||তিন দিন ব্যাপী কৃষি মেলা|| ঘাটাইল, টাঙ্গাইল

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



কৃষি মেলা



Polish_20230729_082941498~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230727_134700_726.jpg

IMG_20230727_134901_761.jpg

গাছ লাগান পরিবেশ বাঁচান। বৃক্ষরোপণ নিয়ে প্রতিবছর আমাদের দেশের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহিত করতে অনেক সময় বিনামূল্যে গাছের চারা দেওয়া হয়। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। অসাধু চোরাকারবারিরা রাতের আঁধারে বনের গাছ কেটে বন উজার করতেছে। এক্ষেত্রে বন বিভাগ নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে অবশ্যই আমাদের বৃক্ষ রোপন করা জরুরি।


IMG_20230727_134616_745.jpg

কয়েকদিন আগে তিন দিনব্যাপী কৃষি মেলা আয়োজন করা হয়েছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। প্রতিবছর এই কৃষি মেলার আয়োজন করা হয়। এই মেলাটি ঘাটাইল উপজেলা চত্বরের আয়োজন করা হয়েছে। মেলায় গিয়েছিলাম শেষ দিন। দুপুরবেলা হওয়ার কারণে ভীড় কিছুটা কম লক্ষ্য করা গেল। এখানে পর্যাপ্ত পরিমাণ স্টল দেখতে পেলাম। বিভিন্ন রকম অনেক অচেনা গাছ দেখতে পেলাম, যেগুলোর নাম হয়তো কখনো আগে শুনিনি।


IMG_20230727_134551_678.jpg

IMG_20230727_134550_226.jpg

এই উপজেলায় অসংখ্য নার্সারি রয়েছে,মূলত তারা এখানে স্টল নিয়েছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো তাই যেকোনো বয়সের মানুষ খুব স্বাচ্ছন্দে এই মেলায় ঘুরাঘুরি করতে পারতেছে। আমি এখান থেকে বেশ কিছু গাছের চারা কিনেছি। বিভিন্ন গাছের চারা রোপন করতে আমার অনেক ভালো লাগে। ঘাটাইল উপজেলার বেশ কিছু অঞ্চল পাহাড়ি রয়েছে। এক সময়ে এসব অঞ্চলে প্রচুর গাছপালা ছিল বর্তমানে অনেকটা কমে এসেছে। সরকারের পক্ষ থেকে এসব বন অঞ্চলে আবার বৃক্ষরোপন করা হয়। এই কৃষি মেলায় গাছের চারার দাম কিছু টাকা কম। তাই যারা মেলায় ঘুরতে এসেছেন, কেউ খালি হাতে ফিরে যাচ্ছেনা।


IMG_20230727_134908_435.jpg

ইদানিং ছাদ কৃষিতে মানুষ অনেকটা আগ্রহী হয়েছে। মাটির এবং প্লাস্টিকের টবে ফুল, ফলের গাছ লাগানো হয়। অনেকে টবসহ গাছ কিনে নিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই কৃষি মেলাটি অনেক ভালো লাগলো। মাঝে মাঝে এরকম কৃষি মেলার আয়োজন করলে মানুষজন বৃক্ষ রোপনের উৎসাহিত হবে। বেশিরভাগ মানুষের নার্সারি থেকে গাছের চারা ক্রয় করেত চায়না কিন্তু এসব মেলায় ঠিকই ঘুরতে আসে। ইচ্ছা না থাকলেও গাছের চারা কিনে নিয়ে যায়।


IMG_20230727_134906_643.jpg

এসব কৃষি মেলায় প্রায় সব ধরনের গাছের চারা পাওয়া যায়। তাই দেখেশুনে চারা কেনার সুযোগ রয়েছে। আসুন আমরা সকলেই বৃক্ষ রোপন করি। নিজে গাছের চারা রোপন করে সেই গাছের ফল খাওয়ার আনন্দই অন্যরকম।



লোকেশন: টাঙ্গাইল
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

বেঁচে থাকতে হলে আমাদের অক্সিজেনের প্রয়োজন আর অক্সিজেন নিতে হলে আমাদের গাছ প্রয়োজন।এইরকম মেলা সব জায়গায় অনুষ্ঠিত হলে কৃষকদের সুবিধা হবে।আপনার তোলা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জ্বী ভাইয়া আপনার কথাতে আমিও একমত মাঝে মাঝে বৃক্ষরোপনের মেলার আয়োজন করলে মানুষেরা উৎসাহিত হবে গাছ লাগাতে। পরিবেশবান্ধব গাছ আমাদের অনেক উপকারী। পরিবেশবান্ধব গাছ আমাদের বাংলাদেশের লোকজনেরা প্রচুর পরিমাণে লাগিয়ে থাকে। বর্তমানে এখন শহর অঞ্চলের বেশিরভাগ বিল্ডিংয়ের ছাদে শখ করে গাছ লাগানো দেখা যায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনি একদম ঠিক বলেছেন নিজের লাগানো গাছের ফল খাওয়ার আনন্দই অন্যরকম। আমাদের উপজেলাতেও প্রতিবছর কৃষি মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি হয়। বৃক্ষ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

বছরের একটি সময় বাংলাদেশের জেলাও উপজেলা পর্যায়ে এসব কৃষি মেলার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রকম কৃষিজ পণ্য মানুষের কাছে প্রদর্শন করানো হয়।আমার মনে আছে আমি উপজেলায় একটি কৃষি মেলা থেকে গাছ নিয়েছিলাম।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

প্রতি বছর আমাদের চিরিরবন্দর উপজেলায় ও এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়। হাই স্কুলে পড়াকালীন আমাদের স্কুল থেকে প্রতি বছরেই কৃষি মেলায় নিয়ে যেত।এসব মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যায়।আমি এই কৃষি মেলা থেকে অনেক গাছ কিনেছি যার দুটি গাছ রয়েছে। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।কিন্তু এখন বৃক্ষ নির্ধন করে বড় বড় অট্টালিকা গড়ে তুলছে।ধন্যবাদ ভাইয়া কৃষি মেলা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

বৃক্ষ রোপন অভিযান নিয়ে আমাদের দেশে প্রতি বছরই তিন ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। তবে সারা বাংলাদেশে এই কৃষি মেলা হয়ে থাকে। কৃষি মেলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ বড় ভাই

 last year 

প্রতিবছর আমাদের টাঙ্গাইল জেলার উদ্যোগে প্রত্যেকটি উপজেলায় কৃষি মেলার আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি, ঘাটাইল কৃষি মেলায় অনেক ধরনের বৃক্ষ ওঠে। আমি কয়েকবার গিয়েছিলাম ভাই। কিষি মেলা থেকে রঙ্গন ফুল গাছ কিনে এনেছিলাম। যেটা আমার বাড়িতে এখনো বিদ্যমান রয়েছে। বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই প্রতিবছর প্রত্যেকটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষি মেলা আয়োজন করা দরকার। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই

 last year 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই কৃষি মেলাটি সম্পর্কে আমি গতকাল জানতে পেরেছি। তিনদিন ব্যাপী এই কৃষি মেলাতে আমার পরিচিত অনেকে যাচ্ছেন। এই মেলা দিনাজপুর শহরে হলে অবশ্যই আমি একবার গিয়ে ঘুরে আসতাম। আমিও ছাদ কৃষিতে আগ্রহী এবং ছোট একটি বারান্দা বাগানো রয়েছে। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। শুনে ভালো লাগলো আপনার বারান্দায় বাগান রয়েছে।

 last year 

গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা গাছ কেটের নিজের ক্ষতি করি। কৃষি মেলা করে মানুষকে গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা অনেক ভালো একটি ভাইয়া। শহরের মানুষও ইদানিং ছাদ বাগানের প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছে৷ আশা করি মেলায় হাতের লাগালে গাছ পাওয়ার পরে মানুষ বেশি করে গাছ লাগাবে।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43