পুরনো দিনের গাছ-গাছড়ার মহাঔষধি গুনাগুন

in Steem For Traditionlast year


আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলোচনা করবো অতি পুরনো গাছ গাছড়ার মহাঔষধি গুনাগুন নিয়ে। তো চলুন শুরু করা যাক।
Picsart_23-08-02_19-10-54-103.jpg
গাছ আমাদের প্রকৃত বন্ধু। এটা যেমন আমাদের অক্সিজেন সরবারাহ করে বেচে থাকতে সাহায্য করে তেমনি এর ঔষধি গুনাগুন আমাদের শরীরকে সুস্থ ও রোগব্যাধির মোকাবিলা করতে সাহায্য করে। আমাদের মধ্যে অধিকাংশ লোকই এই গাছ গাছড়ার মহাঔষধ সম্পর্কে জানি না। এমন বহু ধরনের গাছ আছে যেগুলোর শিকড়, ছাল, পাতা, ফল ইত্যাদি দিয়ে বানানো ঔষধ আমাদেরকে বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে রক্ষা করে। গত সপ্তাহে যখন আমি বন্ধুদের সাথে বোর্ড হাটে গিয়েছিলাম সেখানে দেখলাম একজন লোক গাছ গাছড়ার মহাঔষধ বিক্রি করছেন। তার কাছে অনেকগুলো গাছের ঔষধ ছিলো যেগুলো গুড়া করা বা পাউডার এর মতো অবস্থায় ছিলো।

Picsart_23-08-02_19-07-42-742.jpg
Picsart_23-08-02_19-08-27-977.jpg
Picsart_23-08-02_19-09-04-767.jpg
Picsart_23-08-02_19-12-04-567.jpg
তিনি একটি ঔষধের নাম বললেন, শতমূলী। এই গাছের শিকড় দিয়ে বানানো তার এই ঔষধ খেলে আমাদের শরীরে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। থানকুনি নাম গাছের পাতা দিয়ে বানানো ঔষধ আমাদের হজমশক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং একই সাথে এটি চুল পড়া কমাও ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। অর্জুন গাছের শিকড় ও ডালপালা দিয়ে বানানো ঔষধ যৌন ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকর। এছাড়াও এটা হৃদরোগের ব্যাথা প্রশমনে, মচকে যাওয়া কিংবা হাড়ের ব্যাথা প্রশমনেও কার্যকরী ভূমিকা পালন করে।

Picsart_23-08-02_19-09-43-067.jpg
Picsart_23-08-02_19-11-26-415.jpg
Picsart_23-08-02_19-12-51-091.jpg
রিফিউজি নামক এক ধরনের লতা দিয়ে বানানো ঔষধ রক্তপাত বন্ধ ও খোসপাঁচড়ার সমস্যা সমাধানে বেশ কার্যকরী। লোকটার কাছে এরকম আরো অনেক ঔষধ আছে যেগুলো অনেক কার্যকরী। তিনি আমাকে বলেছিলেন যে ছবি না তুলে একটু ঔষধ যেনো কিনি তাহলে এর ফলাফল দেখতে পারবো। কিন্তু নেই নি। যদিও আমরা মর্ডান যুগের ছেলেমেয়েরা এগুলোর সাথে পরিচিত না বা এগুলো কেউ ব্যবহার করি না তবে এক সময় মানুষ এগুলোই ঔষধ হিসাবে ব্যবহার করতো এবং এগুলো দিয়ে রোগ ব্যাধি থেকে নিরাময় লাভ করতো।


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনবোর্ড হাট, বদরগঞ্জ, রংপুর।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে
Sort:  

বিভিন্ন গাছে ঔষধিগুণ থাকে, এইসব গাছ বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের জন্য উপযোগী। আগের দিনের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত না হওয়ার কারনে,এইসব ঔষধি গাছ বেশি ব্যবহার করা হত।পুরনো দিনের গাছ-গাছড়ার মহাঔষধি গুনাগুন সম্পর্কে খুব সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

গাছ আমাদের প্রকৃত বন্ধু বটে। তবে বিভিন্ন রকমের গাছের গুনাগুন বিভিন্নভাবে কার্যকরী।তবে এই গাছগাছার ঔষধ গুলো হাটে বাজারে ভ্রাম্যমাণ দোকান গুলোতে থাকে এই দোকানগুলোকে বলায় হকার। আপনি গাছের ঔষধের গুনাগুন নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আগেকার দিনে এমন প্রযুক্তি ছিলোনা যার কারনে গাছের ঔষধ বেশি সেবন করত মানুষ। গাছের ঔষধের তেমন কোনো ক্ষতিকর দিক থাকে না।থানকুনি পাতার ঔষধ শামিম ভাই আর পারভেজ কে দেন এদের শক্তি বাড়ুক 😊।

 last year 

তাই নাকি ভাই

 last year 

বিভিন্ন রোগের ঔষধ হিসেবে এই আয়ুর্বেদিক ওষুধগুলো ব্যবহার করা যায়। প্রাচীনকালের মানুষেরা চিকিৎসার জন্য মূলত এসব প্রাকৃতিক জিনিসের উপরই নির্ভরশীল ছিল। অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া ।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

বিভিন্ন গাছের বিভিন্ন গুণাগুণ রয়েছে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। এরা আমাদের সবকিছু দিয়ে সহায়তা করে। এই গাছ গাছড়ার ওষুধগুলো প্রাচীণকাল থেকে চলে আসছে। যেগুলো খুব ভাল কাজ করে। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

আপনি দারুণ একটা পোস্ট করেছেন ভাই।গাছ গাছড়ার ঔষধ নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনি।আমাদের যশাই বাজারেও এমন কিছু লোক এসে গাছ গাছড়ার ঔষধ বিক্রি করেন।আপনি সুন্দর ভাবে কিছু গাছের নাম বলছেন এবং তার সাথে সুন্দর করে আলোচনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

প্রাচীনকালে মানুষ গাছ গাছড়ার ঔষধ দিয়ে তাদের রোগ নিরমূল করতো। তবে এই ধরনের ঔষধ সাধারণ মাঝে মাঝে আমাদের গ্রামের ছোট বাজার এ আসে। আর তোমার মাধ্যমে ঔষদগুলো দেখে অনেক ভালো লাগলো।
তোমাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

প্রাচীন কালের মানুষজন এসব গাছ গা-ছাড়া দিয়েই নিজের অসুস্থা সুস্থ করে তুলতেন কিন্তু যত দিন যাচ্ছে এসব গাছ গা-ছাড়ার উপর থেকে আমাদের বিশ্বাস উঠে যাচ্ছে, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 

আগের দিনের মানুষের চিকিৎসার জন্য গাছপালা লতাপাতা ব্যবহার করতো, তখন চিকিৎসা ব্যবস্থা কোন উন্নত ছিল না। বর্তমান সময়ের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43