বাঁশ দিয়ে অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে তৈরি -কুলা||

in Steem For Tradition10 months ago (edited)
আসালামু আলাইকুম
🌿ঐতিহ্যমূলক পোস্ট🌿

প্রিয় ব্লগার বৃন্দ,

আশা করি ,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি @rumana12 আজকে আপনাদের সাথে আলোচনা করব বাঁশের তৈরি কুলা নিয়ে। আশা করি আপনাদের সকলকে আমার পোস্টটি ভালো লাগবে।চলুন তবে দেরি না করে শুরু করা যাক।

1000002619.jpg

কভার ফটো

আমরা সবাই বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিস দেখি এবং বিভিন্ন জিনিসের ব্যবহার সম্বন্ধে জানি। ঠিক তেমনি বাঁশ দিয়ে তৈরি কুলা এমন এক ধরনের জিনিস যা গ্রামে প্রতিটি বাড়িতেই বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কুলার ব্যবহার শহরের বাসা গুলোতে নেই বললেই চলে। বাঁশের তৈরি কুলা আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই কুলা কেউ ব্যবহার করে বিভিন্ন ধরনের শস্য পরিষ্কার করার কাজে, কেউবা কুলায় করে কোন কিছু শুকাতে দেওয়ার জন্য, আবার কেউবা ধান চাল থেকে আবর্জনা পরিষ্কার করার জন্য। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজে কুলা ব্যবহার করা হয়।


1000002623.jpg

1000002624.jpg

1000000560.jpg

আমরা যারা গ্রামে বাস করি তাদের কাছে বাঁশের তৈরি কুলা খুবই পরিচিত একটি জিনিস। বাঁশ এর সাহায্যে অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে এই কুলা তৈরি করা হয়। কুলা গুলো দেখতে চমৎকার। বর্তমানে বাজারে বাঁশের তৈরি এক একটি কুলা প্রায় ৭০-৯০ টাকা দরে বিক্রি করা হয়।বর্তমানে রংবেরঙের বিভিন্ন রকম কুলা বাজারে কিনতে পাওয়া যায়। এখন তো বাজারে বাঁশের তৈরি কুলা ছাড়াও বিভিন্ন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি কুলা কিনতে পাওয়া যায়। তবে এসব প্লাস্টিকের কুলার গুণগত মান বাঁশের তৈরি কুলার তুলনায় অনেক খারাপ। বাঁশের তৈরি কুলা ঠিকমত যত্ন করে রাখলে ও প্রতিবার কাজ শেষে পরিষ্কার করে রাখলে দীর্ঘদিন টেকসই করে।

1000000563.jpg

প্রাচীনকাল থেকেই গ্রামের মানুষেরা এই কুলা বিভিন্ন কাজে ব্যবহার করে। বিশেষ করে বছরের যে সময় প্রতিটি ঘরে ঘরে নতুন ধান ও চাল এর কাজ শুরু হয় তখন কুলা এর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। তবে বর্তমানে অত্যাধুনিক সব প্রযুক্তি ও জিনিসের ব্যবহারের কারণে আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই জিনিস গুলোর ব্যবহার। বর্তমানে সবাই জীবনকে আরো সহজভাবে পরিচালনা করার জন্য অত্যাধুনিক এসব প্রযুক্তির উপর নির্ভরশীল হচ্ছে। আর তাই, দিন দিন আমাদের মাঝে থেকে বিলীন হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ঐতিহ্য গুলো।

1000000836.png


1000002142.jpg

আগে গ্রামের বিয়ে গুলোতে কুলার উপর বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে কুলাটি সাজিয়ে হলুদের স্টেজে রাখা হতো। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য এসব হলুদের স্টেজ সাজানোর জন্য কিনতেই পাওয়া যায়।আর এটাই সবাই সবচেয়ে সহজ পদ্ধতি মনে করে অল্প কিছু টাকার বিনিময়ে বাজার থেকে এসব জিনিস কিনে আনে। তাই সেক্ষেত্রেও আর কুলার কোনরকম ব্যবহার করা হচ্ছে না। অপরিপক্ক বাঁশের তুলনায় পরিপক্ক বাঁশের তৈরি কুলা গুলো বেশি মজবুত ও টেকসই সম্পন্ন হয়। প্লাস্টিকের তৈরি কুলা এর দাম তুলনামূলক কম থাকায় এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সর্বোপরি বলা যায়, বাঁশ দিয়ে তৈরি কুলার ব্যবহার দিন দিন কমছে।


1000000836.png


1000000619.jpg

1000000566.jpg

বর্তমানে এমন একটি পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়েছে যেখানে, মানুষ তাদের প্রতিদিনের বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য নিত্যনতুন সব প্রযুক্তি ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। এসব প্রযুক্তি ব্যবহারে আমাদের জীবন সহজ হলেও ,আমরা হারিয়ে ফেলছি আমাদের পুরনো সেই ঐতিহ্যগুলোকে। যেসব ঐতিহ্য আমাদের দেশ ও দেশের মানুষের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। আমাদের সকলের উচিত আমাদের দেশের ঐতিহ্য গুলোকে টিকিয়ে রাখা এবং যত্ন নেয়া।


1000002630.jpg


আশা করি, আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে ।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিজের দেশ ও দেশের ঐতিহ্যকে সম্মান করবেন। আর এতক্ষন আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার ও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।


ডিভাইসRedmi Note 11
ফটোগ্রাফার@rumana12
লোকেশনদিনাজপুর

1000001273.gif


ধন্যবাদান্তে,
@rumana12


1000000844.png


1000000848.jpg

আসসালামু আলাইকুম, আমার নাম রুমানা পারভীন। আমার steemit আইডি নাম @rumana12 আমার বাসা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়।আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমি ভ্রমণ করতে এবং নতুন কিছু শিখতে খুব পছন্দ করি। অবসর সময় গান শুনতে আমার অনেক ভালো লাগে। আমি steemit এ কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Sort:  
 10 months ago 

জ্বি আপু এই কুলা গ্রামের অনেক প্রাচীন কালের একটি ঐতিহ্য। আগে গ্রামের মানুষেরা এইগুলোতে করে তাদের চাল ঝাড়তো। এবং এই কুলাগুলো আসলেই গ্রামের অনেক কাজে ব্যবহৃত হয়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 10 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 10 months ago 

বাঁশের তৈরি কুলা নিয়ে সুন্দর লেখছেন আপু। বাঁশের তৈরি কুলা আমাদের দৈনন্দিন কাজে আসে।কুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস পরিষ্কার করি।আপনি ঠিক বলছেন।শহরে বাঁশের তৈরি কুলা তেমন ব্যবহার হয় না। আর বছরে যখন সবার ঘরে ঘরে ধান চাল আসে তখন কুলার ব্যবহার প্রচুর দেখা যায়। আপনি সুন্দর একটা বিষয় আমাদের মাঝে তুলে ধরছেন।এবং তার সাথে সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করছেন আপু।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

আগে দেখতাম আমার নানি প্রতিদিন সকালবেলা এভাবে কুলায় করে চাল পরিষ্কার করতে। আসলে মরাচালগুলো ভালো চালের কাছ থেকে পরিষ্কার করতেন। কিন্তু এখন আর তেমন দেখি না। বাজার থেকে চাল নিয়ে আসে তাই মরা চাল আর তেমন একটা দেখা যায় না। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 10 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Loading...
Loading...
 10 months ago 

গুলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রামের মানুষজন চাল ধান গম ইত্যাদি পরিষ্কার করার কাজে কুলা ব্যবহার করে থাকেন। প্রাচীন যুগ থেকেই আমি চাল ধান গম পরিষ্কারের কাজে কুলা ব্যবহার করতে দেখে আসতেছি। কুলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 10 months ago 

গ্রাম বাংলার একটি ঐতিহ্য হলো বাঁশের তৈরি কুলা। যারা এটি তৈরি করে তারা খুব ভালোভাবে ও দক্ষতার সাথে তৈরি করে থাকে। কুলার বিভিন্ন রকম ব্যবহার রয়েছে এর ভিতর অন্যতম হলো চাল বা ধান পরিষ্কার করা।তবে কুলার চাহিদা দিন দিন কমে যাচ্ছে আমাদের কাছ থেকে।কুলা সম্পর্কে দারুণ লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 10 months ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

বাঁশের তৈরি কুলা আমাদের দৈনন্দিন গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়। ধান কাটার পর ধান থেকে হালকা খড় পরিষ্কার করার জন্য, কুলার সাহায্য বাতাশের মাধ্যমে ধান পরিষ্কার করা হয়। এবং চাল পরিষ্কার করতেও কুলার ব্যবহার হয়। সুন্দর লিখছেন আপু। ফটোগ্রাফি দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

 10 months ago 

গ্রাম অঞ্চলে প্রায় প্রিতিটি বাড়িতেই ব্যবহার হয় কুলা। বাঁশের তৈরি ওই ঐতিহ্যবাহী কুলা আসলেই শহরে দেখতে পাওয়া যায় না। ধান ঝাড়ার সময় আসলেই বেশি প্রয়োজন পড়ে কুলার। আপনি ঠিক বলেছেন প্রযুক্তি আমাদের জীবকে সহজ করেছে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি ঐতিহ্য।

 10 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66504.03
ETH 3578.30
USDT 1.00
SBD 3.03