গ্রাম বাংলার যেন অপূর্ব দৃশ্য
'আসসালামু আলাইকুম '
স্ট্রিম ফর ট্রেডিশন কমিউনিটির এডমিন মডারেটর এবং
সকল সদস্য বৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গ্রামের ক্ষেতবাড়ির সৌন্দর্যের কিছু মুহূর্ত নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।
'গ্রামের ক্ষেত বাড়ির দৃশ্য'
গ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে ক্ষেত বাড়ির ভূমিকা অপরিসীম।ক্ষেত বাড়িতে ধান গম ভুট্টা ইত্যাদি চাষ করা হয়।ফসল বাড়িতে নিয়ে যাওয়ার কারণে ক্ষেত বাড়ির দৃশ্য আরো মনমুগ্ধকর হয়ে ওঠে।হালকা কোমল বাতাস, পাখির কিচিরমিচির শব্দ যেন মনটাকে এক অনন্য রাজ্যে নিয়ে যায়।মন খারাপের সঙ্গী হতে পারে এই খোলা পরিবেশ।পাখির গানের সুর শুনে মনটা ভালো হয়ে যাবে।
অনেকে এই সময়ে আলু,সরিষা,রসুন পিঁয়াজ
চাষ করে।এগুলো চাষ করতে কোন পানির প্রয়োজন হয় না।যারা কাজ করে তারাও অনেকে শান্তিতে কাজ করতে পারে। যারা কাজ করে তারা কাজ করতে করতে অনেক হাসি ঠাট্টা করে অনেক ধরনের গল্প করে। সেগুলো শুনতে আমার বেশ ভালই লাগে।মাঝে মাঝে আমি তাদের সঙ্গে কাঁজে যোগদান করি।
'ক্ষেত বাড়ির রাস্তা '
এই রাস্তাগুলো দুই থেকে পাঁচ মিটার চওড়া হয়।গ্রামের আবাসল স্থান থেকে জমি বাড়িতে আসার একমাত্র উপায় হচ্ছে এই রাস্তা।এই রাস্তা ঘাসে মোড়ানো থাকে।
কোন যানজট নেই। নেই কোন ট্রাফিক এর ব্যবস্থা।কোলাহলমুক্ত রাস্তা।সেই রাস্তার মাঝে মাঝে একটি করে আমগাছ লাগানো থাকে।কেউ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠলে সেখানে বসে আরাম নিতে পারে।এই রাস্তাতে হাঁটাহাঁটি করতে বেশ আমার ভালই লাগে।
'খোলা পরিবেশে গরু এবং ছাগল'
এ সময়ে গরু এবং ছাগল যেন প্রাণ খুলে হাসতে পারে। খোলা পরিবেশে তারা নানা দিক ছুটে বেড়ায়। জমিতে ফসল চাষের সময় তারা বন্দি অবস্থায় থাকে। আর ফসল বাড়িতে গেলে তারা মনের আনন্দে ফসল বাড়িতে ঘুরে বেড়ায়। নতুন নতুন ঘাস খেয়ে তারা পেট ভরায়। তাদের কাছে নতুন ঘাস মানে অমৃত। এই সময় সব পশুপাখিরাই খোলা পরিবেশে অবস্থান করে।নতুন ঘাস খেয়ে তাদের চেহারা অনেকটাই পরিবর্তন হয়ে যায়।
'শ্রমিকের কাজ'
এই সময়ে আলু সরিষা ইত্যাদি চাষ করা হয়। পানি ছাড়াই এই চাষগুলো করা সম্পন্ন হয়।তাই কৃষকেরা বেশি আগ্রহী।এই চাষগুলো করতে কোন খরচ হয় না। বাড়ির ময়লা আবর্জনা দিয়ে এই সার তৈরি হয়। যেটা জৈব সার নামে পরিচিত। যেই জমিতে চাষ করবে সেখানে ছিটিয়ে দিতে হয়।তার কিছুদিন পরেই আলু,সরিষার বীজ সেই জমিতে রোপণ করে। তিন মাসের মধ্যে সেগুলো পরিপূর্ণ হয়ে যায়। সরিষা থেকে তেল তৈরি করা হয় আর আলু আমাদের নিত্যো দিনের খাবার।
ক্ষেত বাড়ির সৌন্দর্য উপভোগ করেনি এমন কেউ হয়তো এই কমিউনিটিতে হয়তো নেই। কোলাহল মুক্ত পরিবেশে কার না ভালো লাগে।আমার তো জমি বাড়িতে গেলে মন ভালো হয়ে যায়। কৃষকদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে।তারাও মাঝে মাঝে আমাকে কৃষি কাজ শিখিয়ে দেয়।আমি বেশ উপভোগ করি সেগুলো।
Regard's @sadmansakib9
বাহ চমৎকার লিখেছেন ভাই। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাই। আমার পোস্টি পড়ার জন্য
NOTE : গ্রাম বাংলার অসাধারণ কিছু ছবি তুলেছেন। ছবিগুলোর সুন্দর বর্ণনা দিয়েছেন।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
ধন্যবাদ ভাই 🥰
ধাপে ধাপে কিছু ছবি যোগ করার মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️