||ঐতিহ্যবাহী কাঠের বাঁটের ছাতা☔ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে||

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



ঐতিহ্যবাহী কাঠের বাঁটের ছাতা



Polish_20230810_104901214~2.jpg



☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230808_222521_412.jpg

IMG_20230808_222706_726.jpg

আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আজ থেকে ২০-২৫ বছর আগে আমরা যেসব জিনিস ব্যবহার করতাম, তার অনেক কিছুই আর ব্যবহার হয় না। এখনো কিছু কিছু জিনিস ব্যবহার হয়, কিন্তু পরিমাণ অনেক কমে গিয়েছে। ছাতা আমাদের জন‍্য অনেক প্রয়োজনীয় একটি জিনিস। বৃষ্টির দিনে ছাতা সবথেকে বেশি ব্যবহার করা হয়। রোদের সময় ছাতা ব্যবহার করা হয় তবে কম। শীতকাল ছাড়া সারা বছর কম বেশি ছাতার ব্যবহার রয়েছে।


IMG_20230808_222625_655.jpg

IMG_20230808_222724_722.jpg

এখানে একটি কাঠের বাঁটের ছাতা দেখা যাচ্ছে। ৯০ দশকের ছেলে মেয়েরা এই ছাতার সাথে বেশি পরিচিত। ২০০০ সালের পর থেকে এই ছাতার ব্যবহার কমতে শুরু করে। বিভিন্ন রকম দেশি-বিদেশি ছাতায় বাজার ভরে গেছে। ছোটবেলায় দেখতাম সবার হাতেই এই কাঠের বাঁটের ছাতা। আমাদের বাসায় একটি ছিল। একটা সময় এই ছাতার ব্যাপক জনপ্রিয়তা ছিল। বর্তমানে এরকম ছাতা খুব একটা দেখা যায় না।


IMG_20230808_222720_130.jpg

বগুড়াতে কয়েকদিন আগে একটি লোকের হাতে আমি এই ছাতা দেখেছিলাম। তার কাছ থেকে ছাতাটি নিয়ে আমি বেশ কিছু ছবি তুলে রাখলাম। তিনি জানালেন ছোটবেলা থেকে এই কাঠের বাঁটের ছাতা তিনি ব্যবহার করতেছেন। তিনি বলেন অন্য ছাতা ব্যবহার করতে তার ভালো লাগেনা। এই ছাতা দেখে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। বৃষ্টির দিনে যখন হাটে যেতাম, তখন দেখতাম এই ছাতা হাতে নিয়ে সবাই যাচ্ছে।


IMG_20230808_222639_335.jpg

IMG_20230808_222528_073.jpg

IMG_20230808_222613_827.jpg

এই ছাতা তুলনামূলক একটু বড় আকারের হয়। বর্তমানে আমাদের মানসিকতারও পরিবর্তন ঘটেছে অনেক। এরকম কাঠের বাঁটের ছাতা যদি কারো হাতে দেখা যায়, আমরা সেই ব্যক্তিটিকে একটু অন্যরকম চোখে দেখি। এমনও দেখেছি এই ছাতা হাতে নিয়ে গেলে তার মান সম্মান থাকবে না। প্রয়োজনে বৃষ্টিতে ভিজে যাবে কিন্তু এই ছাতা নিয়ে সে যাবে না।


IMG_20230808_222619_977.jpg

এই ছাতার সাথে গ্রাম বাংলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ছাতার কাঠি দিয়ে বিভিন্ন রকম ফাঁদ তৈরি করতাম ছোটবেলায়। আমি কাঠের বাঁটের একটি ছাতা কিনে স্মৃতি হিসেবে রেখে দিব। এক সময় হয়তো পুরোপুরি হারিয়ে যাবে এই ছাতা।



লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

Feedback / Observation

ঐতিহ্যবাহী কাঠের বাঁটের ছাত নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আগেরকার দিনে এই কাঠের বাঁটের ছাতা সব বাড়িতে ছিল। আমাদের বাসায় ও ছিল। এই কাঠের বাঁটের ছাতা তুলনামূলক অন্য ছাতার থেকে বড় হয়।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 last year 

ধন্যবাদ ভাই