||ঐতিহ্যবাহী লোকেরপাড়া হাট||

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



ঐতিহ্যবাহী লোকেরপাড়া হাট



Polish_20230709_161919363~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~2.jpg



IMG_20230705_140542_382-01.jpeg

IMG_20230705_140816_064-01.jpeg

বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ঐতিহ্যবাহী বেশ কিছু হাট রয়েছে। বর্তমানে গ্রামাঞ্চলের প্রায় সব জায়গায় কম বেশি সারাদিন বাজার হয়। সে কারণে হাট এখন আগের মতন তেমন জমজমাট হয় না। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন হাটে যেতাম। বর্তমানে সেগুলোর প্রায় বেশিরভাগ হাট এখন আর বসে না। বর্তমানে মানুষজন হাট থেকে কেনাকাটা করতে তেমন একটা আগ্রহী নয়। আগে দেখতাম বেশ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে তারা হাটে যেতেন।


IMG_20230705_140702_416-01.jpeg

বিকেলবেলা বেশ কিছু মানুষ একসাথে হেঁটে গল্প করতে করতে হাটে যেতেন। তখন হাটে যেতে মানুষের মধ্যে অন্যরকম আনন্দ বিরাজ করতো। বর্তমানে মানুষজন হাফ কিলো জায়গায়ও হাঁটতে চায় না, অটোর জন্য দাঁড়িয়ে থাকে। তারপরও বেশ কিছু হাট এখনো টিকে রয়েছে। এখানে যে হাটটি দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া হাট। মজার ব্যাপার হচ্ছে এই হাট থেকে ভুয়াপুর উপজেলার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।


IMG_20230705_140536_317-01.jpeg

IMG_20230705_140547_799-01.jpeg

ঘাটাইল উপজেলার শেষ সীমানায় লোকের পাড়া ইউনিয়ন। আমি এর আগেও এই হাটে বেশ কয়েকবার এসেছিলাম।লোকেরপাড়া হাট অন্যান্য হাটের থেকে কিছুটা আলাদা। এই হাটে পুরো জায়গা জুড়ে গাছ রয়েছে এবং বেশ কিছু বটগাছ। মোটামুটি বড় পরিসরে এই হাট হয়ে থাকে। আমি যখন হাটে গিয়েছিলাম তখন আড়াইটা বাজে। বিভিন্ন দোকানদাররা তাদের দোকান নিয়ে বসতেছে।


IMG_20230705_140505_564-01.jpeg

IMG_20230705_140510_376-01.jpeg

ক্রেতার আগমন তখনো খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। পুরো হাট আমি খুব ভালোভাবে ঘুরে দেখলাম। এখন যেহেতু ফলের মৌসুম তাই আম,কাঁঠাল,আনারস বাজারে পাওয়া যায়। এই হাট অনেক সাজানো গোছানো।দোকান গুলোর পাশে পর্যাপ্ত ফাকা জায়গা রাখা হয়েছে।মানুষজন খুব স্বাচ্ছন্দেই এই হাটে এসে কেনাকাটা করতে পারে।


IMG_20230705_140544_314-01.jpeg

সপ্তাহে দুই দিন এই হাট বসে। হাটেল একপাশে দেখলাম গরম গরম জিলাপি ভাজতেছে।আমি গরম গরম গুড়ের জিলাপি খেলাম এবং বাসার জন্য নিয়ে গেলাম। গ্রামের এই হাট গুলোতে যখন আসি তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। ছোটবেলার অনেক স্মৃতি মনে হয়। নানার সাথে অনেক দূরের হাটেও হেঁটে গিয়েছি।বর্তমানে সেগুলো শুধুই স্মৃতি। ঐতিহ্যবাহী এই হাট গুলো টিকে থাকুক যুগের পর যুগ।



লোকেশন: টাঙ্গাইল
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

বড় বড় গাছের ছায়ায় হাট বসেছে।আমাদের গ্রামীন সৌন্দর্য যে অপরুপ তা এই ছবিগুলোর মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। এভাবে গাছের ছায়ায় শীতল পরিবেশে হাট বসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই অনেক শান্তির।আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য

 last year 

আমাদের দেশে প্রায় প্রতিটি উপজেলায় ঐতিহ্যবাহী হাট রয়েছে। হাটটি দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটি হাট। এই হাটের দৃশ্য দেখে ভাল লাগল কারন গ্রাম্য হাটগুলো এই রকমই হয়ে থাকে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

লোকেরপাড়া হাট নিয়ে সুন্দর আলোচনা করছেন ভাই।আমি অনেক হাট বাজার দেখছি তবে এইরকম হাট বাজার দেখি নাই।কারন এরা বট গাছের নিচে দোকান পাট লাগায়।আমাদের এইদিকে ফাঁকা স্থানে হাট বসে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনি ঠিকই বলেছেন যে প্রত্যেক উপজেলায় একটি করে ঐতিহ্যবাহী হাট রয়েছে। এই হাট গুলোতে প্রায় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। মন্মথপুর এলাকায় আগে হাট ছিল। এখন সেটি ভবের বাজারে পরিণত হয়েছে। আমার আম্মু বলতো এটি নাকি অনেক বড় হাট ছিল। আপনি হাটের বিষয়গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু

 last year 

ঐতিহ্যবাহী লোকেরপাড়া হাট নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে ভাই।সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

লোকের পাড়া হাটে অসংখ্যবার গিয়েছি ভাই। ঘাটাল উপজেলার শেষ প্রান্তে এই হাট। এবং ভুয়াপুর উপজেলার একদম নিকটতম হাট। তারপরও লোকের পাড়া হাট ঘাটাইল উপজেলার মধ্যে অবস্থিত। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লোকের পাড়া হাট নিয়ে এত সুন্দর লেখার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে হাটটি অনেক জমজমকপূর্ণ। অনেক সুন্দর লাগলো আমার কাছে এই বাজার টি।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

লোকেরপাড়ার হাটের ফটোগ্রাফি দেখে আসলেই মনে হচ্ছে এটি অনেকদিনের ঐতিহ্য বহন করছে। হাটের সবগুলো দোকান উন্মুক্ত। খোলা জায়গায় বসে দোকানেরা বিভিন্ন ধরনের পন্য-দ্রব্য বিক্রি করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ বড় ভাই

 last year 

এখন যেখানে সেখানে ভ্রাম্যমান হাট-বাজার বসে থাকে। যার কারণে অনেক প্রাচীনতম হাট-বাজারগুলো আর তেমন জমজমাট হয়ে ওঠে না। আমাদের এলাকায় এমন দেখতে পাওয়া যায় ভাই যা ১৫০ বছরের পুরনো হাটগুলো এখন মরা হয়ে গেছে।মাঝে মাঝে আমিও সবার সাথে গল্প করতে করতে হেঁটে হেঁটে যেতাম কিন্তু এখন আর সেই সুযোগ হয় না।

 last year 

অনেক ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44