||ঐতিহ্যবাহী বেতের তৈরি দোলনা ||

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



ঐতিহ্যবাহী বেতের তৈরি দোলনা



Polish_20230717_091242053~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230713_170504_706-01.jpeg

IMG_20230713_170511_021-01.jpeg

দোলনায় দোল খেতে আমাদের সকলেরই অনেক ভালো লাগে। দোলনায় বসে সময় কাটানোর অনুভূতি অন্যরকম। ছোট বাচ্চারা দোলনায় বসে খেলার আনন্দটা অনেক উপভোগ করে। আমাদের দেশে বিভিন্ন রকম দোলনা তৈরি করা হয়। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের খেলার জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে। বাঁশ, কাঠ, লোহা,রশি ,বেত ইত্যাদি দিয়ে দোলনা তৈরি করা হয়। লোহা দিয়ে তৈরি দোলনা গুলো বেশি দেখা যায়। এখানে যে দোলানা দেখতে পাচ্ছেন এটি বেতের তৈরি।


IMG_20230713_170507_299-01.jpeg

আগে আমাদের দেশে বেত শিল্পের সাথে জড়িত অনেক মানুষজন ছিল।বর্তমানে এই পেশার সাথে জড়িত লোকজন একেবারে কমে গিয়েছে। বগুড়া শহরের ভেতর একটি কাজে গিয়েছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ল একটি দোকানে বিভিন্ন রকম বেতের জিনিসপত্র। বেতের দোলনা গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম দোলনা গুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন। তিনি বললেন আমরা বিভিন্ন জায়গা থেকে বেত সংগ্রহ করি।তারপর কারিগর দিয়ে এগুলো তৈরি করিয়ে থাকি।


IMG_20230713_170531_318-01.jpeg

IMG_20230713_170547_180-01.jpeg

এই দোকানটি অনেক পুরাতন । বেত শিল্পের সাথে জড়িত লোকজন আগে বেতের তৈরি অনেক জিনিস তৈরি করত। তাদের কাছ থেকে কিনে রাখতেন কিন্তু বর্তমানে আর সেটা করা সম্ভব না। আমি দোকানদারের কাছে অনুমতি নিয়ে বেশ কিছু ছবি তুললাম। এখানে বড় যে দোলনাটি দেখা যাচ্ছে, বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য এই দোলনা ব্যবহার করা হয়।


IMG_20230713_170516_428-01.jpeg

আরেকটি দোলনা দেখা যাচ্ছে এটি বাসার বারান্দায় ঝুলিয়ে রেখে বসে সময় কাটানো যায়।এটাতে একজন বসতে পারে। বেত শিল্প আমাদের ঐতিহ্য।প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই বেত শিল্প। দোকানদার বলেন আগে বেত জিনিসপত্রের চাহিদা অনেক বেশি ছিল,এখন চাহিদা অনেক কম।বিকল্প জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। আমি এবার বাড়িতে যাওয়ার সময় এখান থেকে একটি দোলনা কিনে নিয়ে যাব। এক সময় হয়তো এরকম দোলনাও আর কোথাও পাওয়া যাবে না। আমাদের এলাকায় এক সময় বেতের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যেত। বর্তমানে তেমন একটা পাওয়া যায় না।


IMG_20230713_170518_593-01.jpeg

ঐতিহ্যবাহী এই জিনিসগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের সকলেরই এগিয়ে আসা দরকার। আমরা বেতের তৈরি জিনিসপত্র হয়তো কম বেশি দেখেছি কিন্তু বেত গাছ অনেকেই দেখেনি এখনো।



লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

ঐতিহ্যবাহী বেতের তৈরি দোলনা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আগে বেতের তৈরি দোলনা সচরাচর পাওয়া যেত। কিন্তু বর্তমানে বেতের তৈরি দোলনা খুবই কম দেখা পাওয়া যায়। দেলনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ছোট বাচ্চাদের দোলনা নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। একটা সময় বেতের তৈরি এই দোলনাগুলো খুবই প্রচলিত ছিলো। তবে এখন এগুলো দেখা যায় না। এখন মানুষ ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহার করে। কিছুদিন আগে আমার ৯ মাস বয়সী ভাজিতার জন্য একটা সাইকেল কিনেছি যেটার সুইস টিপলে অটোমেটিক গান বাজে। তবে এই বেতের তৈরি দোলনাতেই আমাদের শৈশব কেটেছে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বেতের তৈরি জিনিসপত্র অনেক দিন টেকসই হয়ে থাকে। আর এই ধরনের জিনিসপত্র প্রায় কম বেশি সকলেই ব্যবহার করে। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। তবে বেতের জিনিসপত্রের দাম কিছু টা বেশি। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বেতের তৈরি দোলনা ঐতিহ্য বহন করে। বেতের তৈরি দোলনা গুলো বেশ টেকসই বহুদিন টিকে। দোলনা দোল খেতে কার না ভাল লাগে। দোলনা বসে বসে গল্প আড্ডায় মেতে ওঠতে বেশ ভাল লাগে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা দোলনায় খেলা করে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বেতের জিনিসপত্র আমার খুবই পছন্দের। এমন একটি দোলনা কেনার আমার খুবই শখ রয়েছে। বেতের জিনিসপত্রে দাম তুলনামূলক একটু বেশি। আর এগুলো বহুদিন টেকসই ও হয়। অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই ঐতিহ্যবাহী এসব জিনিস গুলোকে আমাদের টিকিয়ে রাখা দরকার।বাঁশ বেতের তৈরি এসব জিনিসগুলো বর্তমানে বিলুপ্তির পথে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন ভাই দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঐতিহ্যবাহী বেতের তৈরি দোলনা এক সময়ে অনেক ব্যাপক ছিল। এই বেতের তৈরি দোলনায় করে নবজাতক শিশুকে দোল খাইয়ে ঘুম পাড়ানো হয়। বেতের তৈরি দোলনা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ আপু

 last year 

ঐতিহ্যবাহী বেতের তৈরি দোলাগুলো অসাধারণ এবং আরামদায়ক। বেতের তৈরি হরেক রকমের আসবাবপত্র দেখা যায় যা অনেক সুন্দর। আমাদের সময় বেশিরভাগ বেতের তৈরি দোলনা ব্যবহার করা হতো এখন তা আর দেখা যায় না। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বেতের তৈরি আসবারপত্র আমাদের পুরানো ঐতিহ্য। বেতের তরি দুলনা অনেক মজবুত এবং টেকসই, এবং দেখতে অনেক সুন্দর। আমার আপুদের বাড়িতে বেতের গাছ ছিলো। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

অনেক ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58316.34
ETH 2583.46
USDT 1.00
SBD 2.43