ঐতিহ্যবাহী কামার শিল্প

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ঐতিহ্যবাহী কামারশিল্প নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

20230720_193207-01.jpeg

আগেকার দিনে মানুষ লোহার তৈরি জিনিসপত্র বেশী ব্যবহার করতো। আর যারা এই লোহা পিটিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতো তারা হলো কামার। কামার হলো একটা শিল্প। এই শিল্পটি চলে আসছে যুগ যুগ ধরে। কামারেরা যুগ যুগ ধরে এই ঐতিহ্যটি বয়ে নিয়ে আসছে। আগুনে লোহা গরম করে সেই লোহা পিটিয়ে পিটিয়ে জিনিসপত্র তৈরি করতে অনেক ঘাম ঝড়াতে হয় কামারদের। আগে এরকম অনেকগুলো কামার একসাথে একটি পল্লীতে বাস করতো যেটা কামার পল্লী বা কামার পাড়া নামে পরিচিত। প্রতিটি এলাকায় আগে এরকম একটি করে কামারপাড়া দেখা যেতো। তবে এখন এই কামার শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে।


20230720_193157-01.jpeg
20230720_193201-01.jpeg
20230720_193216-01.jpeg

মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল প্রকার তৈজসপত্র তৈরিতে কামারের অবদান অপরিসীম। তারা সর্বদা তাদের সর্বোচ্চ দিয়ে এসব তৈরি করে থাকেন।আমাদের অনেকেরই তাদের কষ্ট সম্পর্কে অবগত নয়।তাদের এসব কাজে তাদের পরিবারগুলোর অদম্য পরিশ্রমগুলো অনস্বীকার্য। আমাদের সকলেরই উচিত, তাদের সাহায্যে এগিয়ে আসা।নাহলে হয়তো তাদের এই সুন্দর শিল্পকর্মগুলো হুমকির মুখে পড়তে পারে। বিলুপ্ত হতে পারে আমাদের ঐতিহ্য। এগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।


20230720_193237-01.jpeg
20230720_193216-01.jpeg

গত বৃহস্পতিবার শামীম ভাই ও মাইনুনা ভাই আমাদের জমির হাটে এসেছিলো। চা খাওয়ার সময় হঠাৎ করেই কামারের এই দোকানটি আমার চোখে পড়েম আসলে দীর্ঘদিন থেকে রংপুরে থাকার কারনে এই দোকান যে কবে দিয়েছে সেটা জানতামই না আমি। পারভেজ বললো যে এই দোকানটা নাকি এক বছর আগে থেকেই এখানে আছে। শুনে বেশ অবাক হলাম। তারপর শামীম ভাইয়েরা যখন চলে গেলো তখন দোকানে এসে কয়েকটা ছবি তুলে নিলাম। লোকটার বাড়ি পাশের গ্রামেই। তিনি এখনো আমাদের জমির হাটে এই কামার শিল্পটাকে ধরে রেখেছেন। তার জন্যই এলাকার মানুষদের এগুলোর জন্য বাইরে যেতে হয় না।


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনজমির হাট, পার্বতীপুর, দিনাজপুর।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে


Vote for @bangla.witness

Sort:  
 last year 

কামার শিল্প দেখলেই আমাদের ঐতিহ্য মনে পরে যায়, দিন দিন কামারর শিল্পর বিলুপ্ত হতে চলেছে, আপনি তবে সত্যি কথাটি বলেছেন, কামার শিল্পের পিছনে অনেক পরিশ্রম করতে হয়, যাইহোক ভাইয়া আপনার ক্যামেরায় ধারণ করা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো, অনেক সুন্দর আলোচনাও করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

প্রাচীনকাল থেকে আমাদের দেশে কামার শিল্প অনেক বেশি প্রচলিত। কামার শিল্পের মাধ্যমে দা, বডি এবং আমাদের বাড়িতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আসবাবপত্র তারা বানিয়ে থাকে। কামার শিল্পের সাথে যারা জড়িত তারা অনেক বেশি পরিশ্রম করে এবং সারাদিন তাপের মধ্যে থাকে জিনিস তৈরি করে। সুন্দর উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

কামার শিল্প বহুবছর ধরে বয়ে আসছে।তাদের এই কাজ অনেক কষ্টসাধ্য।কারণ লোহাকে পিটিয়ে পিটিয়ে এ শিল্পে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। দিনাজপুর মহারাজা মোড়ে এমন একটি কামারপাড়া রয়েছে। সেখানে একসঙ্গে কামারের বেশ কয়েকটি দোকান দেখতে পাওয়া যায়। সেখানে তারা দা,বটি সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তৈরি করে থাকেন। আবার তারা লোহার তাওয়া,হামানদিস্তা এসবও তৈরি করে থাকেন। সেখানে গেলে খুব সহজেই এগুলো পাওয়া যেতে পারে। কামার শিল্প নিয়ে অসাধারণ ভাবে আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

কামার শিল্প আমাদের ঐতিহ্যবাহী একটা শিল্প। মানুষের দৈনন্দিন কাজ করতে কামার শিল্পের ভূমিকা অপরিসীম। কামার এ রা দা, বটি, কোদাল, কোরাল, তৈরি করে যা দিয়ে গৃহস্থালির অনেক কাজ করা হয়। তাছাড়া কামার শিল্পের আসবাবপত্র আমাদের অনেক প্রয়োজনীয়। এটা অনেক প্ররিশ্রমী। আগুনে গলিয়ে লোহা থেকে তৈরি করে নানা রকম সরঞ্জাম। সুন্দর লিখছেন। অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

প্রাচীনকাল থেকে এই কামার শিল্পের প্রচলন রয়েছে আমাদের দেশে।তারা আগে রাজা বাদশা দের জন্য হাতিয়ার তৈরি করত।এরপর তারা বিভিন্ন রকম জিনিস তৈরি করে যেমন দা,বটি,কুড়াল আরো অনেক কিছুই। দারুন ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

প্রাচীনকাল থেকেই শুরু করে এখন পর্যন্ত এই কামারশিল্প প্রচলিত রয়েছে। কামারের হাত থেক তৈরি দা,বটি,ছুরি ও কোদাল ইত্যাদি যাবতীয় জিনিসপত্র আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে।কামারশিল্প নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

কামার শিল্প আমাদের দেশের একটি ঐতিহ্য। কেননা তারা লোহা দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে। আর সে সব জিনিসপত্র আমরা আমাদের বাসার কাজে ব্যবহার করে থাকি। বর্তমানে কামার শিল্প প্রায় বিলুপ্তির দিকে। বিভিন্ন জায়গায় কামার শিল্পের দোকান বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42