||অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার কারণে প্রায় মাছ শূন্য|| বড় বিল

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



প্রায় মাছশূন‍্য বড়বিল



Polish_20230727_183133271~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230725_162856_984.jpg

IMG_20230725_182035_581.jpg

আমাদের দেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে অসংখ্য নদী নালা,খাল বিল রয়েছে। এসব জায়গায় এক সময় মাছে পরিপূর্ণ ছিল। একটা প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি। বর্তমানে বাঙ্গালীদের সাথে এই প্রবাদটা আর তেমন একটা যায় না। সারা বছরই মাছের দাম অনেক বেশি। তাছাড়া নদী-নালায় আগের মতো মাছ পাওয়া যায় না। ২০০০ সালের পর থেকে আমাদের দেশে মাছের পরিমাণ কমতে থাকে।


IMG_20230725_181519_753.jpg

IMG_20230725_181726_148.jpg

IMG_20230725_181713_903.jpg

ছোট বেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন বিলে অনেক পরিমাণে মাছ দেখতে পেতাম। এখানে যে বিলটি দেখতে পাচ্ছেন এই বিলের নাম বড় বিল। এই বিলের অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।এ বিলে একসময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। বর্তমানে এই বিল প্রায় মাছ শূন্য। এই মাছ শূন্য হওয়ার পেছনে দিয়ী হচ্ছে আমাদের কিছু বুদ্ধিজীবী অসাধু বাঙালি । আগে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার কারণে মাছের পরিমাণ অনেক কমে গিয়েছে বর্তমানে কারেন্ট জলের সাথে যুক্ত হয়েছে অবৈধ চায়না জাল।


IMG_20230725_162910_793.jpg

কারেন্ট জাল দিয়ে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ে কিন্তু অবৈধ চায়না জাল দিয়ে ছোট বড় সব ধরনের মাছ ধরা পড়ে। বর্ষার শুরুতে যখন নতুন পানি আসে, তখন এই জালগুলো বসানো হয় এবং প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে এসব জালে। সবগুলো মাছের পেটে তখন ডিম থাকে। দেশের প্রতিটা বিলের মাছ শূন্য হওয়ার পিছনে প্রধান দুটি কারণ হলো অবৈধ চায়নাজাল দিয়ে মাছ শিকার এবং কারেন্ট জাল দিয়ে মাছ শিকার। কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার পরও বিলে কিছু পরিমাণ মাছ আগে পাওয়া যেত কিন্তু এই চায়না জাল আসার পর থেকে সেগুলোও আর পাওয়া যায় না।


IMG_20230725_181719_398.jpg

ছোট ছোট মাছের পোনা সহ এই জালে ধরা পড়ে। এক সময় হয়তো পুরোপুরি মাছ শূন্য হয়ে পড়বে এসব বিল। আমি এই বিলে অনেক বছর পরে শখের বসে ছোট একটি জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু দুই ঘন্টা জাল টানার পরও ১০০ গ্রাম মাছও পাইনি।যেখানে জাল টানতে যাই সেখানেই দেখি চায়না জাল বসানো। কষ্ট লাগে ছোটবেলায় এই বিলে অনেক মাছ দেখেছি।বর্তমানে আর সে রকম দেখা যায় না। এসব অবৈধ জাল যদি নিয়ন্ত্রণ করা না যায় ভবিষ্যতে আরো খারাপ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তখন হয়তো হারিকেন দিয়েও মাছ খুঁজে পাওয়া যাবে না।


IMG_20230725_174324_295.jpg

এই বিলের সৌন্দর্য যে কোন মানুষকে মুগ্ধ করবে। আমি মাঝে মাঝে এসে বিকালবেলা এই বিলের পাড়ে বসে থাকি। বিলের পাড়ে যেসব বাড়িঘর রয়েছে সব বাড়িতেই প্রায় অবৈধ চায়না জাল রয়েছে।প্রশাসন যদি নিয়মিত অভিযান চালায় তাহলে হয়তো এই বিল অবৈধ জাল হতে মুক্ত করা যাবে।



লোকেশন: টাঙ্গাইল
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে ছোট বড় সব মাছ ধরা পড়ে। কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে আইন অনুযায়ী জেল জরিমানা থাকলেও রাঘব বোয়ালরা মাছ ধরে থাকে। প্রায় সব এলাকায় এমন মাছের সংখ্যা কমে গেছে ভাই। আমরা আগে জমি বাড়িতে ছ্যাকে মাছ ধরতাম এখন সেখানেও আর মাছ পাওয়া যায় না। মৎস্য আইন আরো শক্তিশালী করে আমাদের মাছকে রক্ষা করতে হবে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এখন আমাদের দেশে মাসে চাইলে একটু বেশি বেড়ে গেছে কারণ মাছ-মাংসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই এসব খাল বিল পুকুর নদী নালাতে লোকজনেরা প্রতিদিন বিভিন্ন রকমের জাল দিয়ে মাছ উত্তোলন করে। আমাদের এলাকায় একটি সরকারি বিল রয়েছে যেখানে মানুষ দিনের পর দিন অবৈধভাবে মাছ মেরে যাচ্ছে। প্রশাসন এরকম ছোট খাটো জিনিসের নজরদারি কখনোই করবে না এগুলো নিজেদের উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই

 last year 

আপনি ঠিক বলছেন ভাই। কারেন্ট জাল এবং চায়না জাল এসে বর্তমান মাছের হাড় কমে গিয়েছে।একটু বৃষ্টি হলেই মাছ ধরার জন্য কারেন্ট জাল বের করে।আপনি সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন।ফটোগ্রাফিও অনেক সুন্দর করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনি অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আপনি ঠিকই বলেছেন ভাইয়া কিছু অসাধু ব্যবসায়ী কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে একটু বৃষ্টি হলেই তারা মাছ শিকার করছে।আর এসব কারনে চাহিদার থেকে মাছের যোগান কম হওয়ায় বাজারে মাছের দাম ব্যাপক হারে বেড়ে যাচ্ছে।আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। লিখেছেন ও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া এতো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 last year 

মৎস্য কর্মকর্তাদের আদেশ অনুযায়ী মাছের পোনা সংরক্ষণে সোয়া চার ইঞ্চির কম ফাঁসের জাল ব্যবহার করা দণ্ডনীয়।কিন্তু আমাদের দেশের কোন জেলেই এই আইন মানেন না। তারা অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরতে থাকে।এছাড়াও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। এটি ব্যবহার করে ধরা পড়লে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়ে পোষ্ট লেখার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

সত্যি আমরা মাছ ভাতে বাঙালী, এটাও সত্যি যে এখন বড় বড় বিল গুলোও মাছ বিহীন, আপনি যেটা বললেন সেটাই ভাইয়া, এই চায়না জাল গুলোর কারণে আজ এই অবস্থা, আপনার পোস্টি পরে খুবই ভালো লাগলো, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। এক সময় খাল বিন নদী নালাতে মাছে ভরপুর ছিল, সেজন্যই আমরা মাছে ভাতে বাঙালি ছিলাম। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার কারণে, মা মাছ গুলা কারেন্ট জালে ধরা পড়ছে। যার কারনে মাছ বংশবৃদ্ধি করতে পারছে না। সাম্প্রতিক সময়ে আরেকটি জাল বের হয়েছে চায়না জাল। এ জাল আরো ফাঁদ যুক্ত। যার জন্য মাছ শূন্য হতে চলেছে খাল বিল নদ-নদী। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ ভাই

 last year 

আপনি একদম ঠিক কথা বলেছেন, বর্তমানে নদী, বিল ও বড় হাওড় গুলো থেকেও হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। যার একমাত্র প্রধান কারণ হলো বিভিন্ন ধরনের অবৈধ ও ক্ষতিকর এই জালগুলোর ব্যবহার। আমাদের দেশের মৎস্য সম্পদকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে আমাদের সাবধান হওয়া দরকার।আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ।ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট গুছিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

আমাদের দেশের প্রায় প্রতিটি এলাকাতেই এমন অবস্থা। খাল বিল গুলোতে অবৈধভাবে মাছ ধরার কারণে সেগুলো তে এখন আর তেমন মাছ পাওয়া যায় না। আমি অবশ্য জানি না বিল কি সরকারি আওতাভুক্ত থাকে? ভাই দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58603.60
ETH 2628.30
USDT 1.00
SBD 2.45