||🍍মধুপুর তিন রাস্তার মোড়🍍||
Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন
|
---|
আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা। বাংলাদেশের প্রায় সব জায়গায় ক্রেতারা মধুপুরের আনারস খোঁজে। বিক্রেতারা অনেক সময় বিভিন্ন জায়গার আনারস মধুপুরের আনারস বলে চালিয়ে দিয়ে থাকে। মধুপুরে পাহাড়ি এলাকা বেশি হওয়ার কারণে আনারস চাষ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। তাছাড়া মধুপুরের আনারস অনেক মিষ্টি হয়। আমাদের বাড়ি থেকে মধুপুরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। আমাদের এলাকায়ও প্রচুর পরিমাণে আনারস চাষ করা হয়।
যারা ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে জামালপুর,শেরপুর এবং ময়মনসিংহে বাসে যাতায়াত করে তাদের অবশ্যই মধুপুরের এই তিন রাস্তা মোড় দিয়ে যেতে হবে। তিন রাস্তার মোড়ে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন গোল চত্বরে কৃত্রিম আনারস তৈরি করে রাখা হয়েছে। এই আনারসের দিকে তাকালে মনে হয় এগুলো সত্যিকারের। এই তিন রাস্তা মোড়ের সাথে একটি মসজিদ রয়েছে। এই মসজিদটি অনেক পুরাতন।
তিন রাস্তা মোড় থেকে পশ্চিম দিকের যে রাস্তা গিয়েছে সেটি জামালপুর এবং শেরপুর যাওয়া যায়। জামালপুর এবং শেরপুরের বাসগুলো এই রাস্তায় চলাচল করে থাকে। উত্তর দিকে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তা দিয়ে ময়মনসিংহ যাওয়া যায়। কিছু বাস রয়েছে যেগুলো এই রাস্তা দিয়ে ময়মনসিংহ হয়ে শেরপুর যাতায়াত করে থাকে। এই তিন রাস্তা মোরে সারা দিন গাড়ির যানজট লেগেই থাকে। আগে এখানে এতটা যানজট ছিল না।
গত কয়েক বছর যাবত অটোর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই যানজটের তৈরি হয়েছে। তিন রাস্তার মোড়ের পাশে বেশ কিছু খাবার হোটেল রয়েছে। এ হোটেল গুলোর সামনে অনেক ফলের দোকান রয়েছে। তিন রাস্তা মোড় থেকে ৫০ মিটার দূরে মধুপুর থানার অবস্থান। বাসের যাত্রীরা অনেক সময় তিন রাস্তার মোড় থেকে আনারস কিনে নিয়ে যায়। অনেকে চিন্তাভাবনা করে মধুপুরের উপর দিয়ে যাচ্ছি আনারস কিনে না নিয়ে গেলে কেমন হয়।
এবছর আনারসের দাম তুলনামূলক অনেক কম। তিন রাস্তা মোড়ে ট্রাফিক পুলিশ সব সময় তৎপর থাকেন। মধুপুর তিন রাস্তার মোড় থেকে ৬ কিলোমিটার দূরে আনারসের পাইকারি বাজার রয়েছে। কিছুদিন পর পর বিভিন্ন কাজে আমার মধুপুরে যাওয়া হয়। আমার অনেক প্রিয় একটি জায়গা হচ্ছে মধুপুর।
লোকেশন: টাঙ্গাইল |
---|
ফটোগ্রাফার : @selimreza1 |
---|
camera: Tecno pro8 |
---|
|
---|
আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।
ধন্যবাদ সবাইকে
You can also vote for @bangla.witness witnesses
https://twitter.com/amazingvideoni1/status/1697525404343714241
আনারসের শহর মধুপুর। আমাদের টাংগাইলের মধুপুর আনারসের জন্য বিখ্যাত। আনারসের আদলে মধুপুর এ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আমি কিছুদিন আগে মধুপুর গেছিলাম। আমার আপুর বাসা মধুপুর এ। এখন আনারস এর সিজন চলছে, তুলনামূলক আনারস এর দাম অনেক কম। জলছত্র বাজার আনারস এর প্রাইকারি বাজার। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য। মাঝে মাঝে খুব ভালো লাগে যে আমার টাঙ্গাইল জেলার একজন এই কমিউনিটিতে আছে।
আমি যতবার বাড়ি যাই এই রাস্তাটি পার হয়েই যাই। এই জায়গাটিকে আমি এখন পর্যন্ত খুব কমই এমন ভীড় ছাড়া দেখেছি। বেশিরভাগ সময়ই এই আনারস গুলো ধুলাবালিতে ভর্তি থাকে যে কারণে এই জায়গাটিতে নামার আগ্রহ থাকে না। আর বাসে যাতায়াত করলে তা ইচ্ছে থাকলেও সেখানে নামা যায় না। তবে এই জায়গাটি আমার বেশ পরিচিত একটি জায়গা। ধন্যবাদ আপনাকে এমন প্রাণবন্ত ছবি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
তিন রাস্তার মোড় নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন ভাই। তিন রাস্তার মোড়ের অবস্থা দেখে মনে হচ্ছে অনেক যানযটের সৃষ্টি হয় সেখানে। এই যানযটের কারনে অনেক দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই।
ধন্যবাদ ভাই
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কথা শুনলেই মানুষের চোখের সামনে ভেসে ওঠে মধুপুরের সেই মিষ্টি আনারসের কথা। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবস্থিত এই তিন রাস্তার মোড়টি চমৎকার দেখতে। এই মোড় নিয়ে আপনি একটি বিস্তারিত আলোচনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই মোড়ের তিনটি রাস্তা কোন কোন জায়গা অব্দি যায় সে ব্যাপারটি আপনি তুলে ধরেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। টাঙ্গাইলের এই মধুপুর তিন রাস্তার মোড় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য