||ঐতিহ্যবাহী বগুড়ার মাছের মেলা||

in Steem For Tradition2 years ago

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন

ঐতিহ্যবাহী বগুড়ার মাছের মেলা

Polish_20230218_104227508~2.jpg

🐟🐠🐟🐠🐟🐠🐟🐠🐟🐠🐟🐠🐟🐠




1676692450928.jpg

মেলায় যেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। কারণ মেলার মধ্যে অনেক ধরনের ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায়। বগুড়া জেলায় বিখ্যাত পোড়াদহ জামাই মেলা হয় প্রতিবছর। মাঘ মাসের শেষ বুধবার এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এ বছর এর ব্যতিক্রম হয়েছে। এক সপ্তাহ পিছিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এই পোড়াদহ মেলাকে ঘিরে আশেপাশে আরও কিছু ছোট ছোট মেলার আয়োজন করা হয়ে থাকে। এই মেলাটি মূলত মাছের মেলা, সবাই এটিকে জামাই মেলা হিসেবে জানে।

1676692584307.jpg

এই মেলা উপলক্ষে এখান কার আশেপাশের গ্রামের জামাইরা মেলার আগে শশুর বাড়িতে আসে। মেলার দিন তারা বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে আসে। মূলত এটাই হচ্ছে এই মেলার মূল আকর্ষণ। এই মেলায় যাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে কিন্তু যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না থাকায় অনেক মানুষ যেতে পারে না। এই মেলার আদলে একটি মাছের মেলা হয়ে থাকে বগুড়ার চাষী বাজারে।

1676692561882.jpg

এবার পোড়াদহ মেলায় আমি যেতে পারিনি কিন্তু বগুড়ার এই চাষী বাজার মাছের মেলায় এসেছি। অনেক বড় বড় মাছ দেখে অনেক ভালো লাগলো। এক একটি মাছের ওজন ১০ থেকে ১৫ কেজি। ওজন ভেদে বিভিন্ন মাছের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। আট থেকে দশ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছের দাম ৩০০ টাকা কেজি। রুই এবং কাতলা মাছের দাম আরো অনেক বেশি।

1676692506173.jpg

গত কয়েক বছর যাবত বাঘাইর মাছ মেলায় বিক্রি নিষিদ্ধ। এর আগের মেলাগুলোতে অনেক বড় বড় বাঘাইর মাছ পাওয়া যেত। এই মেলা উপলক্ষে এখানকার বাসিন্দাদের মধ্যে একটি উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। এই মেলা ছাড়া এত বড় বড় মাছ দেশের আরো কোথাও একসাথে দেখা যায় না। বড় বড় মৎস্য ব্যবসায়ীরা সারা দেশ থেকে বড় সাইজের মাছ গুলো সংগ্রহ করে রাখে এই মেলা উপলক্ষে।

1676692626536.jpg

1676692415852.jpg

এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম। জীবিত মাছ বিক্রি করতেছে। অস্থায়ী পলিথিন এর একটি ছোট পুকুর তৈরি করে সেখানে মাছ গুলো রেখে দেয়। ক্রেতারা সেই মাছ স্বাচ্ছন্দে ক্রয় করতে পারে। এইমেলা উপলক্ষে এখানকার বাসিন্দাদের সবাই একটা করে হলেও মাছ কিনবে। এটা তাদের একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।

1676692679693.jpg

আমরা যেমন আমাদের বছরের দুইটা ঈদ নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা সাজিয়ে থাকি। এখানকার বাসিন্দারা এই মেলা ঘিরে অনেক রকম পরিকল্পনা করে থাকে। এভাবে টিকে থাকুক আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলাগুলো।

🐠🐟🐠🐟🐠🐟🐠🐟🐠🐟🐠🐟🐠🐠




লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8



You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 2 years ago 

মাছের বাজার আমি অনেক দেখছি কিন্তু আপনার এই পোস্টের মাছের মেলা দেখি নাই,মেলাটা খুব জমজমাট মনে হচ্ছে, মাছের ছবি গুলো অসাধারণ ভাবে তুলছেন ভাই,আপনার পোস্ট পরে আমি অনেক কিছু জানতে পারলাম,আমাদের বাজারে যখন হাট লাগে তখন একটু মানুষের ভির হয়।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য

 2 years ago (edited)

ধন্যবাদ ভাই

 2 years ago 

বগুড়ার ঐতিহ্যবাহী জামাই মেলা কখনো দেখা হয় নাই। তবে লোকমুখে অনেক শুনেছি, এখন আপনার দ্বারা দেখলাম। তবে শুশুর বাড়ীতে জামাই মাছ কিনে নিয়ে যায়। বিষয় টা অনেক আকর্ষণ লাগছে। এ মেলায় অনেক আনন্দ হয় এলাকাসীর। বিয়টা অনেক আগ্রহ নিয়ে পড়লাম। ভালো লাগলো অনেক, ধন্যবাদ ভাই এতো সুন্দর ঐতিহ্যবাহী মেলাটা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। সামনের বছর যদি বগুড়ায় থাকি তাহলে আইসেন একসাথে মেলায় যাব নি।

 2 years ago 

মাছগুলো অনেক বড় বড় দেখতে দারুণ লাগছে। এই মেলার মূল উদ্দেশ্য আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। মজাই লাগলো এই মেলা সম্পর্কে জেনে 🫣🫣তবে আপনি কতগুলো মাছ কিনে নিয়ে গিয়েছিলেন শশুর বাড়িতে🫡🫡🫡

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago (edited)

বগুড়ার এই ঐতিহ্যবাহী জামাই মেলা যা মূলত মাছ মেলা হিসেবে বসে।যদিও কখনো যাওয়া হয় নি তবে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন মাছ এবং মাছের দাম সহ উল্লেখ করেছেন। আপনার পোস্টটি পড়ে এই মেলাটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম । আর বড় বড় মাছগুলো দেখে অনেক ভাল লাগলো । এত সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago (edited)

ধন্যবাদ আপু

 2 years ago 

কালকেই ইউটিউবে এই মেলা সম্বন্ধে দেখলাম৷ এটি অনেক পুরাতনটি মেলা। একে পোরাদহ জামাই বা বউ মেলা বলে৷ এখানে জামাইরা বড় বড় মাছ কিনতে যান৷ করোনার জন্য ২-৩ পর বন্ধ ছিলো৷ আবার পুনরায় চালু হয়েছে। এটা একটা ঐতিহ্য। এরকম অনেক ঐতিহ্য আছে বাংলাদেশের আনাচে কানাচে।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

মাছের মেলা নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্টি।তবে আমাদের এইদিকে মাছের মেলা লাগে না। মাছের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। সুন্দর সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

মাছের ও যে মেলা হয় আপনার পোস্টের মাধ্যমে তা জানতে পারলাম। এটা অনেক মজার ব্যাপার যদি এক জায়গায় হাজারো রকম মাছ পাওয়া যায়। এটা থেকে অনেক ধরনের মাছ সম্পর্কে ধারনা পাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু

 2 years ago 

টিভিতে দেখেছিলাম এই মেলার নাম হল জামাই মেলা।অনেক জমজমাট একটি মাছের মেলা এখানে বসে।আপনার পোস্টে দেখলাম বাঘাইর মাছ নামে একটি মাছ রয়েছে।এই মাছ সম্পর্কে আমার কোন ধারনা নেই।এই মাছটা কি পাঙ্গার মাছের মত নাকি একটু বললে ভাল হয় ভাই?ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই। বাঘাইর মাছ আইড় মাছের মতো

 2 years ago 

মাছের মেলা হয় আগে জানতাম না আগে এ মেলা দেখি নি কোন দিন।আপনার এই পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম মাছের মেলা সম্পর্কে। মাছের মেলায় অনেক মাছের দোকান দেখা যাচ্ছে। মাছের মেলাটি অনেক বড় মনে হচ্ছে। অনেক ধরনের মাছ পাওয়া যায় এই মেলায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62639.70
ETH 2439.41
USDT 1.00
SBD 2.64