||মহাসড়কগুলোকে বিপদজনক করে তুলেছে অবৈধ যানবাহন ভটভটি||

in Steem For Traditionlast year (edited)

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



ভটভটি



Polish_20230723_105846293~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230720_174255_488.jpg

আমাদের যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করা হয়। আমাদের দেশ কৃষি প্রধান। বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। আগে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট তেমন একটা পাকা ছিল না। বর্তমানে গ্রাম অঞ্চলে ও রাস্তাঘাট বেশিরভাগ জায়গায় পাকা হয়ে গেছে। শুরুতে গ্রামের মানুষ যাতায়াতের জন্য গরুর গাড়ি ব্যবহার করত।


IMG_20230720_174254_235.jpg

তারপরে বিভিন্ন ইঞ্জিন চালিত যানবাহন এর ব্যবহার শুরু হয়। বর্তমানে অটো এবং সিএনজির প্রভাব সারা বাংলাদেশে বেশি। এর আগে বেবি ট্যাক্সি চলতো, যেটা বিভিন্ন এলাকা বিভিন্ন নামে ডাকা হয়। বেবি ট্যাক্সি চলার সময় আমাদের দেশের উঁচু লেভেলের কিছু ইঞ্জিনিয়ার ঝুঁকিপূর্ণ যানবাহন তৈরি করে। সেই যানবাহনের নাম নসিমন, করিমন, ভটভটি। এই যানবাহনে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেটি হল শ্যালো মেশিন।


IMG_20230720_174251_857.jpg

গ্রামাঞ্চলে লোকের কাছে অল্প দিনে এটি জনপ্রিয়তা লাভ করল। শুরুতে এগুলো দিয়ে মানুষ যাতায়াত করত। মাঝে মাঝে শোনা যেত বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এসব যানবাহনের প্রভাব উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বেশি যেমন পাবনা, নাটোর, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ। এছাড়া যশোর অঞ্চলেও মোটামুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গাড়ি। দেশের বিভিন্ন মহাসড়ক গুলোকে অনেক ঝুঁকিপূর্ণ করে তুলেছে এসব অবৈধ যানবাহন।


IMG_20230720_174242_625.jpg

এখানে যে ভটভটিটি দেখতে পাচ্ছেন এটি অতিরিক্ত লোড নিয়েছে। যেকোনো মুহূর্তে এটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ভটভটি পাট ভর্তি করে একটি বাজারের ভিতর দিয়ে যাচ্ছে। আমি ড্রাইভার কে জিজ্ঞেস করলাম এত লোড নিয়েছেন কেন? তিনি বলতেছেন যে আরো বেশি নেওয়া যায় এর থেকে। আমি বললাম এসব যানবাহন তো অবৈধ। তিনি আমাকে বললেন বর্তমান সরকারই তো অবৈধ।


IMG_20230720_174301_003.jpg

তার সাথে আর কোন কথা বললাম না।বেশ কিছু ছবি তুলে রেখে দিলাম। গত বছর আমি বগুড়াতে খেয়াল করেছিলাম এসব যানবাহনে করে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ যায়। একটি যানবাহনে আমি প্রায় ৫০ জন মানুষ দেখেছিলাম বাচ্চা সহ। এই ভটভটি গুলোতে আমি একবার উঠেছিলাম অনেক ভয় লাগে। এই গাড়ির চাকা তিনটা।


IMG_20230720_174302_965.jpg

আমরা বাঙালিরা সবসময় অবৈধ এবং বিপজ্জনক জিনিস বেশি পছন্দ করি। হাইওয়ে রাস্তা নিরাপদ করতে গেলে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।



লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

আসলে এটা অনেক ঝুঁকিপূর্ণ যানবাহন।এগুলো গাড়ি অনেক সময় উল্টে যায়।আমাদের গ্রামেও এগুলো গাড়ি মাঝে মাঝে দেখা যায়।আপনি ভটভটি যানবাহন নিয়ে অনেক সুন্দর আলোচনা করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year (edited)

আপনি ঠিকই বলেছেন ভাইয়া। এটি একটি ঝুঁকিপূর্ণ যানবাহন। প্রায়ই শুনি যে এগুলো উল্টে যায়। আমবাড়ি হাটের দিন করে এই যানবাহনগুলো আমাদের এলাকার রাস্তায় দেখা যায়। কিছুদিন আগে এই ভটভটি ও ভ্যানের এক্সিডেন্ট হয়ে ভ্যানওয়ালা মারা যায় যশাই মোড়ের দূর্গাপুর গ্রামে।এগুলো পাশ দিয়ে গেলে আমার খুব ভয় লাগে।তবে গাড়ির চালক আপনাকে যে যুক্তি দিয়েছেন তা শুনে আমার খুব হাসি পেল। আপনি অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ আপু অসাধারণ মন্তব্যের জন্য।এ যানবাহন গুলো সত্যিই অনেক ঝুঁকিপূর্ণ।

 last year 

জি ভাই ঝুঁকিপূর্ণ যান চলাচলের মধ্যে একটি হচ্ছে ভটভটি। মহাসড়কে এগুলো খুবই বিপদজনক। তবে অল্প ভাড়ায় চলার কারণে, এগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বেদ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মাঝে মাঝেই দুর্ঘটনার খবর শোনা যায় এই ভটভটি দ্বারা। তাই সবাইকে সতর্ক থাকা উচিত। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 last year 

এই ভটভটি শুধু শহরেই নয় বরং গ্রামে রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখে। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যানযট। যানযট নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আমাদের বাংলাদেশ প্রচুর যানজট রয়েছে। আমি মাগুরায় গিয়েছিলাম সেখানে যে কোন জিনিস এই ভটভটির মাধ্যমে বহন করা হয়। অল্প একটু জ্যাম সৃষ্টি হলে ভটভটি নিয়ে বিপাকে পড়তে হয়। ভটভটির গিয়ার শুধু সামনে পিছনে না। হালকা জ্যামে পড়লে, গাড়ি যদি পিছানোর লাগে তাহলে ড্রাইভারকে নেমে পিছন পাশে ঠেলা মারতে হয়। এ কারণে যানজট বেশি সৃষ্টি হয়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য

 last year 

মহাসড়কে এসব ভটভটি চললে সব সময় বিপদের আশঙ্কা থাকে। চালকের সঙ্গে আপনার তর্ক বেশ হাস্যকর। তবে আপনি ঠিকই বলেছেন তাকে, এত লোড নিয়ে গাড়ি চালানো অবৈধ বিশেষ করে মহাসড়কে। দারুন একটি দিক তুলে ধরেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এই যানবাহনগুলোতে সাধারণত মালামাল বহন করা হয়। এগুলো থেকে নির্গত হওয়া ধোঁয়া মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এই যানবাহনগুলো সবসময় বেশী করে মালামাল বহন করে যেটা আসলেই ঝুকিপূর্ণ। খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মহাসড়ক গুলোতে যানযট সৃষ্টি করার মুল কারন হলো ভটভটি। ভটভটি গুলো অল্প টাকা চালিত বলে সকলে এই ভটভটিতে চড়ে বেড়ায়। এই ভটভটিগুলো মহাবিপদজনক। সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য

 last year 

রাস্তায় এসব অবৈধ যানবাহন যেমন ঝুঁকিপূর্ণ ঠিক তেমনি পরিবেশ দূষণেও সবথেকে বেশি দায়ী। এসব গাড়ির শব্দ ও কালো ধোঁয়া পরিবেশ দূষিত করে। আমাদের সকলের উচিত এসব অবৈধ যানবাহনের ব্যবহার কমানো। আপনি অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সাজিয়ে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41