বর্ষাকালে গ্রামের ছেলেদের জাল দিয়ে মাছ ধরার নেশা

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম

শা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে বাইরে বের হয়েই পাড়ার ছোট ভাইদের মাছ ধরার দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। আজকে শেই কাহিনীই শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক।


Picsart_23-09-03_09-14-30-154.jpg
মাছ ধরা হলো এক ধরনের নেশা। একটা সময় গ্রামাঞ্চলে থাকা জমিগুলোতে অনেক মাছ পাওয়া যেতো। ছোটবেলায় আমি ও আমার জেঠাতো ভাই এইরকম জাল দিয়েমাছ ধরতাম। যদিও তেমন কোনো মাছ ধরতে পারি নি কিন্তু একটা ভালোলাগা কাজ করতো। দিন দিন জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার অনেক বেড়ে যাচ্ছে যার কারনে জমিতে এখন মাছও অনেক কমে যাচ্ছে। বর্ষাকালে যখন অনেক পানি হয় তখন পুকুর থেকে মাছ উঠে আসে জমিতে আবার আকাশ থেকেও মাছ পরে। এখনকার ছেলেরা এই মাছ ধরার মজা তেমন বুঝে না। এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।

Picsart_23-09-03_09-09-44-227.jpg
Picsart_23-09-03_09-10-45-524.jpg
Picsart_23-09-03_09-11-25-409.jpg
Picsart_23-09-03_09-12-39-207.jpg
Picsart_23-09-03_09-13-54-727.jpg
তবে আমাদের পাশের বাড়ির একজন চাচাতো ভাই আছে নাম তার সোহেল। সে যেখানেই যায় সেখানেই মাছ পায়। ছবিতে যে ছেলেগুলোকে দেখতে পারছেন বর্তমানে এরা ছাড়া কেউই তেমন মাছ ধরে না। ফিরোজ ও সাখাওয়াত এই দুইজন একটি নিচু জমিতে জাল বসিয়েছিলো। জাল বসিয়ে ১-২ ঘন্টা পর চলে এসেছে জাল উঠানোর জন্য। সাখাওয়াতকে জমির দিকে যাওয়া দেখে আমিও চলে গেলাম ওর পিছে। গিয়ে দেখলাম তিনজন জাল দিয়ে মাছ ধরছে। আশরাফুল ভাই জাল বসায় নি সে সাখাওয়াতকে সাহায্য করতে গিয়েছে সেখানে। আর ফিরোজের জালে অনেক মাছ আটকে যার কারনে ফিরোজ অনেক খুশী।

Picsart_23-09-03_09-18-15-229.jpg
Picsart_23-09-03_09-17-33-216.jpg
Picsart_23-09-03_09-16-35-898.jpg
Picsart_23-09-03_09-15-20-008.jpg
ফিরোজ সম্প্রতি মাথা ন্যাড়া করেছে যার কারনে সে মাথায় ক্যাপ দিয়েছিলো। আর দুপুর বেলা রোদও ছিলো অনেক। মআথায় ক্যাপ দিয়ে ফিরোজ অনেক সুবিধাই পেয়েছে। ওদের মাছ ধরার দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো। ছোটবেলায় আমিও এইরকম জাল দিয়ে মাছ ধরেছি। কিন্তু জমিতে না। আমি ধরেছিলাম নদীতে। আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে করতোয়া নদী। সেই নদীতেই আমি আর আমার জেঠাতো ভাই মাঝে মাঝে মাছ ধরতে যেতাম। জাল উঠানোর পর যখন দেখতাম যে জালে মাছ আটকা পড়েছে তখন অনেক মজা পেতাম। মাঝে মাঝে মনে হয় কেনো যে বড় হলাম। ছোটবেলার স্মৃতিগুলো কতোই না মধুর ছিলো। আবার যদি ফিরে যেতে পারতাম শৈশবে।


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনজমির হাট, পার্বতীপুর, দিনাজপুর।


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আয়াহা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে💙


Vote for @bangla.witness

Sort:  
 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg
 last year 

ধন্যবাদ

 last year 

বর্ষার সময় গ্রাম অঞ্চলে মাছ ধরার আমত পড়ে যায়। তবে এই জাল দিয়ে আমিও আগে অনেক মাছ ধরতাম। এই জাল গুলোকে আমাদের এলাকায় ফাঁসি জাল বলা হয়। ফাঁসি জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা। যে রোদ ভাইয়া ন্যাড়া মাথায় যদি ক্যাপ না দিত তাহলে অবস্থা খারাপ হয়ে যাইত। যাই হোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

গ্রামের মানুষেরা বর্ষাকালে বিভিন্ন জলাশয়ে বিভিন্ন জালের সাহায্যে মাছ ধরতে খুব পছন্দ করে। আমাদের এলাকায় এই জালটিকে বলা হয় ফান্দি জাল। এই জাল দিয়ে পুঁটি মাছ সবচেয়ে বেশি ধরা যায়। বৃষ্টির পানিতে জলাশয় গুলোর পানি বৃদ্ধি পেলে এই জাল বিছিয়ে মাছ ধরা সবচেয়ে বেশি দেখা যায়। আপনি এই জাল দিয়ে মাছ ধরার বেশ কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছেন । ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

মাছ ধরা হলো এক ধরনের নেশা। একটা সময় গ্রামাঞ্চলে থাকা জমিগুলোতে অনেক মাছ পাওয়া যেতো।

জি ভাই এই নেশায় আমিও আসক্ত। জাল দিয়ে সহজেই মাছ ধরা যায়। আমি যখন গ্রামে থাকতাম তখন প্রচুর মাছ ধরতাম, সেই স্মৃতি মনে পরে গেলো। সাজিয়ে গুছিয়ে লিখছেন ভাই, অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ

 last year 

গ্রামের ছেলেদের মধ্যে এই ধরনের জাল দিয়ে মাছ ধরার নেশা লক্ষ্য করা যায়। বর্ষাকালে যখন চারিদিক পানি দিয়ে থৈ থৈ হয়ে যায় তখন এই ধরনের জাল জমিতে বসানো হয়। আমাদের এলাকায় এ জালগুলোকে ফান্দি জাল বলে। এই ধরনের জালগুলোতে ছোট মাছ গুলো বেশি আটকা পড়ে। তবে সব থেকে বেশি পুঁটি মাছ ধরা পড়ে ।আপনি গ্রাম বাংলার একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে আপনি ঠিকই বলেছেন এখন কার বাচ্চারা মোবাইল গেমিং এ আসক্ত। তারা এসব জিনিসের সাথে কম পরিচিত। আপনি সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। তোরা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ

ঠিকই বলেছেন ভাই, আমাদের এদিকেও অনেক পোলাপাইন এরকম জাল দিয়ে বিলে, মাঠে মাছ ধরে বেড়ায়। আমিও ছোটবেলায় অনেক মাছ ধরেছি কিন্তু জাল দিয়ে কখনো ধরা হয় নাই। বরশি দিয়ে মাছ ধরতাম অনেক ভালো লাগতো। মাছ ধরার মজাই আলাদা ভাই, মাছ ধরতে অনেক ভালো লাগে। বর্ষাকালে গ্রামের ছেলেদের জাল দিয়ে মাছ ধরার কিছু অসাধারণ ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন আর খুব সুন্দর আলোচনা করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

আমার ভাই বলে মাছ ধরার নেশা নাকি অনেক বড় নেশা। বর্ষাকালের নদী -নালা, খাল-বিল এসব জায়গায় অনেক বেশি মাছ পাওয়া যায় তাই এ সময় অনেকেরই মাছ ধরা নেশা হয়।

বর্ষাকালে যখন অনেক পানি হয় তখন পুকুর থেকে মাছ উঠে আসে জমিতে আবার আকাশ থেকেও মাছ পরে।

আপনার লেখা এই লাইনটি পড়ে বেশ মজা পেলাম আমি।ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

জ্বী ভাইয়া আপনি ঠিক বলেছেন মাছ ধরা আমাদের ছেলে পেলেদের একটি নেশায় পরিণত হয়েছে। আসলে আমরা ছোট থাকতে একসময় প্রচুর মাছ ধরতাম এগুলো জাল ব্যবহার করে। এবং আমাদের এলাকায় এখনো কিছু লোক রয়েছে এই জালের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় মাছ ধরে থাকে। কারণটা হলো নদীর মাছ অনেক মিষ্টি হয়ে থাকে৷ তাই খেতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

আমার নিজের দুইটা ফাঁস জাল আছে আমি মাঝে মধ্যেই মাছ ধরি। প্রচুর বৃষ্টি শুরু হলেই পুকুর গুলো পানিতে তলিয়ে যায় এবং ফাঁস জালে মাছ ধরা পড়ে। আকাশ থেকে পড়া মাছ আমি কয়েকবার কুড়িয়েছিলাম। কিন্তু এখন তেমন আর দেখতে পাওয়া যায়। আর এখনকার ছেলেরা গেম নিয়েই ব্যস্ত মাছ ধরবে কখন ভাই।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68712.16
ETH 2434.53
USDT 1.00
SBD 2.34