||একজন নারিকেল বিক্রেতা||

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



একজন নারিকেল বিক্রেতা



Polish_20230822_113612881~2.jpg

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230820_180146_352.jpg

IMG_20230820_180239_891.jpg

আমাদের দেশে শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এসময় সব বাড়িতেই কম বেশি পিঠা তৈরি করা হয়। আমাদের বাসায় শীতকালে কয়েকদিন পর পরই বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়। বিভিন্ন রকম পিঠা তৈরি করতে নারিকেলের প্রয়োজন হয়। শীতকালে নারিকেলের দাম থাকে অনেক বেশি। আমি কয়েক মাস আগে একটি নারিকেল ১৭০ টাকা দিয়ে কিনেছিলাম। তাছাড়া সারা বছর তুলনামূলক কিছুটা কম থাকে।


IMG_20230820_180237_024.jpg

বর্তমানে আমাদের দেশে সবকিছুর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আগের মতন কম দামে কোন কিছুই এখন পাওয়া যায় না। এখানে একজন বৃদ্ধলোক রেল লাইনের পাশে বসে নারিকেল বিক্রি করতেছেন। বগুড়া রেলওয়ে স্টেশন থেকে ৫০০ মিটার দূরে এই বৃদ্ধ লোকটি প্রতিদিন বসে নারিকেল বিক্রি করেন। আমি তার কাছে নারিকেলের দাম জানতে চাইলাম। তিনি বললেন একজোড়া নারিকেল ১৬০ টাকা।


IMG_20230820_180143_793.jpg

সারা দিন নারিকেল বিক্রি করে তার ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। প্রতিদিন সকালে বোনারপাড়া থেকে লোকাল ট্রেনে বগুড়ায় আসেন। তারপর পাইকারি দোকান থেকে নারিকেল কিনে তিনি রেললাইনের পাশে বসে খুচরা বিক্রি করেন। দুপুরবেলা তিনি হোটেলে খেয়ে থাকেন। প্রতিদিন তিনি যে পরিমাণ নারিকেল ক্রয় করেন বিকাল চারটার আগে যদি সেগুলো বিক্রি হয়ে যায়, তাহলে চারটার সময় একটি লোকাল ট্রেন আছে,সেই ট্রেনে বাড়িতে চলে যান।


IMG_20230820_180140_608.jpg

কোন কারনে যদি নারিকেল বিক্রি শেষ না হয় তাহলে সন্ধ্যা সাড়ে সাতটার ট্রেনে বাড়িতে চলে যান। বগুড়া থেকে বোনারপাড়ার দূরত্ব অনেক কিন্তু লোকাল ট্রেনে যাতায়াতের কারণে ভাড়া খুবই লাগে। বেশ কয়েকটি লোকাল ট্রেন থাকার কারণে এরকম অনেক লোক দূর দুরান্তর থেকে এসে বগুড়াতে বিভিন্ন রকম ব্যবসা করেন। তিনি বললেন নারিকেলের দাম আগে অনেক কম ছিল,তখন আমাদের ব্যবসা অনেক ভালো হতো। বর্তমানে দাম বেশি হওয়ার কারণে মানুষ খুব একটা কিনতে আগ্রহী হয় না। শীতকালে নারিকেলের দাম বেশি থাকলেও অনেক মানুষ তখন ক্রয় করে।


IMG_20230822_112231_182.jpg

তার মতন এরকম নারিকেল বিক্রেতা রেললাইনের পাশে আরো বেশ কয়েকজন রয়েছে। সকলেরই বাড়ি সোনাতলা থেকে বোনাপাড়ার মধ্যে। আমি তার কাছ থেকে দুটি নারিকেল ১৪০ টাকায় কিনলাম। আমাদের এলাকায় নারিকেলের দাম অনেক বেশি। ভালো থাকুক সবসময় অল্প আয়ে সন্তুষ্ট থাকা এই মানুষগুলো।



লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

নারিকেলের মাঝে যে পানি থাকে সেই পানি খেতে আমার অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে বাজার থেকে নারিকেল নিয়ে আসতাম বাড়িতে খাওয়ার জন্য। মা আবার মাঝে মাঝে এই নারিকেল গুলো দিয়ে নাড়ু বানাত বেশ ভালই লাগে খেতে সেই নারুগুলো। কিন্তু যখন পূজা আসে তখন এই নারিকেলের দাম দ্বিগুণ হয়ে যায়। অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জ্বী ভাইয়া আপনি ঠিক বলেছেন শীতকালে কেন জানি নারিকেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। বিষয়টা এরকমই প্রত্যেকটি সিজনে প্রত্যেকটি জিনিসের দাম কয়েক গুণে বেড়ে যায়। আমিতো নারিকেল খালি খেতে অনেক পছন্দ করি, এবং এই নারিকেল খালি খেতে আমাকে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

নারকেল দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা যায়। আমাদের এদিকে নারকেলের দাম তুলনামূলক কম। আমাদের বাজারেই নারকেলের দাম ১২০ টাকা জোড়া। তবে অনেক সময় ১০০ টাকাতেই এক জোড়া নারকেল দিয়ে দেয়।নারকেল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

Feedback / Observation

একজন নারিকেল বিক্রেতা নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। আমাদের গ্রামের হাট-বাজারে এমন নারিকেল বিক্রেতা আছে। যারা দোকান ভাড়া নিয়ে পূজার জন্য সংগ্রহ করে রাখতেছে। কারন তখন নারিকেলের দাম দ্বিগুন হয়ে যাবে। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই ।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 last year 

ধন্যবাদ ভাই