||বগুড়ার চেলোপাড়া শিশু পার্ক||

in Steem For Tradition2 years ago

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



চেলোপাড়া শিশু পার্ক



Polish_20230305_103118368~2.jpg

🎢🎡🎠🌹🌺🌹🎠🎡🎢🌹🌺🌹🎠🎡




IMG_20230215_173453_117-01.jpeg

আমাদের সকলেরই সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার। আমরা বেশিরভাগ মানুষই সব সময় কর্মব্যস্ত থাকি। এত বেশি কাজে ডুবে থাকি যে শরীর চর্চা বা ব্যায়াম করার কোন সময় আমরা রাখি না। অনেকের সময় থাকার পরও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কারণে সে সুযোগটা থেকে বঞ্চিত হতে হয়। বর্তমানে ডিজিটাল যুগ আসার পরে বিনোদনের মাধ্যম হিসেবে সকলেই স্মার্টফোন বেছে নিয়েছে।

IMG_20230215_173500_446-01.jpeg

IMG_20230215_173503_719-01.jpeg

আমরা যখন ছোট ছিলাম তখন বিনোদনের মাধ্যম হিসেবে আমরা অবসর সময়টা খেলাধুলাকে বেছে নিতাম। সে সময় দেখতাম কোন মাঠ ফাঁকা থাকত না এমনকি এক মাঠে অনেকগুলো দল খেলতো। বর্তমানে বেশিরভাগ জায়গায় মাঠগুলো ফাঁকা পড়ে থাকে। শহরাঞ্চল এত ঘনবসতি হওয়ার কারণে পর্যাপ্ত মাঠ নেই সেখানে। বিকালে একটু হাঁটাহাঁটি বা সকালে একটু হাঁটাহাঁটি করার সুযোগ তারা পায় না।

IMG_20230215_171038_951-01.jpeg

বাধ্য হয়ে অভিভাবকরা ঘরে বসে থাকে এবং তাদের সন্তানদেরও ঘরের মধ্যেই রাখতে বাধ্য হয়। তখন অবসর সময় কাটানোর জন্য কম্পিউটার বা মোবাইলে গেম খেলার মধ্যে ডুবে থাকে। এতে শিশুদের স্বাভাবিক বিকাশ অনেক ব্যাহত হয়। বগুড়া জেলা শহর অনেক ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ একটি শহর। এই শহরের ভিতরে পর্যাপ্ত মাঠ নেই বললেই চলে। বগুড়া শহরের চেলোপাড়ায় একটি শিশু পার্ক গড়ে তোলা হয়েছে। এই শিশু পার্কের জন‍্য আশেপাশের সকলের অনেক সুবিধা হয়েছে।

IMG_20230215_170929_963-01.jpeg

এখানে বিভিন্ন রকম রাইডস আছে। একসাথে অনেক ছেলে মেয়ে এখানে খেলতে পারে। আমি কিছুদিন আগে এই শিশু পার্কের ভেতরে গিয়েছিলাম অনেক সুন্দর পরিবেশ এখানে। অনেক সাজানো গোছানো।ফুল গাছগুলো দেখে অনেক ভালো লাগলো। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এই শিশু পার্ক। এই শিশু পার্কের আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ভিতরে একটি রাস্তা করে দিয়েছে হাঁটাহাঁটি করার জন্য।

IMG_20230215_171000_548-01.jpeg

বিকেল হলেই অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে এখানে আসে।বাচ্চারা খেলাধুলা করে আর অভিভাবকরা সেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। এক্ষেত্রে শিশুদেরও উপকার হচ্ছে এবং অভিভাবকরাও ব্যায়াম করার সুযোগ পাচ্ছে। এই পার্কের পরিবেশটা যে কোন মানুষকে মুগ্ধ করবে। আমিও সুযোগ পেলে মাঝে মাঝে এখানে আসি। এখানে বসে সময় কাটাতে অনেক ভালো লাগে।

IMG_20230215_171105_261-01.jpeg

আমাদের সকলেরই উচিত সন্তানদের খেলাধুলায় এবং শরীর চর্চায় উৎসাহিত করা। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো থাকায় এলাকার মহিলারা বিকেলে সেখানে হাটাহাটি করার সুযোগ পায়। প্রত্যেক শহরে যদি এরকম পার্ক তিন থেকে চারটা থাকে তাহলে অনেক ভালো হতো। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভালো হবে।

IMG_20230215_171040_400-01.jpeg

আমরা সকলেই মোবাইলে এতটা ডুবে থাকি যে নিজেদের সুস্থ রাখার জন্য একটু শরীরচর্চা বা ব্যায়াম করিনা। বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। শিশু পার্কে যখন অনেকগুলা ছোট ছোট ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করে তখন তাদের মানসিক অবস্থা অনেক ভালো থাকে। তার ফলে মেধা বিকাশে অনেক সহায়তা করে। তাই প্রশাসনের উচিত এদিকে নজর দেওয়া,পর্যাপ্ত পরিমাণ শিশু পার্ক বা পার্ক তৈরি করা।



ধন‍্যবাদ সবাইকে




লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 2 years ago 

বগুড়ার চেলোপাড়া পার্ক সম্পর্কে আজকে আমি প্রথম জানলাম,কখনো এগুলো জাগায় যাওয়া হয় নাই,তবে আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই, আপনার প্রতিটি ছবি আমাকে খুব ভালো লাগছে।এবং অনেক কিছু জানতে পারলাম বগুড়ার চেলোপাড়া পার্ক সম্পর্কে,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পার্কটি বেশ সুন্দর দেখতে। পার্ক আমাদের সবার জন্য একটি বিনোদনের স্থান। আপনি বেশ চমৎকার কিছু ছবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বগুড়ার চেলেপাড়া শিশুপার্ক অনেক সুন্দর দেখতে। শিশুদের বিনোদন এর জন্য উপযুক্ত জায়গা। অনেকে ক সুন্দর করে সাজানো হয়েছে। দেখে অনেক ভালো লাগলো ভাই অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

বাহ ভালোই লাগল আপনার পোস্ট দেখে। তবে পার্কটি বেশ সুন্দর লাগল। ভালোই ঘুরাঘুরি করেছেন ভাই। ধন্যবাদ ভাই চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য। 💝

 2 years ago 

ধন্যবাদ ভাই মাঝে মাঝে ঘুরাঘুরি করি

 2 years ago 

আধুনিক প্রযুক্তির থেকে দূরে রাখার জন্য পার্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে শিশুরা খেলাধুলার মাধ্যমে সৃজনশীল মনোভাব গড়ে তুলতে পারে। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

বগুড়ার এই পার্ক সম্পর্কে আজকে প্রথম জানতে পারলাম।ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে তুলেছেন ভাই।আসলেই প্রশংসার দাবিদার। পার্কটির বেনিফিট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্টটি পড়ার পর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

ভাই আপনি কবে শিশু হইলেন যে পার্কে যাচ্ছেন। না কি শিশুর সাথে 😁😁😁 তবে ছবিগুলো দারুণ তুলেছেন। ভালোই লাগলো আপনার লেখা গুলো পড়ে। ধন্যবাদ

 2 years ago 

ভাই আর কয়দিন পরে এসএসসি পরীক্ষা দিব। তাই এখনও শিশু ভাবটা যায়নি। ধন্যবাদ ভাই

 2 years ago 

চেলোপাড়া শিশু পার্ক সম্পর্কে আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাইয়া। এই পার্কটি সম্পকে আগে কখন শুনিনি আজকেই প্রথম এটি সম্পর্কে জানলাম। আপনার তোলা ছবি গুলোও খুব সুন্দর হয়েছে ভাইয়া।চেলোপাড়া পার্ক সম্পর্কে অসাধারণ একটি পোস্ট লেখার সম্পর্কে অসংখ্য ধন্যবাদভাইয়া।

 2 years ago 

আগে শিশুপার্ক তৈরির উদ্দেশ্য বাচ্চাদের জন্য ছিলো৷ বর্তমানে শিশুপার্ক গুলোর অবস্থা খুবই বাজে৷ বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পরিবেশ নেই এখন শিশুপার্ক গুলোতে৷

 2 years ago 

এই শিশু পার্কটিতে গিয়ে বাচ্চারা নিশ্চয়ই অনেক আনন্দ করে। এরকম রঙিন স্লিপার দেখলে বাচ্চাদের মন এমনিতেই ভালো হয়ে যাওয়ার কথা। এই শিশু পার্কের মেইন গেটটিও দেখতে বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে বগুড়া শহরের চেলোপাড়া শিশু পার্কটির তথ্য এবং ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57527.13
ETH 2375.07
USDT 1.00
SBD 2.42