||৩০০ বছরের পুরনো একটি মাদ্রাসা||

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



৩০০ বছরের পুরনো একটি মাদ্রাসা



Polish_20230731_094925609~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230611_181303_723.jpg

IMG_20230611_181317_318.jpg

বর্তমানে আমাদের দেশের গ্রাম এবং শহর অঞ্চলের সব জায়গায় কিছু দূর পর স্কুল এবং মাদ্রাসা রয়েছে। আজ থেকে ২০-২৫ বছর আগেও এত স্কুল মাদ্রাসা ছিল না। তখন সরকারি প্রতিষ্ঠানগুলোই ছিল একমাত্র ভরসা। মুরুব্বীদের কাছে শুনেছি তারা কয়েক কিলোমিটার পায়ে হেঁটে তারপরে স্কুলে যেত। তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। আর এখন তো প্রতিটি পাড়া মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।


IMG_20230611_181324_666.jpg

IMG_20230611_181356_747.jpg

IMG_20230611_181358_183.jpg

আমি কিছুদিন আগে বগুড়া জেলার গাবতলী উপজেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম ৩০০ বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে। প্রথমে কথাটি বিশ্বাস করিনি। প্রত্যন্ত গ্রামের ভিতরে এই মাদ্রাসার অবস্থান। গাবতলী উপজেলা থেকে এই মাদ্রাসার দূরত্ব তিন কিলোমিটার। এটি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। অনেক দূর দুরান্তর থেকে এই মাদ্রাসায় পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা আসে।


IMG_20230611_181420_628.jpg

IMG_20230611_181440_625.jpg

শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। ১৭০৯ সালে এই মাদ্রাসার যাত্রা শুরু হয়। আমি এই মাদ্রাসার সবচেয়ে পুরাতন ভবনটি খুঁজতে থাকলাম। যেহেতু অনেক বছর আগে এই মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে পুরাতন ভবন গুলো ভেঙে নতুন ভবন তৈরি করা হয়েছে। তারপরও এখানে যে পুরাতন ভবন রয়েছে এটি সম্ভবত ৫০-৬০ বছর আগে তৈরি করা হয়েছে।


IMG_20230611_181523_001.jpg

IMG_20230611_181206_549.jpg

মাদ্রাসার সাথেই একটি পুকুর রয়েছে এই পুকুরে শিক্ষার্থীরা গোসল করে। মাদ্রাসার পাশেই অনেক সুন্দর একটি ঈদগা মাঠ রয়েছে। আমাদের দেশের অন্যান্য ঈদগা মাঠ গুলো দেখা যায় সারা বছর অবহেলায় পড়ে থাকে কিন্তু এখানে একটু ব্যতিক্রম লক্ষ্য করা গেল। সারা বছরে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। ঈদগাহ মাঠের গেটে তালা দেওয়া,তাই ভিতরে ঢুকতে পারিনি।


IMG_20230611_181544_014.jpg

বর্তমানে এই মাদ্রাসার বেশ কিছু নতুন ভবন তৈরি করার কাজ চলমান রয়েছে। এত পুরনো এই মাদ্রাসা নিয়ে এলাকার মানুষ সব সময় উচ্ছ্বাসিত থাকে। পুরো মাদ্রাসাটি আমি খুব ভালোভাবে ঘুরে দেখলাম এবং কিছু শিক্ষার্থীর সাথে কথা বললাম।তারা অনেক খুশি এরকম একটা মাদ্রাসায় পড়াশোনা করতে পেরে। সবকিছু মিলিয়ে এখানে আসতে পেরে আমারও অনেক ভালো লাগলো। আমাদের দেশে এরকম অনেক পুরোনো স্থাপনা বিভিন্ন জায়গায় রয়েছে।



লোকেশন: গাবতলী
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year (edited)

আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো একটি মাদ্রাসা।১৭০৯ সালের মাদ্রাসা এটি, এরকম মাদ্রাসা আমাদের দেশে অনেক কম দেখা যায়। মাদ্রাসাটির বিবরণী খুব সুন্দর ভাবে আপনি লিখেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

৩০০ বছরের পূরানো একটি মাদ্রসা নিয়ে সুন্দর একটি উপস্থাপন করছেন ভাইয়া। বর্তমান আধুনিক যুগে এত পরিমান স্কুল ও মাদ্রসা তৈরি হচ্ছে তা বলার বাহিরে। আজ থেকে ১৫-২০ বছর আগে সরকারি স্কুল ও মাদ্রসা এত বেশি ছিল না।

 last year 

অনেক ধন্যবাদ আপু

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan

Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 last year 

অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ৩০০ বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষার ব্যবস্থা চলমান জেনে খুবই ভালো লাগলো। মাদ্রাসিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে

 last year 

আলহামদুলিল্লাহ জেনে খুব ভালো লাগলো যে ৩০০ বছর আগের পুরোনো মাদ্রাসা এখনো বিদ্যমান। ইসলাম দিন শিক্ষার জন্য যুগ যুগ ধরে এই মাদ্রাসা হাজার হাজার শিক্ষার্থীর মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে । আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার পোষ্টের মাধ্যমে অনেক পুরনো একটি মাদ্রাসা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবং দেখতে পারলাম, আবারো অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 last year (edited)

ঠিকই বলেছেন যে আগেরকার মানুষ সরকারি স্কুল-কলেজের ওপরনির্ভরশীল ছিলেন। কিন্তু এখন সরকারি বেসরকারি অনেক স্কুল তৈরি হয়েছে। আমি জেনে অবাক হলাম যে মাদ্রাসাতে ৩০০ বছরের পুরনো। মাদ্রাসাটি সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু

 last year 

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা মাদ্রাসার উপর রহমত বর্ষণ করুক। পুরনো এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্ররা এ পর্যন্ত মনে হয় মাওলানা হাফেজ ইত্যাদি হয়েছে। এই মাদ্রাসাটি এখনো টিকে রয়েছে দেখে আমাকে বেশ ভালই লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই

 last year 

৩০০ বছর পুরনো মাদ্রাসার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম ভাইয়া, সময় হলে একদিন এই মাদ্রাসা থেকে ঘুরে আসবো, এটা তো সত্যি আগের যুগে স্কুল মাদ্রাসা খুবই কম ছিলো, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

অনেক ধন্যবাদ ভাই

 last year 

৩০০ বছরের পুরনো একটা মাদ্রাসা এটা শুনে তো আমি সত্যি অবাক।এতো পুরনো দিনের মাদ্রাসা।আমি অনেক মাদ্রাসা দেখছি কিন্তু এতো পুরনো মাদ্রাসার নাম শুনি নাই। আপনি অনেক সুন্দর ভাবে মাদ্রাসাটির আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58603.60
ETH 2628.30
USDT 1.00
SBD 2.45