কনটেস্ট :- আমাদের এলাকার গ্রামীণ হাট বাজারের কিছু দৃশ্য

in Steem For Traditionlast year (edited)


আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কমিউনিটি কর্তৃক আয়োজিত এই সপ্তাহের গ্রামীণ হাটবাজারের দৃশ্য ও সংক্ষিপ্ত বিবরণ কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

20230808_201904_0000.png

ছবিটি ক্যানভা দিয়ে বানানো হয়েছে

আজকে আমি আমাদের এলাকার একটি বাজার নিয়ে আলোচনা করবো। আমাদের এলাকার এই বাজারটির নাম হলো জমির হাট। আশেপাশের এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট বসে এখানেই। রবিবার ও বুধবার সপ্তাহে ২দিন হাট বসে এখানে। আশেপাশের এলাকা থেকেও মানুষ আসে এখানে খরচ করার জন্য।

হাট ও বাজারের মধ্যে পার্থক্য
হাটবাজার
কোনো একটি জায়গায় যদি সপ্তাহে ২-১ দিন বেচাকেনা হয় তাহলে তাইএ হাট বলে।আর যেসব জায়গায় প্রতিদিন দোকান বসে, বেচাকেনা হয় তাকে বাজার বলে।
হাট সপ্তাহে ১-২ দিন বসে।বাজার প্রতিদিন বসে।
হাটে টাটকা শাক-সবজি, ফল-মূল, মাছ-মাংস বেশী পাওয়া যায়বাজারে টাটকা শাক-সবজি, ফল-মূল, মাছ-মাংস কম পাওয়া যায়
হাটে ক্রেতা ও বিক্রেতার সমাগম অনেক বেশী হয়বাজারে ক্রেতা ও বিক্রেতার সমাগম তুলনামূলক কম হয়

আমাদের জমির হাট

Picsart_23-08-08_19-52-08-147.jpg
Picsart_23-08-08_19-51-11-442.jpg
Picsart_23-08-08_19-50-43-837.jpg
Picsart_23-08-08_19-50-07-966.jpg
Picsart_23-08-08_19-49-42-639.jpg
Picsart_23-08-08_19-46-16-647.jpg

জমির হাট এতোটাই জনপ্রিয় একটা হাট যে এই জায়গাটার নামও জমির হাট হয়ে গেছে। এটি একাধারে একটি বাজার এবং হাট। এইখানে হাট রবিবার ও বুধবার সপ্তাহে ২দিন বসে। আশেপাশের এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট এটি। তবে এখন আর আগের মতো জৌলুস নেই এই জমির হাটের। আগে হাটের দিনগুলোতে সবধরনের পন্য পাওয়া যেতো এখানে এমনকি খাট পালঙ্কও পাওয়া যেতো। তবে এখনও আশেপাশের হাট গুলোর চেয়ে আমাদের জমির হাট অনেক বড় একটি হাট। প্রতি হাটে এখানে সবজি বাজারে টাটকা শাক-সবজি পাওয়া যায়। গ্রামের মানুষ বাড়িতে শাক-সবজি আবাদ করে সেগুলো হাটের দিনে হাটে বিক্রি করে। তাছাড়া হাটের দিনগুলোতে অনেক মুচি আসে জমির হাটে। এই হাটে দেখলাম একজন গাছ বিক্রেতা অনেকগুলো গাছ নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তবে প্রতি হাটেই এইরকম ২-১ জন গাছ বিক্রেতা আসেই এখানে বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ বিক্রি করতে। তাছাড়াও হাটের দিনে মসলা, শুটকি সবধরনের পন্যই পাওয়া যায় এখানে। হাটের দিনগুলোতে এখানে আসরের আগেই হাট বসে। তবে কেনা-বেচা মাগরিবের আগে জমজমাট হয়। কেননা গ্রামের মানুষ কাজ কর্ম করে বিকালের পর বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর বাজার করতে আসে। শেষ বিকালে বাজারে প্রচুর ভীড় হয়।

জমির হাট বাজার
Picsart_23-08-08_20-00-19-502.jpg
Picsart_23-08-08_19-52-57-899.jpg
Picsart_23-08-08_19-52-32-808.jpg
Picsart_23-08-08_19-51-42-491.jpg
Picsart_23-08-08_19-49-14-285.jpg
Picsart_23-08-08_19-48-46-119.jpg
Picsart_23-08-08_19-47-30-391.jpg
Picsart_23-08-08_19-47-56-898.jpg

আমাদের জমির হাট বাজারে প্রতিদিন শাক-সবজি, মাছ-মাংস পাওয়া যায়। 'জমির হাট বাজার' নামটা কেমন না? জমির হাট আবার বাজার। আসলে হাটের কারনে জায়গাটার নামই হয়ে গেছে জমির হাট। এইখানে বাজারে অনেকগুলো দোকান আছে। বলতে গেলে প্রায় ধরনের দোকানই আছে এখানে। শাক-সবজি, মাছ-মাংস, ঔষধ, মুদিখানার দোকান, প্লাস্টিকের জিনিসপত্র, ইলেকট্রনিক জিনিসপত্র সবধরনের দোকানই আছে এখানে। গ্রামের মানুষ প্রতিদিনই বাজারে গিয়ে চায়ের দোকানে আড্ডা দেয়। এই বাজারে প্রতিদিন একজন ঝালমুড়ি বিক্রেতা আসে নাম তার লিমন দেখতে একদম ব্রাজিলের জাতীয় দলের ফুটবলার রিচার্লিসনের মতো দেখতে। প্রতিদিনই সে ভালোই বিক্রি করে। বাজারে প্রতিদিন ৫ টা ফার্মেসীর দোকান খোলা থাকে। উপরের ছবিতে ফার্মেসীর দোকানে যে ছেলেটা বসে মোবাইল টিপছে দোকানটা ওর বাবার ছিলো এখন ও চালায় এই দোকান। আমাদের এই বাজারে অনেকগুলো খাবারের দোকান আছে তার মধ্যে উপরের ছবিতে থাকা মাহামুদ ভাইয়ের দোকানে সবচেয়ে বেশী খাবার থাকে। মাহামুদ ভাই নতুন দোকান দিয়েছে। এই বাজারে ৩টি সারের দোকানও আছে যেখান থেকে মানুষ সার কিনে তাদের জমিতে দেয়।



ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনজমির হাট, পার্বতীপুর, দিনাজপুর

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য @pandora2010, @edgarlygonzalez@dasudi কে আমন্ত্রণ যানাচ্ছি।

ধন্যবাদ সবাইকে


Vote for @bangla.witness

Sort:  
 last year 

জমির হাট সম্পর্কে অনেক সুন্দর একটি বর্ণনা দিয়েছেন ভাইয়া। এবং আপনি হাট ও বাজার সম্পর্কে অনেক সুন্দর একটি আলোচনা করেছেন। এবং প্রত্যেকটি ফটো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 last year 

ধন্যবাদ ছোটভাই

 last year 

জমির হাট নিয়ে সুন্দর উপস্থাপন করছেন ভাই। হাট বাজারে টাটকা সবজির পাওয়া যায় । ঝালমুড়ি বিক্রিতার ছবি দিলে আরো ভালো হতো, যেহেতু ব্রাজিল এর খেলোয়াড় এর মতো দেখতো। সুন্দর লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জমিরহাট সম্পর্কে আপনি অনেক সুন্দর লিখেছেন, আপনার ফটোগ্রাফি গুলো দেখেই মনে হচ্ছে এটি অনেক সুন্দর পরিবেশের একটি বাজার, আর বাজারে মুড়ি মাখার দোকান থাকা মানে আগুন কিছু, এছাড়াও আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি, শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জমির হাট নিয়ে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই। হাটবাজারে আমরা বিভিন্ন ধরনের সব জিনিস পাই।আপনার এলাকার জমির হাট খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন জমির হাটের।আপনি হাট ও বাজার কাকে বলে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year (edited)

প্রথমে আপনার জন্য শুভকামনা রইল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। জমির হাট বাজারটি নিয়ে আপনি বিস্তারিত একটি আলোচনা আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। হাট ও বাজারের মধ্যে পার্থক্যের আলোচনাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

Loading...
 last year 

আমি দুইবার জমিরের হাটে গিয়েছিলাম সেখানের বাজার অনেক জাকজমক ভাবে লাগে। সন্ধ্যা লাগলেই মাঠের পাশে অনেক মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। জেনে ভালো লাগল যে সেখানে টাটকা সবজি পাওয়া যায়। প্রতিযোগিতায় আপনার জন্য শুভ কামনা রইল ভাই।

 last year 

জমিরহাটে আমি কখনো যাইনি। আপনি হাট ও বাজারের মধ্যে পার্থক্যটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। জমিরহাট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা জানাচ্ছি।

 last year 

Feedback / Observation
ভুল বানানঃ নাই।
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition