বৃষ্টির দিনে ফুটবল খেলা

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বৃষ্টির দিনের ফুটবল খেলা নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
Picsart_23-07-15_13-16-47-341.jpg
খেলার রাজা হলো ফুটবল। ফুটবল খেলতে কে না ভালোবাসে। বাচ্চা, যুবক, বুড়ো সবাই ফুটবল খেলা ভালোবাসে। গ্রামাঞ্চলের মাঠগুলোতে যখন ক্রিকেট খেলা হয় তখন বয়স্করা বলে, কি সব ফাওড়ি ডাঙ্গা খেলা খেলতেছে। কিন্তু যখন ফুটবল খেলা হয় তখন সবাই মাঠে বসে খেলা দেখে।

mine.PNGবৃষ্টির দিনে ফুটবল খেলা:mine.PNG
Picsart_23-07-15_13-17-08-240.jpg
গ্রামে যাদের বাড়ি তারা অবশ্যই বৃষ্টির দিনে জীবনে একবার হলেও ফুটবল খেলেছেন। কেননা গ্রামাঞ্চলে বৃষ্টির দিন মাঠে ফুটবল খেলা হয়েই থাকে। তা না হলে বৃষ্টির দিনটা অপরিপূর্ণ থেকে যায়। গ্রামের ছেলেরা বৃষ্টির দিনে পতিত জমি, ঈদগাহ মাঠ, ইট ভাটার মাঠ, স্কুলের মাঠ (যদি স্কুল বন্ধ থাকে) যেখানে ফাকা পায় সেখানেই খেলে থাকে। আমাদের বাড়ির পাশেই একটি ইট ভাটা আছে। ইট ভাটায় ৬ মাস কাজ হয় বাকি ছয় মাছ পরে থাকে। এই ৬ মাস আমরা ইচ্ছামতো খেলে থাকি সেখানে। প্রপ্তিদিন বিকালে করে সেখানে ফুটবল খেলি আর বৃষ্টির দিন বৃষ্টি আসার আগেই যখন দেখি আকাশ কালো মেঘে ঘনিয়ে এসেছে তখনি বল নিয়ে ছুটে যাই মাঠে।

Picsart_23-07-15_13-16-26-063.jpg
Picsart_23-07-15_13-17-28-892.jpg
Picsart_23-07-15_13-16-03-098.jpg
আমাদের গ্রামের ছোটো ছেলেরা বেশী আসে ফুটবল খেলতে। বড়রা কাজে কর্মে ব্যাস্ত থাকে। তাই ছোটদের নিয়েই আমরা খেলি। ৮-১০ জন আমরা বড় বাকিসব ছোট। মাঝে মাঝে বড়রা আসে সবাই। তখন আবার ছোটদের বাদ দিতে হয়। গত সপ্তাহে আমি যখন বাড়িতে ছিলাম তখন একদিন আকাশ কালো মেঘে ঘনিয়ে আসলো। পাড়ার এক ছোটভাই ইদ্রিসকে ফুটবল খেলার কথা বলতেই ইদ্রিস সবাইকে গিয়ে ডেকে আনলো। আর বল নিয়ে মাঠে সবার আগে ইদ্রিসই গেলো। মাঠে গেলাম সবাই। এখনো বৃষ্টি নামে নি। প্রথমে ১৪ জন মিলেই খেলা শুরু করলাম। তারপর কিছুক্ষনের মধ্যেই বৃষ্টি নেমে গেলো। আরো অনেক প্রেয়ার চলে আসলো খেলার জন্য।

Picsart_23-07-15_13-17-59-258.jpg
Picsart_23-07-15_13-18-44-400.jpg
Picsart_23-07-15_13-19-16-493.jpg
প্লেয়ার বেশী হলো বৃষ্টিও আসলো খেলাটা খুবই ভালো হচ্ছিলো। আমি ছবি তোলার জন্যই মূলত মোবাইলটা নিয়ে গেছিলাম। সাথে একটা পলিথিনও নিয়ে গিয়েছিলাম। বৃষ্টি আসার আগে মোবাইলটা পলিথিনে করে একটা খড়ের পালার ভিতর ঢুকিয়ে রাখি। তারপর খেলা চলতে থাকলো। আস্তে আস্তে অনেকগুলো প্লেয়ার হয়ে গেলো। এখন সবাই যেহেতু খেলতে এসেছে এই বৃষ্টিতে তাই কাউকেই না করা হয় নি সবাই খেলেছে। দুই দল মিলে ৩২-৩৬ জনের মতো জন খেলেছি সেই দিন। তারপর বৃষ্টি থামলে আমি মোবাইলটা খড়ের পালা থেকে বের করি। বের করে কয়েকটা ছবি তুলি। তারপর আবার খেলতে নামি। কিছুক্ষন পর খেলা শেষ করে পুকুরে গোসল করতে চলে যাই।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনজমির হাট, পার্বতীপুর, দিনাজপুর।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে
Sort:  
Loading...
 last year 

একটা সময় এরকম বৃষ্টিতে অনেক ফুটবল খেলেছি। এখন শুধুই সেগুলো স্মৃতি। আপনার পোস্টটি দেখে ভাই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তখনকার অনুভূতিগুলো বলে বোঝানো যাবে না। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ফুটবল আমার খুবই পছন্দের একটি খেলা। ছোটবেলায় বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। এবার ঈদে আবারো বন্ধুরা মিলে ফুটবল খেলেছি। খুবই সুন্দর মুহূর্ত ছিল। বৃষ্টির দিনে ফুটবল খেলার মজাই আলাদা। সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ফুটবল খেলা কম বেশি সবার পছন্দের একটা খেলা।তবে বৃষ্টির সময় ফুটবল খেলা খেলতে খুব ভালো লাগে।আমাদের এইদিকেও বৃষ্টির সময় ফুটবল খেলি আপনি দারুণ লেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বৃষ্টি দিনে ভিজতে ভালো লাগে। তবে বৃষ্টির দিনে ফুটবল খেলা অনেক বিপদজনক। বৃষ্টির দিনের ফুটবল খেলা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

ফুটবল একটি জনপ্রিয় খেলা। ফুলবল সকলের কাছে বেশ জনপ্রিয়। ফুটবল খেলা সকলেই পছন্দ করে। বৃষ্টি দিনে ফুটবল খেলা দেখতে ভাল লাগে।

 last year 

হ্যাঁ আপু

 last year 

বৃষ্টির দিনে শিশু এবং কিশোর সকলে মিলে মাঠে চলে যায় ফুটবল খেলার জন্য। খোলা মাঠে কাদা দিয়ে মাখামাখি করে ফুটবল খেলে ঘরে ফেরে সবাই। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

বৃষ্টির দিনে ফুটবল খেলতে করা না ভাল লাগে। আমরা একটু বৃষ্টি দেখলেই ফুটবল নিয়ে মাঠে নামিয়ে পড়ি।ফুটবল খেলাটি বৃষ্টির দিনে বেশি আনন্দ উপভোগ করা হয়। ফুটবল খেলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

খেলার রাজা ফুটবল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল । ফুটবল সবাই খেলতে না পারলেও দেখতে সবাই ভালোবাসে। বৃষ্টিতে ফুটবল খেলতে অনেক মজা লাগে। ফুটবল কিক করার সময় পিছলে পড়লেও ভালই লাগে। ছবিগুলো সময় মতো তুলে ফেলেছেন।

 last year 

ধন্যবাদ ভাই