দিনাজপুর বড় মাঠ

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলোচনা করবো দিনাজপুর বড় মাঠ নিয়ে। তো চলুন শুরু করা যাক।

দিনাজপুর বড় মাঠ
Picsart_23-07-29_16-01-20-002.jpg
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান দিনাজপুর বড় মাঠ নামে সকলের কাছেই পরিচিত। ৭৮ একরের বিশাল এই মাঠটি দিনাজপুরের প্রাননাথপুর ও খামার ঝাড়বাড়ী মৌজায় অবস্থিত। এই ময়দানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। যার কারনে এই বড় মাঠ পুরো বাংলাদেশের কাছে পরিচিত। প্রতিবছর যেমন এই মাঠে দেশের সবচেয়ে বড় ঈদ এর নামাজের জামাত অনুষ্ঠিত হয় ঠিক তেমনি প্রতিবছর এই বড় মাঠেই দিনাজপুর শিল্প ও বানিজ্য মেলাও অনুষ্ঠিত হয়। প্রতিদিন বিকাল বেলায় এই মাঠে অনেক মানুষ খেলতে আসে আবার অনেক মানুষ ঘুরতে আসে। তবে শেষ বিকালের দিকে মানুষ অনেক বেড়ে যায়। দেখে মনে হয় মেলা লেগেছে।

Picsart_23-07-29_16-07-20-538.jpg
Picsart_23-07-29_16-02-47-553.jpg
Picsart_23-07-29_16-04-16-576.jpg
আমিও গতকাল বিকালে আমার বন্ধুদের সাথে গেলাম সেখানে সময় কাটানোর জন্য। গিয়ে দেখি যে পুরো মাঠটা কয়েকটা খন্ডে বিভক্ত করা হয়েছে। আলাদা আলাদা মাঠ আলাদা আলাদাভাবে বাশ দিয়ে ঘিরে নিয়েছে যেটা মাঠের সৌন্দর্যটাকেই নষ্ট করে দিয়েছে। ক্রিকেট খেলার পিচটা ঢেকে রাখা হয়েছে। আর একপাশে আরো একটি নতুন পিচ বানানো হয়েছে সেটাও ঢেকে রেখেছে। মাঝখানের মাঠে দুইটা ফুটবল খেলা হচ্ছিলো। আর মাঠের মিনারের কাছে সিড়িতে অনেক মানুষ বসে ছিলো। কেউ প্রেমিকা নিয়ে এসে গল্প করছে আবার কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমরাও সেখানে গিয়ে কিছুক্ষন বসে গল্প করলাম।বড় মাঠে প্রায়ই ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে। দূর্ভাগ্যবসত কাল কোনো টুর্নামেন্টের ম্যাচ ছিলো না।

Picsart_23-07-29_16-03-17-090.jpg
Picsart_23-07-29_16-06-48-607.jpg
Picsart_23-07-29_16-08-10-072.jpg

যেহেতু বড় মাঠে প্রতিদিন অনেক মানুষ যাওয়া আসা করে তাই এই মাঠের এক পাশে অনেকগুলো মুখরোচক খাবারের দোকান আছে। ফুচকা, চটপটি, পানিপুরি, আচার, পেয়ারা মাখা, আনারস মাখা, মুড়ি মাখাসহ আরো অনেক দোকান আছে। এই দোকানগুলোর সামনে দিয়ে হাটলেই তারা সবাই ডাকে আর বলে মামা আসেন এই দিকে। তখন নিজেকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয়😆 আমি, কাওসার ও আল-আমিন তিনজন মিলে সেখানে গিয়েছিলাম। আমরা আনারস মাখা খেলাম। তারপর মাঠে এসে কিছুক্ষন খেলা দেখলাম। বড় মাঠে সবাই বুট পরে খেলে। তাদের খেলা দেখতে বেশ ভালোই লাগলো। পাসগুলো ভালো দিচ্ছিলো প্লাস জায়গা পরিবর্তন করে খেলছিলো। খেলা দেখতে দেখতে একটু ফটোগ্রাফিও করে নিলাম।


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনদিনাজপুর

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে


Vote for @bangla.witness

Sort:  
 last year 

আমাদের দিনাজপুর বাসীদের জন্য এই বড় মাঠ অত্যন্ত গৌরবের একটি বিষয়। দিনাজপুর বড় মাঠ আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। এই মাঠে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে গত কয়েক বছর থেকে। যা সারা বাংলাদেশের কাছে আমাদের দিনাজপুর কে আরো পরিচিত করে তুলেছে। দিনাজপুর বড়মাঠ নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

দিনাজপুর বড় মাঠ সবথেকে বেশি পরিচিত ঈদের বড় জামাতের জন্য। দিনাজপুর মাঠে বানিজ্য মেলায় দুইবার গিয়েছিলাম বেশ বড় মেলা লাগে সেখানে। বিকালবেলা ফুটবল এবং ক্রিকেট খেলতে দেখতে পাওয়া যায় মাঠে। মাঠের অপর প্রান্তে আবার নেটের ভিতরে ক্রিকেট প্রাক্টিস করায়। সুন্দর পোস্ট করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুরের বড় মাঠ, দিনাজপুরবাসীর জন্য এক গৌরবের। এই মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগা মাঠ অনুষ্ঠিত হয়। তবে আমার কখনো যাওয়া হয়নি, সময় পেলে দিনাজপুরের বড় মাঠ দেখতে যাবো। সুন্দর উপস্থাপন করেছেন ভাই, ফটোগ্রাফির দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুর বড় মাঠকে গো-এ-শহীদ ঈদগাহ ময়দান বলা হয়। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান।দিনাজপুরে থাকাকালীন আমি আর আমার রুমমেট মিলে প্রতি শুক্রবার বিকেলে বেলা ঘুরতে যেতাম।এই বড় মাঠেই প্রতিবছর বান্যিজ্যমেলা অনুষ্ঠিত হয়। আপনার তোলা বড় মাঠের ছবিগুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ আপু

 last year 

মনে হচ্ছে দিনাজপুর বড় মাঠে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আমিও যখন দিনাজপুরে থাকতাম এখন প্রায়ই এখানে ঘুরতে যেতাম। এখানে সব থেকে বেশি ভিড় হয় শুক্রবারের দিনে। দেখে মনে হয় যেন ঈদের দিন। এটি দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদগাহ ময়দান। তাই এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আপনি সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

Loading...
 last year 

দিনাজপুর বড় মাঠ আমাদের কাছে সবার পরিচিত।দিনাজপুর অঞ্চলের মধ্যে এটা সব থেকে বড় ঈদগাহ মাঠ।আমি অনেক কয়বার বড় মাঠে গেছিলাম।বড় মাঠে বানিজ্য মেলা বা বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।আপনি সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুরের এই বড় মাঠে অনেক সময় কাটিয়েছি। জীবনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বড় মাঠ ঘিরে। এখানে সময় কাটাতে আমার অনেক ভালো লাগতো, বিশেষ করে শীতকালে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুর শহরের বড় মাঠের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই মাঠে সারা বছরই বিকেল বেলায় ক্রিকেট খেলার অনুশীলন করানো হয় । বর্তমানে এই মাঠটির সার্বিক উন্নয়নের কাজ চলমান রয়েছে। আশা করি ভবিষ্যতে এই মাঠটি আরও চমৎকারভাবে দিনাজপুরবাসীরা দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43