ঐতিহ্যবাহী শ্যালো মেশিন

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ঐতিহ্যবাহী শ্যালোমেশিন নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।
Picsart_23-07-27_12-26-02-815.jpg
শ্যালোমেশিন হলো একটি ইঞ্জিন চালিত মেশিন। যেটা দিয়ে পানি সেচ দেয়া হয়। শ্যালোমেশিন ডিজেল চালিত একটি যন্ত্র। এটা চালানোর জন্য ডিজেলের প্রয়োজন হয়। একটা নির্দিষ্ট জায়গায় একটি নলকূপ বসানো থাকে। সেখানেই শ্যালোমেশিন বসিয়ে এটি চালানো হয়। শ্যালোমেশিন স্টার্ট করার সময় এটার সামনে পানি বের হওয়ার জন্য যে লম্বা পাইপটা থাকে সেখানে ছোট একটা বাটি দিয়ে কাদা দিয়ে পাইপের সাথে আটকে দেয়া হয় যাতে বাতাস বের হতে না পারে। তারপর এটা স্টার্ট হয়ে গেছে বাটি আপনা আপনি নীচে পরে যায় ও পানি বের হতে শুরু করে। শ্যালোমেশিন চালানোর জন্য এক পাশে একটি ইঞ্জিন থাকে এবং ইঞ্জিনের উপরে দুইটি অংশ থাকে একটা দিয়ে ধোঁয়া বের হয় আর একটা দিয়ে ডিজেল ঢালতে হয়।

Picsart_23-07-27_12-28-23-059.jpg
Picsart_23-07-27_12-30-10-000.jpg
Picsart_23-07-27_12-29-39-484.jpg

২০০০ সালের পর থেকে শ্যালোমেশিনই ছিলো মানুষের জমিতে সেচ দেয়ার একমাত্র অবলম্বন। তখন মানুষ এটা দিয়েই জমিতে পানি সেচ দিতো। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন অনেক বৈদ্যুতিক মোটর বের হয়েছে। মানুষ এখন বৈদ্যুতিক মোটর দিয়ে নিজেদের জমিতে পানি সেচ দেয়। শ্যালোমেশিন দিয়ে পানি সেচ দিলে পানির উপরের স্তর থেকে পানি আসে আর বৈদ্যুতিক মোটরের সাহায্যে এখন গভীর থেকে স্বচ্ছ পানি আসে যেগুলো জমিতে সেচ দেয়ার সাথে মানুষের পান করার জন্যও উপযোগী। এতো কিছু সুবিধার জন্য শ্যালোমেশিনের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। কিন্তু মানুষ ভুলে যাচ্ছে তাদের ঐতিহ্যকে। একটা সময় এটাই ছিলো পানি সেচের একমাত্র উপায়। এখনো হাতে গোনা গ্রামের কয়েকজন লোক এই শ্যালোমেশিন দিয়ে পানি সেচ দিয়ে থাকে।

Picsart_23-07-27_12-26-44-440.jpg
Picsart_23-07-27_12-28-58-070.jpg
Picsart_23-07-27_12-27-20-679.jpg

আমাদের গ্রামেও আগে অনেক শ্যালোমেশিন ছিলো। কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে গেছে। ছোটবেলায় এইসব শ্যালোমেশিনে গোসল করার কথা আমার এখনো মনে পড়ে। গত সপ্তাহে যখন আমি বাড়িতে ছিলাম তখন দেখলাম যে একজন লোক জমিতে শ্যালোমেশিন দিয়ে পানি দিচ্ছে। অনেকদিন পর শ্যালোমেশিন দেখলাম তাই তাড়াতাড়ি করর সেখানে গেলাম। গিয়ে শ্যালোমেশিনের কয়েকটা ছবি তুললাম। আমার সাথে আমার পাড়ার চাচাতো ভাই আহসানও গিয়েছিলো। ওদের জমিতেও পানি দিবে তাই গিয়ে মেশিনওয়ালাকে বললো আপনার জমিতে পানি দেয়া হলে আমাদের জমিতেও পানি দিয়েন। এই শ্যালোমেশিন আমাদের ঐতিহ্যকে বহন করে। এগুলোকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনজমির হাট, পার্বতীপুর, দিনাজপুর।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে


Vote for @bangla.witness

Sort:  
 last year 

ছোটবেলায় দেখতাম শুধুমাত্র শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেয়া হত। বর্তমানে পানি দেওয়া হয় কিন্তু অনেক কমে গেছে আগে চাইতে। শ্যালো মেশিনের পানিতে শীতকালে অনেক গোসল করেছি।চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন, শুভকামনা রইল

 last year 

শ্যালো মেশিন আমাদের সোনালী অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। ছোটবেলায় আমরা শ্যালো মেশিনের পানিতে গোসল করতাম। বর্তমানে বিদ্যুৎ সময়মতো না থাকায় কৃষকেরা আবার শ্যালো মেশিনের দিকে ঝুঁকে পড়ছেন। আপনার তোলা ছবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

Loading...
 last year 

ডিজেল চালিত শ্যালো মেশিন আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্য। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি জমিতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন ব্যবহার করা হতো। আমাদেরও শ্যালো মেশিন ছিলো। আমি শ্যালো মেশিন চালাতে জানি, সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই মুগ্ধ হয়ে গেলাম , সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই
অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ডিজেল চালিত শ্যালো মেশিন গুলো মূলত আমাদের দেশের কৃষি কাজের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়া পুকুর সেচ বা অন্য কাজেও এই মেশিন ব্যবহৃত হয়। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন ভাইয়া। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।আপনাকে

 last year 

ঐতিহ্যবাহী শ্যালো মেশিন নিয়ে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই।শ্যালো মেশিন আমাদের দেশে অনেক আগের পদ্ধতি।বর্তমান সময় কারেন্ট না থাকায় শ্যালো মেশিন কম বেশি সবাই ব্যবহার করতেছে।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

শ্যালোমেশিন হলো ডিজেল চালিত। ডিজেল চালিত শ্যালোমেশিন ঐতিহ্য বহন করে।আমাদের দেশের এক সময়ে শ্যালোমেশিনের চাহিদা ব্যাপক ছিল। বর্তমান সময়ে শ্যালোমেশিন রয়েছে তবে বিদ্যুৎ আসার কারনে এর ব্যবহার হয়তো কম। ডিজেল চালিত শ্যালোমেশিন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

একসময় শ্যালো মেশিন ছিল সেচের একমাত্র মাধ্যম।কিন্তু এখন মানুষ শ্যালো মেশিনের থেকে বিদ্যুতিক মটারেই বেশি ব্যবহার হচ্ছে। আমার নানার বাসায় এখনো একটি শ্যালো মেশিন রয়েছে।এবার অতিরিক্ত লোডশেডিং এর ফলে তারা আবার শ্যালো মেশিন ব্যবহার করছে।শ্যালো মেশিন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 last year 

শ্যাল মেশিন কৃষকদের মূল অস্ত্র ছিলো, কিন্তু যুগ পরিবর্তনের কারণে এখন খুবই কম দেখা যায়, আপনি অনেক সুন্দর করে বিষয়টি তুলে ধরেছেন, এছাড়াও আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43