দিনাজপুরের ঐতিহ্যবাহী দিনাজপুর রাজবাড়ী

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক।

Picsart_23-07-17_20-06-47-888.jpg
দিনাজপুর শহরের মধ্যে ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে দিনাজপুর রাজবাড়ী অন্যতম। রাজা দিনরাজ ঘোষ দিনাজপুর রাজবাড়ী ও দিনাজপুর রাজ্য স্থাপন করেন। রাজা দিনরাজের নাম থেকেই এই রাজ্যের নাম হয় 'দিনরাজপুর' যা বারেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর। তবে অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত 'রাজা গনেশ' এই বাড়ির স্থপতি। দিনাজপুর শহরের খুব কাছেই অবস্থিত এই রাজবাড়ীটি। ১৯৫১ সালে জমিদার প্রথা বিলুপ্তির পরে দিনাজপুর রাজবাড়ীর জৌলুশে ভাটা পড়তে থাকে। দিনাজপুর রাজবাড়ীর সর্বশেষ জমিদার জগদীশনাথ ১৯৬২ সালে কলকাতায় মৃত্যুবরন করেন। রাজবাড়ীর ভিতরে শেষ জমিদার জগদীশনাথের একটি ছবি ও তার আগের জমিদার মহারাজা গিরিজানাথ রায় বাহাদুরের একটি বড় ছবি আছে।

Picsart_23-07-17_20-07-18-403.jpg
Picsart_23-07-17_20-06-26-033.jpg
Picsart_23-07-17_20-10-02-565.jpg
গতকাল আমি ও আমার তিনজন বন্ধু মিলে দিনাজপুর রাজবাড়ীটি দেখতে গিয়েছিলাম। আমাদের মেস থেকে ১কিলোমিটার এরও কম দুরত্বে অবস্থিত এটি। তাই আমরা হেটেই গেলাম সেখানে। রাজবাড়ীতে প্রবেশের সময় বিশাল একটি ফটকের দেখা মিলবে। প্রধান এই ফটকটি রাস্তার সাথে অবস্থিত। এরপর প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পর সোজা গিয়ে বাদ দিকে যেতে হবে তারপর দেখলাম আরো একটি বড় ফটক। এই ফটকগুলো দেখে মনে হচ্ছিলো এই বছরেই না হলে বড়জোর আগের বছরে এগুলোতে রঙ করা হয়েছে। তিভরে ঢুকে দেখলাম হাতের বাম পাশে আছে মন্দির আর ডান পাশে জমিদারের বাড়ি। আগে ডানদিকে গেলাম। সেখানে যেতেই সামনে আরো একটি ফটক পড়লো। ফটিক দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখলাম যে রাজবাড়ীটি রঙ করা এবং একটি বাশের বেড়া দিয়ে বাড়ির দরজা বন্ধ করা।

Picsart_23-07-17_20-10-47-824.jpg
Picsart_23-07-17_20-11-58-172.jpg
Picsart_23-07-17_20-11-12-847.jpg
এরপর গেলাম রাজবাড়ী মন্দিরে। সেখানে গিয়ে দেখলাম কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করছে। আমরা তিনজন মন্দিরের ভিতর ঢুকলাম। কাওসার ঢুকলো না সে বাইরে দাঁড়িয়ে ছিলো। মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম হিন্দুদের গনেশ ঠাকুরের ছোট একটা মূর্তি দেখলাম। তারপর দেখলাম মন্দিরটাতেও রঙ করা হয়েছে। সবকিছুই দেখতে নতুনের মতো হলেও এগুলো কয়েকশো বছরের পুরনো। মন্দিরের গেটে একজন লোক ছিলো। আমাদেরকে জুতা বাইরে রেখে যেতে বললো। জুতা বাইরে রেখে গেলাম ফিরে আসার সময় লোকটা টাকা চাইলো। অবাক হয়ে বললাম, কিসের টাকা? তখন তিনি বললেন, আমাদের জুতা এতোক্ষন দেখে রেখেছেন তার টাকা। তআর সাথে বাড়াবাড়ি না করে ১০ টাকা দিয়ে চলে আসলাম। আসলে তাকে সরকার থেকে বেতন দেওয়া হয় দেখাশুনা করার জন্য। কিন্তু তিনি তবুও মানুষের কাছ থেকে টাকা নেন যেটা মোটেও ভালো নয়। বর্তমানে এই রাজবাড়ীটি কালের সাক্ষী হিসাবে টিকে আছে।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
লোকেশনদিনাজপুর রাজবাড়ী, দিনাজপুর

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে


Vote for @bangla.witness

Sort:  
 last year 

আমি কালকে ঘুরে আসলাম দিনাজপুর রাজবাড়ি থেকে। দিনাজপুরের ঐতিহ্যের ভেতর অন্যতম ঐতিহ্য হলো এই দিনাজপুরের রাজবাড়ী।এটি দেখতে অনেক সুন্দর অনেক ধ্বংসাবশেষ রয়েছে দিনাজপুর রাজবাড়িতে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুরের রাজবাড়ী অনেক পুরাতন একটি রাজপ্রাসাদ। বর্তমানে এই রাজবাড়ী দেখা শোনা করার মতো কেউ নাই সেই জন্য এই রাজবাড়ী তার সৌন্দর্য অনেক আগেই হারিয়ে ফেলেছে। অবশ্য রাজবাড়ীর পাশে একটি মন্দির রয়েছে। দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এ রাজবাড়ি দেখার সৌভাগ্য আমার বেশ কয়েকবার হয়েছে।অনেক সুন্দর একটি জায়গা। পুরাতন এরকম স্থাপনা দেখতে অনেক ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন, শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুরের রাজ বাড়ি নিয়ে সুন্দর লেখছেন ভাই।আমি দিনাজপুরের রাজ বাড়ি গেছিলাম।রাজ বাড়িটি দেখতে খুব ভালো লাগে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

রাজবাড়ী বর্তমানে নতুন রূপে প্রদর্শন করেছে। আমি ২০১৭ সালে গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি। রাজার মৃত্যু দিনাজপুরের মাটিতে হয়নি শুনে অবাক হইলাম।ছবি গুলো অনেক সুন্দর তুলেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুর রাজবাড়ী দেখতে বেশ সুন্দর। তবে এখানে গিয়েছিলাম বলে মনে পড়ছে না। তবে জুতা দেখে রাখার কথা বলে টাকা নেওয়ার বিষয়টা একটু খারাপ লেগেছে। ভালো লিখেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুরের রাজবাড়ি সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। রাজা দিন-রাজ ঘোষ এই রাজবাড়িটি নির্মাণ করে। সময় পেলে একসময় দেখতে যাবো রাজবাড়ীটি। সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুর রাজবাড়ী নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন। দিনাজপুরে অনেকবার গিয়েছি কিন্তু রাজবাড়ীর উদ্দেশ্যে কখনো যাওয়া হয়নি। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ছোটো

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44