যমুনার চরের বাসিন্দাদের যাতায়াতের প্রধান ভরসা ইঞ্জিন চালিত নৌকা

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



যমুনার চরের বাসিন্দাদের যাতায়াতের প্রধান ভরসা ইঞ্জিন চালিত নৌকা



Polish_20230706_184801437~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~2.jpg



IMG_20230705_123344_229-01.jpeg

IMG_20230705_123330_389-01.jpeg

যমুনা বাংলাদেশের অন্যতম বড় একটি নদী। যমুনা ওপর একটি বড় সেতু রয়েছে। যমুনা নদী বাংলাদেশের বেশ কয়েকটি জেলা জুড়ে বিস্তৃত। এই নদীতে মাছ ধরে লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন বড় বড় দালানকোঠা নির্মাণ করা হয়। এই যমুনা নদী লাখ লাখ মানুষের বসতবাড়ি কেড়ে নিয়েছে। বর্তমানে যমুনা নদী আর 30 বছর আগের যমুনা নদীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।


IMG_20230705_123604_574-01.jpeg

IMG_20230705_123215_593-01.jpeg

আমার বাড়ি টাঙ্গাইল জেলায় হওয়ার কারণে যমুনা নদীতে মাঝে মাঝে যাওয়া হয়। উত্তরাঞ্চল বাসী যারা ঢাকায় যাতায়াত করে তাদের অবশ্যই যমুনা নদীর উপর দিয়ে যেতে হয়। এক সময় যমুনা নদীর প্রশস্ত এত বেশি ছিল না।প্রত্যেক বছর তীব্র ভাঙ্গনের ফলে হাজার হাজার বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং নদীর প্রশস্ত বেড়ে গিয়েছে। আমি কয়েকদিন আগে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যমুনা নদীর পাড়ে গিয়েছিলাম। গত কয়েকদিন টানা বৃষ্টি ছিল। আজকের আকাশ অনেক পরিষ্কার।


IMG_20230705_123309_579~2-01.jpeg

নদীর পাড়ের পরিবেশ ভালো লাগলো। নদীতে দেখলাম বেশ কিছু ইঞ্জিন চালিত নৌকা পাড়ে ভিড়িয়ে রেখেছে। কিছু দূর তাকাতেই দেখা গেল যমুনা নদীর চর। এই চরে যাতায়াত করতে গেলে এই ইঞ্জিন চালিত নৌকাগুলো ব্যবহার করা হয়। বর্ষাকালে এই নৌকা নিয়ে তাদের বাড়ি ঘরের খুব কাছাকাছি যাওয়া যায়। কিন্তু শুষ্ক মৌসুমে চরাঞ্চলের মানুষের যাতায়াত অনেক কষ্ট হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরাঞ্চলে যাতায়াত করার জন্য এই নৌকা গুলো চলাচল করে থাকে।


IMG_20230705_123336_844-01.jpeg

সন্ধ্যার পরে এই নৌকাগুলো খুব একটা চলাচল করে না। চরের মানুষের জীবন যাপন অনেক কষ্টের। আমি বেশ কয়েকবার বিভিন্ন চরে গিয়েছিলাম। দূরে যে চর গুলো দেখা যাচ্ছে এগুলো একসময় গ্রাম ছিল। নদীতে পাড় ভেঙ্গে ভেঙ্গে এই পর্যন্ত এসেছে। অনেক সময় চরের বাসিন্দাদের ইঞ্জিনচালিত এসব নৌকায় যাতায়াত করতে যেয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। বর্ষাকালে মাঝে মাঝে শোনা যায় বিভিন্ন জায়গায় নৌকাডুবির ঘটনা।


IMG_20230705_123332_045-01.jpeg

আমরা যমুনা নদীর পাড়ে যাই যমুনা সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এখানকার বাসিন্দাদের কাছে যমুনা নদী এক আতঙ্কের নাম। যমুনা নদী এক নিমিষেই ধনী থেকে ফকির বানিয়ে দেয়। এখানে যে ইঞ্জিন চালিত নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো বিভিন্ন চরে চলাচল করে থাকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে। সারাদিনই নির্দিষ্ট কিছু সময় দেওয়া আছে এসব ইঞ্জিন চালিত নৌকার জন্য। প্রচন্ড ঝড় বৃষ্টি যখন থাকে তখন এই নৌকা চলাচল করে না। আমি অনেকক্ষণ যমুনা নদীর এই পাড়ে নৌকায় বসে কাটালাম।


IMG_20230705_123312_462-01.jpeg

নীল আকাশ, বিভিন্ন রঙের ইঞ্জিন চালিত নৌকা,নদীর পানির ছোট ছোট ঢেউ এরকম দৃশ্য যে কোন মানুষকে মুগ্ধ করবে। ইঞ্জিন চালিত এসব নৌকায় যাতায়াত করা চরের বাসিন্দারা সবসময় ভালো থাকুক, এটাই আমাদের কাম‍্য।



লোকেশন: টাঙ্গাইল
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

যমুনার চরের বাসিন্দাদের যাতায়াতের প্রধান ভরসা ইঞ্জিন চালিত নৌকা
নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। তারা এই নৌকায় করে এপার ওপার চলাচল করে। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

নদী এলাকায় এই ধরনের ইঞ্জিন চালিত নৌকা দেখা যায় ৷ কেননা নদীতে অনেক সময় স্রোত তৈরি হয় যার ফলে একমাত্র উপযোগী হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা ৷ সাধারণ নৌকা এ নদী পারাপার হওয়া অনেকটা কষ্টকর হয়ে যায় ৷ যার কারণে বর্তমান সময়ে সবাই ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে ৷ সুন্দর লিখেছেন ভাই আপনি I ধন্যবাদ

 last year 

অনেক ধন্যবাদ ভাই

 last year 

ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হয় বড় বড় নদীতে। আমি একবার ব্রহ্মপুত্র নদ পাড় হওয়ার সময় এই ইঞ্জিন চালিত নৌকায় চড়ে পাড় হয়েছিলাম। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ছোট খাটো নদীতে বৈঠা দিয়ে নৌকা চালানো হয়। মাদারি সাইজের এবং বড় নদীতে ইঞ্জিন চালিত নৌকা চালানো হয়। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

চর এলাকাগুলোতে এসব নৌকা বেশি ব্যবহৃত হয়। চর এলাকাগুলোয় নাকি প্রতি বাড়িতেই একটি করে নৌকা থাকে।এই নৌকা গুলোতে করে প্রয়োজনীয় সামগ্রী, ফসল ও মাছ ধরা হয়।অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। ধন্যবাদ ।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

ঢাকা যাওয়ার পথে যমুনা নদী দেখা হয়েছে আর তেমন দেখা হয়নি এই নদী।বড় নদী হওয়ার কারণে মানুষের পারাপারের জন্য এসব ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হয়। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন ভাই দারুন লিখেছেন ধন্যবাদ আপনাকে।।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আমি ইঞ্জিন চালিত নৌকা এখনো দেখি নাই।আজকে আপনার পোস্টের মাধ্যমে সেটা দেখলাম।আপনি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অনেক সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

নদী এলাকায় যাতায়াতের জন্য নৌকা ব্যবহার হয় বেশী। নদীপথে যেখানে অনেক বেশী পথ পাড়ি দিতে হয় শুধুমাত্র সেগুলোতেই লঞ্চ ব্যবহার করা হয়। রৌদ্রময় একটি দিনে চমৎকার সব ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনি নদী এবং নৌকার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। নীল আকাশ, নদী আর প্রশস্ত নৌকার ছবি দেখেই ভালো লাগছে, বাস্তবে দেখলে আশা করি আরো বেশী ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে যমুনার চর নিয়ে লিখার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58304.13
ETH 2575.50
USDT 1.00
SBD 2.43