ঈদের দিনের সুন্দর মুহূর্ত

in Steem For Tradition11 months ago (edited)
আসসালামু আলাইকুম

শা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। @sft-devt.acc কর্তৃক আয়োজিত ঈদ উপলক্ষে কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।


Picsart_23-07-02_08-04-34-272.jpg

Device : Samsung Galaxy A13 | | Plus code : MXF6+MV

ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় যে দুটি উৎসব তার মধ্যে ঈদ-উল-আজহা একটি। প্রতি বছর বাড়ির বাইরে থাকা সন্তানেরা, কর্মজীবী বাবারা ঈদের আগে বাড়ি ফিরে তাদের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। তারপর মসজিদে হুজুর কুরবানির ফজিলত সম্পর্কে বয়ান দিলো। সেই বয়ান শুনলান। ঈদের নামাজের সময় নির্ধারন করা হলো সকাল ৮টার সময়। নামাজ পড়ে বাড়িতে এসে আম্মুকে রুটি বানাতে সাহায্য করলাম। তারপর সকাল ৭টায় গোসল করে রুটি দিয়ে হাঁসের মাংস খেলাম। তারপর পায়জামা পাঞ্জাবি পড়ে গায়ে আতর মেখে চলে গেলাম ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার জন্য। আমাদের ছোটো গ্রামে নতুন একটি ঈদগাহ মাঠ বানানো হয়েছে যার কারনে মানুষ অনেক কম।

Picsart_23-07-02_08-01-31-277.jpg

Device : Samsung Galaxy A13 | | Plus code : MXF6+PV

Picsart_23-07-02_08-10-51-402.jpg

Device : Iphone X | | Plus code : MX95+PCP

Picsart_23-07-02_08-23-30-247.jpg

Device : Iphone X | | Plus code : MX95+VJC

যাই হোক আমাদের হুজুর একজন তরুন। আমার চেয়ে বয়সে সে ছোটো। খুবই সুন্দর বয়ান দিয়েছে ঈদের দিন। তারপর নামাজের পর সবাই একে একে হুজুরের সাথে হাত মোলাকাত করলাম। করার পর কয়েকটা ছবি তুললাম। আমার বাবার সাথে ছবি তুলে বাড়ি ফিরে আসলাম। বাড়ি আসতে না আসতেই আমার বন্ধু তাসিম ফোন দিলো। বললো যে, চল একটু তুলসীপুকুর এর ওইদিক থেকে হেটে আসি। কারন যেহেতু কুরবানির ঈদ তাই বিকালে ফ্রি নাও থাকতে পারে। হাটতে হাটতে তুলসীপুকুর গেলাম। সেখানে কিছুক্ষন গল্প করে ছবি তুলে বাড়ি ফিরে আসলাম। তারপর পায়জামা পাঞ্জাবি খুলে রেখে অন্য পোশাক পড়ে চলে গেলাম গরু জবাই করতে। আমরা ভাগে কুরবানি দেই। গরু জবাই করার পর মাংস কাটাকাটি করে ভাগ করতে করতে দুপুর ১টা বেজে গেলো। ১২ টার সময় বাড়িতে রান্না করার জন্য কিছু মাংস পাঠিয়ে দেয়া হয়েছিলো। বাড়িতে এসে আগে ওগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম। এরপর আত্মীয় স্বজনদের বাড়িতে মাংস পৌঁছে দেয়ার কাজ। দুইজনের বাড়িতে গেলো আমার ফুফাতো ভাই আর দুইজনের বাড়িতে গেলাম আমি। আর দশের মাংস আমার আম্মু বিতরণ করে দিলো। এভাবে বিকালের মধ্যেই আমরা মাংস বন্টনের কাজ শেষ করলাম।

Picsart_23-07-02_08-07-19-271.jpg
Picsart_23-07-02_08-06-49-667.jpg
Picsart_23-07-02_08-05-49-033.jpg
Picsart_23-07-02_08-05-30-985.jpg

Device : Samsung Galaxy A13 | | Plus code : MXF9+GP

তারপর বন্ধুদের ফোন দিলাম। সবার কাজ শেষ। সবাই এখন ফ্রি। আমি বাড়ির কাছে একটি দোকানে বসে ছিলাম হঠাৎ করে আমার বন্ধু মেসিবাবু চলে আসলো গাড়ি নিয়ে। ওর ফুফুর বাড়ি থেকে মাংস দিয়ে বাড়ি ফিরছিলো ও। মেসিবাবুর গাড়িতে চড়ে ওদের এলাকায় চলে যাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার বন্ধু সোহাগ ও আল-আমিনের দেখা। তাদেরকেও গাড়িতে নিয়ে চলে গেলাম। মেসিবাবুদের এলাকায় একটি ব্রীজ আছে সেই ব্রীজে গিয়ে কাওসার ও হাসানুরকে ফোন দিয়ে আসতে বললাম। সবাই মিলে সেখানে আড্ডা দিতে শুরু করলাম, সেলফি তুললাম, একে একে সবার ছবিও তুলে দিলাম। সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে আমার বান্ধবী ফোন দিয়ে দেখা করতে বললো আমি বললাম যে যেতো পারবো না এর জন্য কিছু কথা কাটাকাটি হয়ে গেলো এবং সে ঈদের দিন থেকে এখন পর্যন্ত আমার বান্ধবীর সাথে আর আমার কথা হয় নি।

Screenshot_20230702_083151_MX Player.jpg

Screenshoot when watching movie. | | Plus code : MXF6+9HG

সেখান থেকে বাড়ি ফেরা আগে আমরা একটি দোকানে গিয়ে স্পীড ও চিপস খেলাম। তারপর সোহাগের কাছ থেকে মুই নিয়ে বাসায় ফিরলাম। বাড়িতে এসে ফ্রেস হয়ে আমার রুমে বসে একটু মোবাইল টিপলাম। কিছুক্ষন পর আম্মু খেতে ডাকলো। তারাতারি রাতের খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে মুভি দেখা শুরু করে দিলাম। মুভির নাম কোল্ড কেস। এটি একটি থ্রিলার মুভি। এই মুভিটি শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত কেউই ধারনা করতে পারবে না যে কে খুনী। মুভি দেখার পর শুয়ে পড়লাম। এভাবেই কাটলো আমার ঈদের দিনটি।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সবাইকে💙
Sort:  
 11 months ago 

ঈদ মানেই আনন্দ। ঈদগাহ ময়দানে নামাজ পড়ার মজাই অন্যরকম। বছরে দুই বার আমরা সকল মুসলিম প্রাণ ভাইয়েরা ঈদের নামাজ পড়ি। ঈদের সুন্দর মূহুর্ত নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 11 months ago 

ধন্যবাদ ভাই

 11 months ago 

ঈদ মোবারক। ঈদের দিন অনেক আনন্দ করেছেন। কুরবানি ঈদের দিন সাদারণত বেশি সময় পাওয়া যায় আনন্দ করার। কারণ পশু কুরবানি দেয়ার পর অনেক কাজ থাকে এবং সবাই ক্লান্ত থাকে। তবে আমরা রাতে ঘুরতে বের হয়েছিলাম এবং ভ্যানে করে ঘুরেছি। কোল্ড কেস মুভিটা আমিও দেখেছি। বেশ ভালো লেগেছে।

 11 months ago 

ধন্যবাদ ভাই

Loading...
 11 months ago 

ঈদ মোবারক ভাই, ঈদ মুসলমানের জীবনে আনন্দময় মুহূর্ত। বছরে আমরা দুইটা ঈদ পেয়ে থাকি একটা হলো ঈদুল ফিতর অন্যটা হচ্ছে ঈদুল -আযহা। সুন্দর সময় পার করছেন অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

ধন্যবাদ ভাই

 11 months ago 

ঈদের দিন সবাই কম বেশি অনেক ব্যস্ততার মধ্যে পার করেছেন। কেননা এই ঈদে সবাইকে অনেক ব্যস্ত থাকতে হয় কুরবানির জন্য। খুবই সুন্দর লাগলো আপনার পোস্ট টি পড়ে। ধন্যবাদ

 11 months ago 

ধন্যবাদ ভাই

 11 months ago 

ঈদ মোবারক ভাইয়া। আপনার দিনটি অনেক সুন্দর কেটেছে। ঈদ মানে খুশি আর খুশি বয়ে আনুক সবার জীবনে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট মাঝে মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

ধন্যবাদ ছোটো

 11 months ago 

ঈদের দিনের সুন্দর মুহূর্ত নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।অসাধারণ হয়েছে পোস্ট। ধন্যবাদ।

 11 months ago 

ধন্যবাদ ভাই

 11 months ago 

ঈদের দিনের আনন্দের মুহুর্ত নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন। কুরবানি ঈদে সবাই ব্যস্ত থাকে।এর মধ্যে থেকে সময় বের করে আমরা অনেক আনন্দ করে থাকি।আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 11 months ago 

ধন্যবাদ আপু

 11 months ago 

ঈদের দিনের সুন্দর মুহূর্ত নিয়ে সুন্দর আলোচনা করছেন।ঈদের দিনে আমরা সবাই অনেক আনন্দ করছি।ঈদের দিন মানেই আনন্দের দিন।আপনি দারুণ লেখছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71077.17
ETH 3807.29
USDT 1.00
SBD 3.47