||সোনালী আঁশ পাট কাটায় ব্যস্ত কৃষকেরা||

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



সোনালী আঁশ পাট কাটায় ব্যস্ত কৃষকেরা



Polish_20230711_091118414~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~2.jpg



IMG_20230710_120246_638.jpg

IMG_20230710_120241_768.jpg

আমাদের দেশে পাটকে সোনালী আঁশ বলা হয়। একসময় প্রচুর পরিমানে পাট চাষ করা হতো। প্রধান অর্থকারী ফসল ছিল এই পাট। পাট বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুর্দা অর্জন করা হতো। পাট অনেকটা ছিল স্বর্ণের মতনই মানুষের কাছে এবং এর আশেঁর রং সোনালী হওয়ার কারণে সোনালী আঁশ বলা হতো পাটকে। আমাদের দেশে বেশ কিছু পাটের মিল ছিল।পর্যায়ক্রমে প্রায় সবগুলো বন্ধ হওয়ার পথে।


IMG_20230710_120243_863.jpg

IMG_20230710_120405_683.jpg

IMG_20230710_120456_233.jpg

বতর্মানে পাট চাষের পরিমাণ অনেক কমে গিয়েছে। তারপরও অনেকে পাট চাষ করে থাকে। বর্তমানে পাটের দাম মোটামুটি ভালো। আগে পাটের তৈরি অনেক পন‍্য ব্যবহার করা হতো। বর্তমানে অনেক কমে গিয়েছে। ছোটবেলায় দেখতাম পাটের তৈরি ব্যাগ নিয়ে বাজার করতে যেতেন। তখন পলিথিনের ব্যবহার এত ছিল না। বর্তমানে যেকোনো বাজার করতে গেলেই সাথে পলিথিন ফ্রি দিয়ে দেয়।


IMG_20230710_120451_710.jpg

IMG_20230710_120321_982.jpg

আমাদের মানসিকতা এমনো তৈরি হয়েছে, সবজি কেনার সময় পলিথিন না দিলে সেই দোকান থেকে সবজি ক্রয় করে না। এখানে বেশ কয়েকজন কৃষক পাট কাটায় ব্যস্ত। আমি তাদের সাথে কথা বলে জানতে পারি এ বছর পাটের ফলন খুব একটা ভালো হয়নি। আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এরকম হয়েছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম পাট কাটতে কষ্ট বেশি,নাকি ধান কাটা বেশি কষ্ট। তারা বলেছিল পাট কাটা অনেক কষ্টের কাজ।পাট অনেক লম্বা হওয়ার কারণে জমিতে প্রচুর পরিমাণে গরম থাকে,কোন প্রকার বাতাস প্রবেশ করতে পারে না।


IMG_20230710_120313_258.jpg

IMG_20230710_120355_555.jpg

তারা পাট কাটতে কাটতে এতটাই ক্লান্ত হয়ে পড়তেছে যে কিছুক্ষণ পরপর পানি খেয়ে নিচ্ছে। এই পাট কাটার পর পানিতে বেশ কিছুদিন ভিজিয়ে রাখা হবে।তারপর আশঁগুলো ছাড়িয়ে রোদে শুকাতে দেওয়া হবে। আশঁ বাজারে বিক্রি করা হয় মন হিসেবে। এই জমির আশেপাশে কোথাও পাট ভেজানোর মতো পানি নেই।এক কিলোমিটার দূরে নিয়ে এগুলো ভেজাতে হবে। তাছাড়া বগুড়াতে এবার বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম,অন্যান্য জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে।


IMG_20230710_120447_933.jpg

এই পাটের আশঁ যখন ছাড়ানো হবে তখন বাড়ির মহিলা সদস্যরা এই কাজে সহায়তা করে থাকে। পাট কাঠি ভালো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং পাট কাঠি দিয়ে ঘরের বেড়াও দেওয়া হয়। নদী এবং বিল এলাকায় পাট চাষ অনেক বেশি হয়। সোনালী আঁশ পাট চাষে কৃষকদের সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে হবে। বাজারে ন্যায্য দাম পেলে কৃষকরা আবার আগের মতো পাট চাষে আগ্রহী হয়ে উঠবে।



লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

বাংলাদেশের অন্যতম কৃষিজাত অর্থকারী ফসল হলো পাট।পাটকে বলা হয় সোনালী আঁশ। বাংলাদেশে ৮০ শতাংশ পাট জন্মায়। আগেকার সময়ে পাট চাষ প্রচুর পরিমানে দেখা যেত । কিন্তু আবহাওয়ার পরিবর্তনের জন্য পাটের চাষ কমে গিছে। সোনালি ফসল পাট নিয়ে অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই এক সময় প্রচুর পরিমাণে বাংলাদেশে পাট চাষ করা হতো।তবে বর্তমানে অনেক কমে গিয়েছে পাট চাষ করার আগ্রহ কৃষকদের মাঝে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আমাদের দেশের প্রধান অর্থকারি ফসল হচ্ছে পাট। আগেকার সময়ে দেখা যেত আমাদের দেশে পাঠের চাষ প্রচুর পরিমানে হতো। কিন্তু বর্তমান সময়ে পাঠের তেমন চাষ হয় না। পাঠ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

অনেক ধন্যবাদ আপু

 last year 

সোনালী আঁশ পাট কাটায় ব্যস্ত কৃষকেরা। তারা এই পাট কেটে তাদের জীবিকা নির্বাহ করতেছে।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছে ভাই। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল হলো পাট। কিন্তু এবার আমাদের এলাকায় কৃষকরা হুমকির মুখে পড়ে রয়েছে। এই সময়টাতে নদী পুকুর পানিতে ভরপুর থাকে যাতে কৃষকেরা পাট জাগ দেয়। এখন আমাদের এলাকায় পাট জাক দেওয়ার মতো কোন উপায় নেই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পাট আমাদের সোনালী ফসল। পাট শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। পাট থেকে বস্ত্র তৈরি হয়, এবং কি পাটের ব্যাগ তৈরি হয়। এক সময় পাটের চাষ ব্যাপক পরিমাণে ছিল। পাটকে সোনালী আঁশ বলা হয়। এখন তেমন একটা পাট উৎপাদন হয় না। দেশের পাট কল গুলো বন্ধ প্রায়। সুন্দর লিখেছেন অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

অনেক ধন্যবাদ ভাই

 last year 

সোনালী আঁশ পাট কাটা নিয়ে সুন্দর লেখছেন ভাই।আমাদের এইদিকে তেমন কেউ পাট আবাদ করে না।এগুলো আমি নদী অঞ্চলে দেখতে পাই।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এখন বর্ষাকাল এই সময়ে কৃষকেরা পাট গাছ কেটে তা পানিতে ডুবিয়ে রাখে। তারা রোদ ও বৃষ্টি উপেক্ষা করে পাট গাছ কেট থাকে। পাট গাছ নিয়ে সুন্দর পোস্ট করেছেন ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

পাট কাটার দৃশ্যের সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। এই পাট গাছগুলো কেটে কিছুদিনের জন্য পানিতে ডুবিয়ে রেখে সেখান থেকে সোনালী আঁশ বা পাটের আশ বের করা হয়। তারপর পাটকাঠি গুলো রোদে শুকিয়ে নিয়ে তারপর সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় । ধন্যবাদ আপনাকে

 last year 

অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44