||ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন|| পশ্চিমাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন

in Steem For Traditionlast year (edited)

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন

Polish_20230508_164138450~2.jpg





🚄🚅🚝🚞🚊🚆🚈🚉🚄🚅🚉🚈🚝🚞



1683520096463.jpg

ট্রেন ভ্রমণ আমাদের সকলের অনেক প্রিয়। বাংলাদেশ রেলওয়েতে দুটি অঞ্চল ভাগ করা রয়েছে। একটি হচ্ছে পূর্বাঞ্চল আর একটি হচ্ছে পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের আবার দুটি বিভাগ রয়েছে লালমনিরহাট এবং পাকশী। পাকশী বিভাগের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন স্টেশন হচ্ছে ঈশ্বরদী। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অনেক পুরাতন। এই স্টেশন দিয়ে আমি অনেক বছর আগে থেকে যাতায়াত করি।আগে এত ট্রেন চলাচল করত না।গত 10 থেকে 15 বছর ধরে অনেক ট্রেন চলাচল করে।


IMG_20230310_111210_406-01.jpeg

IMG_20230310_111216_936-01.jpeg

IMG_20230310_135405_644-01.jpeg

IMG_20230310_111150_827-01.jpeg

ঈশ্বরদী স্টেশন এর খুব কাছেই রয়েছে একশো বছরের পুরনো পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ। এই সেতুর নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। স্টেশনের খুব কাছেই একটি লোকসেড রয়েছে। বর্তমানে এই স্টেশনের পরিবেশ অনেক চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন। যে কাউকে মুগ্ধ করবে। ঈশ্বরদী স্টেশনের পূর্ব দিকের হোটেল গুলোতে খুব ভালো মুড়িঘন্ট পাওয়া যায়। আমি বেশ কয়েকবার খেয়েছি।


IMG_20230310_135411_978-01.jpeg

IMG_20230310_111115_097-01.jpeg

IMG_20230310_111106_316-01.jpeg

IMG_20230310_111957_302-01.jpeg

ঈশ্বরদী স্টেশনের খুব কাছেই একটি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে। উত্তর অঞ্চল এবং রাজশাহীর ঢাকা গামী ট্রেনগুলো বাইপাস স্টেশন দিয়ে চলাচল করে। যদি বাইপাস স্টেশনে কোন সমস্যা হয় লাইনে তখন বিকল্প হিসেবে ঈশ্বরদী স্টেশন দিয়ে চলাচল করে। সমস্যা সাধারণ তো হয় না, তবে একবার হয়েছিল । ঈশ্বরদী থেকে খুলনা, যশোর,রাজবাড়ী তে কোন মিটারগেজ ট্রেন চলাচল করে না। মিটারগেজ ট্রেনগুলো ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন হয়ে ঢাকায় চলাচল করে।


IMG_20230310_110715_937-01.jpeg

IMG_20230310_105858_239-01.jpeg

IMG_20230310_110704_063-01.jpeg

বর্তমানে ঈশ্বরদী রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে অনেক পরিচিত হয়ে উঠেছে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর এবং লোকাল ট্রেন চলাচল করে। খুলনা এবং বেনাপোল থেকে ঢাকা গামী সকল ট্রেন এই স্টেশনের উপর দিয়ে চলাচল করে থাকে। সুন্দরবন, চিত্রা, বেনাপোল, এছাড়া মৈত্রী এক্সপ্রেস এই স্টেশন দিয়ে চলাচল করে থাকে। এগুলো ছাড়াও আরো বেশ কিছু ট্রেন চলাচল করে।


IMG_20230310_135245_405-01.jpeg

এখানে ছবিতে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি খুলনা থেকে চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেস,অল্প কিছুক্ষনের মধ্যে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। রুপসা এক্সপ্রেস ট্রেনটি রাতে আবার সীমান্ত এক্সপ্রেস হয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আমি অল্প কিছুদিন আগেও এই স্টেশন ঘুরে গিয়েছিলাম। ইতিহাসের অনেক সাক্ষী হয়ে আছে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনটি।



🚄🚅🚝🚞🚊🚆🚈🚉🚄🚅🚉🚈🚝🚞

লোকেশন: ঈশ্বরদী
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year (edited)

ঈশ্বরদী স্টেশনে আমি কখনও যাই নি। আমি ট্রেনে ভ্রমন করতে ভালোবাসি। ঈশ্বরদী স্টেশন ও জংশন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনার ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে ভাই। ঈশ্বরদী স্টেশনের কথা অনেক শুনেছি। বাট কখনো যাওয়া হয় নাই। তবে আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এবং অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলাম। ঈশ্বরদী স্টেশন নিয়ে অসাধারণ লিখেছেন ভাই। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অনেক গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে জংশন। কেননা এই স্টেশন অনেক ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে পড়ে। এই রেলওয়ে স্টেশনে এমন কোনও ট্রেন নাই যে থামে না। এবং পশ্চিম অঞ্চলের সব গুলো ট্রেন এই স্টেশনে যাত্রা বিরতি রয়েছে। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ও জংশন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। এই ঈশ্বরদী জংশন ও রেলওয়ে স্টেশন আমি নিজ চোখে দেখিনি। তবে এই স্টেশনটি পাবনায় অবস্থিত। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। অনেক জানা অজানা তথ্য তুলে ধরেছেন। বাংলাদেশের রেলওয়েতে দুইটি অঞ্চল রয়েছে, পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল। আপনি সমস্ত তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অনেক পুরাতন। এই স্টেশনে আমি একবার গেছিলাম। ইশ্বরদী রেলওয়ে স্টেশনে ফটোগুলো বেশ সুন্দর হয়েছে। ইশ্বরদী রেলওয়ে স্টেশন নিয়ে অনেক সেই একটি উপস্থাপন করেছেন ভাই।আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

ধন্যবাদ বড় ভাই

 last year 

ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য আলোচনা করেছেন। আপনার তোলা প্রত্যেকটি পিকচার অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে এই রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু ধারণা পেলাম।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 last year 

পাবনা জেলায় অবস্থিত ঈশ্বরদীর এই স্টেশনটি আসলেই অনেক সনামধন্য একটি স্টেশন।ঈশ্বরদী স্টেশন সম্পর্কে খুব সুন্দর লিখেছেন ভাই।আমি জানতাম না যে মৈত্রী এক্সপ্রেস ও এই স্টেশন দিয়ে যাওয়া আসা করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 64112.50
ETH 3174.45
USDT 1.00
SBD 2.54