গ্রাম বাংলার ছোটদের পিকনিক

in Steem For Tradition2 years ago (edited)

আসসালামু ওয়ালাইকুম
আপনার সবাই কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের কাছে বলবো সেই ছোটবেলার সেই পিকনিক এর কথা। আমাদের ছোটবেলার কিছু স্মৃতি রয়ে যায় সবার মনে । আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ছোটবেলার পিকনিক সম্পর্কে।

received_188821573772412.jpeg

আজ 26 শে ফেব্রুয়ারি রোজ রবিবার।
আজ আমি বাসার সামনে বসেছিলাম। সেই সময় দেখতে পাই, কিছু বাচ্চা খেলাধুলা করছে। তাদের কাছে গেলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম। বললাম তোমরা কি করছ। বলতেছে আমরা রান্না করতেছি। তখনই আমার মনে পড়ে গেল আমাদের ছোটবেলার কথা। ঠিক এভাবে আমরাও খেলতাম কত কিছু করতাম। আমরাও ঠিক এভাবে ছোটখাটো একটা পিকনিক করতাম। আগের দিনে আমরা খুব সামান্য কিছু নিয়ে আয়োজন করতাম। সেখানে আনন্দ করতাম খুব।

received_1764707267260954.jpeg

আমরা ছোটবেলায় পিকনিক খেতাম খিচুড়ি আর ডিম ভুনা । আমাদের এই পিকনিকে ছিলো না কোনো চাদা। বিশেষ করে বাড়ি থেকে সব কিছু নেওয়া হতো। বাড়ি থেকে চাল,ডাল,আলু,পেয়াজ,রসুন, আদা,মরিচ,হলুদ গুড়ো, মসলা,ইত্যাদি।খিচুড়িতে থাকতো নানা রকম সবজি।

received_1301553706966315.jpeg

তারপর সবাই মিলে নাচ, গান, কেউ আবার রান্না করতো।তবে পিকনিকের একটি বিষয় নিয়ে সব সময় একটু ঝগড়াঝাটি হতো। পিকনিকে কি খাব কি রান্না হবে এগুলো বিষয় নিয়ে ঝামেলা হতো। তারপরও এই ঝগড়া বিবাদের মধ্যে আনন্দ তা থাকতো। ঠিক সেরকম আজকে দেখলাম ছোটদের মধ্যেও ঝগড়াঝাঁটি হচ্ছে। ঝগড়াঝাঁটির পরে সিদ্ধান্ত নেওয়া হয়,পিকনিক হচ্ছে। বড়রা করবে রান্না ছোটরা তাদের সাহায্য করে। সবশেষে আনন্দ হইচই আর খাওয়া-দাওয়া। এভাবেই চলেছিলো ছোটবেলার পিকনিক।

IMG_20230226_153613.jpg

কি অদ্ভুত তাই না,ছোটবেলায় থাকলে মনে হতো কবে বড় হবো আর এখন বড় হয়ে ভাবি ছোটবেলা কতোই না সুন্দর ছিলো।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আমরাও ছোটবেলায় এভাবে পিকনিক খেয়েছি। পিকনিক খাওয়ার মজা আলাদা রকম। আপু একা একা পিকনিক খেলে হবে আমাদেরও দাওয়াত দেন। পিকনিক নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

ছোট বেলার সব গুলো জিনিস ই অনেক মজার ছিল।ছোট বেলায় সবাই একসাথে এভাবে পিকনিক এর আয়োজন আমরাও অনেক করেছি। আপনি চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন।

ধন্যবাদ

 2 years ago 

আমাদের গ্রামে এটাকে বলে চড়ুইভাতি। ছোটো বেলায় আমরা আনেক করেছি এরকম পিকনিক। সে কি আনন্দ, সবাই কত মজা করতাম। এখম আর আগের মতো এগু হয় না।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন। সুন্দর লিখেছেন।

ধন্যবাদ

 2 years ago 

চড়ুই ভাতি বা পিকনিক বাঙালিদের কাছে অনেক আনন্দের একটি বিষয় বিশেষ করে বাচ্চাদের কাছে। গ্রামে পিকনিক মানেই সবার ঘর থেকে চাল, ডাল, লবন, মশসা, তেল সংগ্রহ করে তারপর একসাথে রান্না করা। এই পিকনিকের প্রধান খাবার হলো ডিমের তরকারি। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি করার জন্য।

ধন্যবাদ

 2 years ago 

ছোট বেলায় আমিও অনেক পিকনিক খেয়েছি। মাটির ছোট পাতিলে। অনেক মজা করতাম। রান্না করার সময় খুব ধোয়া হত। চোখ লাল হয়ে যেত। সব মিলিয়ে খুব মজা হত। আপনার পোস্টের মাধ্যমে আর একবার ছোট বেলা ঘুরে আসলাম।

ধন্যবাদ

 2 years ago 

আপনার পোস্ট পড়ার পর ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটতে আমরা অনেক বার পিকনিক খেয়েছি যা গুনে শেষ করা যাবে না। পিকনিক খাওয়ার মজা আলাদা রকম।

ধন্যবাদ

 2 years ago 

চাল ডিম দিয়ে ছোট বেলায় অনেক খাওয়া হয়েছে এমন পিকনিক। অনেক আনান্দ হইত কিন্তু এখন আর তা হয় না। সুন্দর লিখেছেন আপনি আপু। আশা করি খাবার টাও অনেক মজার হয়েছিলো।

ধন্যবাদ

 2 years ago 

ছোট বেলায় এভাবে অনেক পিকনিক খাইছি, আপনার পোস্ট এর মাধ্যমে ছোট বেলার স্মৃতি মনে পরে গেলো। অনেক মজা হয় এই পিকনিক এ। সুন্দর লিখছেন অনেক ধন্যবাদ।

ধন্যবাদ

 2 years ago 

ছোটদের পিকনিক দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। ছোট বেলায় অনেক বার আমিও পিকনিক খেয়েছি। এখনও মাঝে মাঝে পিকনিক খেয়ে থাকি । সুন্দর একটি পোস্ট সাজিয়ে গুছিয়ে লিখেছেন। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33