিছু বেসিক ধারণা রাখা উচিত। আজকে আমি সেই বেসিক ধারণাগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
teacher: @shihab24
স্টিমিট সম্পর্কে প্রাথমিক ধারণা ও কেন স্টিমিট অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ব্যতিক্রম?
পোস্ট করার নিয়ম
ট্যাগ সম্পর্কে ধারনা
ফলো,আনফলো ও কমেন্ট করার নিয়ম
আপভোট,ডাউনভোট ও রিস্টিম করার নিয়ম
রিওয়ার্ড পুল ও পে-আউট সম্পর্কে ধারণা
- স্প্যামিং, কঁপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ও প্লাগিয়ারিজম
স্টিমিট প্ল্যাটফর্ম হচ্ছে একটি রিওয়ার্ড ভিত্তিক ব্লগিং প্লাটফর্ম। যেখানে আপনি আপনার সময় এবং পরিশ্রম কে মূল্যায়ন করতে পারবেন। এখানে আপনি আপনার সৃজনশীলতাকে বিকাশ করে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। স্টিমিট হলো ব্লকচেইন ভিত্তিক এবং ডিসেন্ত্রালাইজড করা আছে। তাই এটি কারো অধীনে থাকেনা সুতরাং এটি চাইলেও কেউ বন্ধ করতে পারবে না। তবে এটি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো থেকে সম্পূর্ণ আলাদা। তবে এই আলাদা হওয়ার সর্বপ্রথম যেটি বিষয় লক্ষ্য করা যায় সেটি হল রিওয়ার্ড পুল। এখানে আপনি আপনার সৃজনশীলতাকে বিকাশ করে কিছু পোস্টের মাধ্যমে কিছু সামান্য সংখ্যক রিওয়ার্ড পেয়ে থাকেন। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন Facebook, instagram, twitter এগুলোর ক্ষেত্রে আপনি সেখানে সময় ব্যয় করলে সেই প্ল্যাটফর্ম গুলোই ধীরে ধীরে জনপ্রিয় হবে। কিন্তু আপনার সেখান থেকে কোন রিওয়ার্ড পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু স্টিমিট প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার সময় এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে কিছু সামান্য সংখ্যক রিওয়ার্ড পেয়ে থাকেন। যেটি মূলত অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে এই প্লাটফর্মে আলাদা করে রাখে।
যারা এখানে নতুন ব্যবহারকারী তাদের ক্ষেত্রে প্রথমে steemit.com ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে আপনি আপনার প্রোফাইল অপশন গুলো দেখতে পাবেন এবং ডান পাশের কর্নারে আপনি একটি কলমের চিহ্ন দেখতে পাবেন এবং সেখান থেকেই মূলত আপনি আপনার প্রথম পোষ্টের জন্য বা নতুন পোস্ট করার জন্য একটি পেইজ ক্রিয়েট করবেন।যেখানে আপনি পোস্ট লিখবেন।
এরপর আপনি কোন কমিউনিটিতে পোস্ট করবেন সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। কমিউনিটি নির্ধারণ হয়ে গেলে আপনি প্রথমেই টাইটেল দিয়ে দিবেন। আপনি কেমন পোস্ট করবেন এবং কি সম্পর্কিত পোস্ট করবেন সেটি আপনার টাইটেলে উল্লেখ করতে হবে। যদি আপনি রেসিপি সম্পর্কে তো পোস্ট করতে চান সেহেতু আপনাকে রেসিপি সম্পর্কিত টাইটেল ব্যবহার করতে হবে। অন্যথায় আপনি অন্যান্য কোন টাইটেল ব্যবহার করতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন আপনার যে পোস্ট করবেন সেই পোস্টের আঙ্গিকেই আপনার টাইটেলটি হওয়া উচিত।
এরপর বডি। সেখানে আপনি আপনার সম্পূর্ণ পোস্টটি লিখবেন এবং এখানে আপনি ৬৫ কিলোবাইট পর্যন্ত অক্ষর লিখতে পারবেন। বডিতে পোস্ট লেখা হয়ে গেলে আপনি এবার আপনার পোস্টে ছবি এড করার জন্য সিলেক্ট থিম নামের অপশনটিতে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি আপনার ফোনের পছন্দমত ছবিগুলো যোগ করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন ছবি যেন হয় ১০ এমবির নিচে। যদি ১০ এমবির বেশি আপনি ছবি এড করতে চান সে ক্ষেত্রে আপনার ছবিগুলো অ্যাড হবে না। সুতরাং যদি বেশি এমবির ছবি হয় সেক্ষেত্রে সেগুলোকে কিছুটা এডিট করে আপনি কম এমবি করে নিবেন।
এরপর আপনার পোষ্টের বিষয় অনুযায়ী আপনি আপনার ট্যাগ গুলো ব্যবহার করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অথবা টুইটারে আপনি যেসব ট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি # ব্যবহার করে থাকেন কিন্তু এখানে আপনি সেই # ব্যবহার করতে পারবেন না এখানে আপনি একটা স্পেস দিলেই সেই স্পেইসটি # এর মত কাজ করবে সুতরাং ট্যাগ দেওয়ার জন্য আপনাকে একটি স্পেস দিলেই হয়ে যাবে।
এরপর এডভান্স সেটিং নামে অপশনে ক্লিক করে আপনাকে বেনেফিশিয়ারি অ্যাড করতে হবে। কিছু কিছু কমিউনিটিতে পোস্ট করার জন্য সেখানে কিছু সংখ্যক পরিমাণ পার্সেন্টেজ ওই কমিউনিটিকে দিতে হয়। সুতরাং সে ক্ষেত্রে আপনারা এই বেনেফিশিয়ারি অপশনটি অ্যাডভান্স সেটিং থেকে করে নিবেন এবং কোন একাউন্টে আপনি বেনিফিশিয়ারি দিবেন সেই একাউন্টের পার্সেন্টেজ সহ একাউন্টের নামটি লিখে সেভ করতে হবে এবং নিচে পোস্ট লেখা অপশনটিতে ক্লিক করে আপনি আপনার প্রথম পোস্টটি করে দিবেন।
আপনি যে বিষয়ের উপর লেখা লিখবেন সেই বিষয়ে কিছু কিওয়ার্সই হচ্ছে ট্যাগ। সুতরাং আপনি যদি রেসিপি বিষয়ে লিখেন সেক্ষেত্রের রেসিপি সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিলে সেখানে ট্যাগ হয়ে যাবে। যেমনঃ recipe bangladesh blog এছাড়াও কিছু কিছু নির্দিষ্ট ট্যাগ রয়েছে যেগুলো ব্যবহার করতেই হবে এবং সেগুলো তখনই আপনি ব্যবহার করতে পারবেন। যখন সেটি আপনার সম্পূর্ণ নিজের পোস্ট এবং সম্পূর্ণ ইউনিক পোস্ট হয় যেমন steemexclusive এই ট্যাগটি আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি আপনার এই পোস্টটি অন্যান্য কোথাও পাবলিশ না করে শুধু স্টিমিটের জন্য পাবলিস্ট করবেন। আবার কিছু কিছু পোস্ট আছে যেগুলো অন্যান্য মানুষকে বিভ্রান্ত করবে এবং ডিস্টার্বিং করবে সুতরাং সে ক্ষেত্রে আপনি nsfw ব্যবহার করবেন এবং এই ট্যাগ তখনি আপনি ব্যবহার করবেন যখন আপনার কনটেন্টটি সেক্সুয়াল কিংবা নগ্ন কিংবা কোন প্রাণী হত্যা বা দুর্ঘটনায় আক্রান্ত কোনো মানুষের হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি এই একটি ব্যবহার করতে পারবেন।
আপনি যদি কারো পোস্ট পড়ে খুবই খুশি হন কিংবা তার পোস্টটি আপনার খুবই ভালো লাগে এবং সেটি আপনি আপনার প্রোফাইলে রেখে দিতে চান। সেক্ষেত্রে আপনাকে আপভোট কিংবা রিস্টিং করে আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে। আবার যদি আপনার কারো পোস্ট পড়ে খুবই খারাপ লাগে তাহলে আপনি তাকে ডাউনভোট দিয়ে সমর্থন করতে পারবেন। তবে আমার মতে অযথা কাউকে ডাউনলভোট না দেওয়াটাই ভালো। আপনি যেমন ফেসবুক কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রামে কারো পোস্ট ভালো লাগলে শেয়ার বা লাইক দিয়ে থাকেন বা লাভ রিয়েক্ট দিয়ে থাকেন ঠিক সেরকমই এই আপভোট, ডাউনভোট এবং রিস্টিম।
আপনি যদি কারো পোস্টে কমেন্ট কিংবা আপভোট করে থাকেন। সেক্ষেত্রে কিছু রিওয়ার্ড আপনাকে দেওয়া হবে কিন্তু সেই রিওয়ার্ড আপনার সাথে সাথে পাবেন না সে ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ সাত দিন অপেক্ষা করতে হবে। আপনার পোস্টে যদি কোন ধরনের ভোট পড়ে সে ক্ষেত্রে আপনি সেই পোষ্টের আর্নিং সাত দিন পর পেয়ে থাকবেন এবং যতক্ষণ না আপনার সেই রিওয়ার্ডগুলো আপনার ওয়ালেটে আসতেছে ততদিন পর্যন্ত আপনি সেই ওয়ার্ড এর মালিক নন।
স্প্যামিং হলো কোন অপ্রাসঙ্গিক এবং অবাঞ্ছিত বিষয়কে বোঝানো হয়। তবে স্প্যামিং এর সর্বোচ্চ উদাহরণ হল কাউকে অযথা বারবার মেনশন দেওয়া এবং একই কাজ ঘুরিয়ে পেচিয়ে বারবার উপস্থাপন করা। তবে আরো কিছু উদাহরণ রয়েছে যেগুলো হল আপনি যে পোস্ট করবেন সেই পোস্টে প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করতে হবে। যদি আপনি অন্য প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করেন বারবার। সেক্ষেত্রে সেটিও স্প্যামিং এর উদাহরণের সাথে মিলে যায়।
কঁপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানে হলো ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রক্ষা করার জন্য একটি রাইট বা আইন। সারা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করছে। কিন্তু তাদের এই সকল জিনিস দিয়ে যদি অন্য কেউ অর্থ উপার্জন কিংবা ব্যবসা না করতে পারে সেজন্য একটি আইন সকল দেশেই মোটামুটি প্রযোজ্য এবং সেই আইনই হচ্ছে কপিরাইট আইন। যেই আইনটি মূলত সেই মালিককে তার আবিষ্কার কিংবা কন্টেন্টগুলোকে সুরক্ষিত করে রাখে।
স্টিমিট প্ল্যাটফর্মে আপনি আপনার নিজস্ব কনটেন্ট কিংবা ছবি আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি কোথাও থেকে ছবি কিংবা লেখা এখানে নিয়ে এসে পোস্ট করেন সেটা যদি কপিরাইট ফ্রি না হয় সে ক্ষেত্রে আপনার পোস্টটি কপিরাইটের আওতায় চলে যাবে এবং প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য মোটেও ব্যবহারযোগ্য হবে না সুতরাং আপনাকে এখানে সম্পূর্ণ নিজস্ব ছবি কিংবা লেখালেখি ব্যবহার করতে হবে। যদি আপনি কপিরাইট ফ্রি ইমেজ কিংবা লেখালেখি ব্যবহার করতে চান সে ক্ষেত্রে আপনাকে সোর্স উল্লেখ করে ব্যবহার করতে হবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটি যেন অবশ্যই কপিরাইট ফ্রি হয়। তবে কপিরাইট হলেও সোর্স উল্লেখ করে লাভ হবেনা যদি না সেটি কপিরাইট ফ্রি না হয়।
প্লাগিয়ারিজম এবং কপিরাইট সম্পূর্ণ একই নয়। কিছুটা ভিন্নধর্মী রয়েছে শুধু লেখালেখির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আপনি কোথাও থেকে কোন একটি তথ্য এখানে শেয়ার করবেন সেটি আপনাকে অবশ্যই প্লাগিয়ারিজম ফ্রি হতে হবে কিংবা আপনাকে সোর্স উল্লেখ করে সেইটি নির্ধারণ করে দিতে হবে। আপনি আগের লেখালেখি আবার যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্লাগিয়ারিজম আওতায় আনা হবে । তবে আপনি কোথাও থেকে ৭০ শতাংশ নিজের লিখে ৩০ শতাংশ তথ্য আপনি সেখান থেকে নিতে পারবেন সেক্ষেত্রে সেটি প্লাগিয়ারিজম হবে না।
- সকলকে ধন্যবাদ। আশা করছি সবাই এই পোস্ট পড়ে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।
@steemcurator02
@hungry-griffin
@disconnect
You can also vote for @visionaer3003 and @bangla.witness witnesses
Vote for @visionaer3003 witness | Vote for @bangla.witness |
vote for @visionaer3003 and @bangla.witness witnesses on steemit wallet- https://steemitwallet.com/~witnesses
Support us by delegating STEEM POWER.
20 sp | 50 sp | 100 sp | 250 sp | 500 sp |
---|
sft school এর নতুন মেম্বারদের ক্লাসের মাধ্যমে শিক্ষা দেওয়া একটি অন্যতম কাজ।